ETV Bharat / bharat

Assam-Mizoram Border Dispute : কাছাড় জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে 2 মহিলা আইপিএস - রমনদীপ কৌর

অসমের কাছাড় জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দুই মহিলা আইপিএসকে দায়িত্ব দিল হিমন্ত বিশ্ব শর্মা’র প্রশাসন ৷ আইপিএস কীর্তি জালিকে কাছাড়ের ডেপুটি কমিশনার পদে নিয়োগ করা হয়েছে ৷ সেই সঙ্গে পুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছে আইপিএস রমনদীপ কৌরকে ৷ তাঁরা দু’জনে যৌথভাবে কাছাড় এবং মিজোরাম-এর কোলাসিব জেলার সীমানায় বাহিনীকে নিয়ে পেট্রোলিং করছেন ৷

assam-govt-deploys-two-women-IPS officers-maintain-law-and-order-along-the-state-border
Assam-Mizoram Border Dispute : কাছার জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে 2 মহিলা আইপিএস
author img

By

Published : Aug 3, 2021, 6:14 PM IST

গুয়াহাটি, 3 অগস্ট : অসম-মিজোরাম (Assam-Mizoram) সীমানায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দু’জন মহিলা পুলিশ আধিকারিককে মোতায়েন করল অসম (Assam) প্রশাসন ৷ অসমের কাছাড় জেলার ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে আইপিএস (IPS) কীর্তি জালিকে (Kriti Jali) ৷ সেই সঙ্গে কাছাড় জেলার পুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছে আইপিএস রমনদীপ কৌরকে (RamanDeep Kaur) ৷ মিজোরাম (Mizoram)-এর কোলাসিব এবং অসমের কাছাড় দুই রাজ্যে সীমানার জেলা ৷ যেখানে অসম এবং মিজোরাম পুলিশের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল ৷

গত 26 জুলাই দুই রাজ্যে পুলিশ এবং সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ৷ যেখানে অসম পুলিশের শীর্ষ আধিকারিক এবং আমলাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল মিজোরাম পুলিশের বিরুদ্ধে ৷ যে উত্তপ্ত পরিস্থিতিতে মিজোরামের সাধারণ নাগরিকরাও জড়িয়ে পড়েছিলেন ৷ ওই ঘটনার পর অসমের কাছাড় জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে এই দুই মহিলা আইপিএস আধিকারিককে বসানো হয়েছে ৷ যার পর থেকে নতুন করে আর কোনও অশান্তির ঘটনা অসম-মিজোরাম সীমানায় ঘটেনি ৷

আরও পড়ুন : Border Dispute : সীমান্ত বিবাদ মেটাতে অসমের বিজেপি সাংসদদের সঙ্গে কথা মোদির

কোলাসিব এবং কাছাড় সীমানার লাইলাপুরে 26 জুলাইয়ের হিংসাত্মক ঘটনায় অসম পুলিশের 6 জনের মৃত্যু হয় ৷ এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছিল ৷ যার পর থেকে দুই রাজ্যের তরফে সীমানায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ কাছাড় জেলার দায়িত্ব নিয়ে ডেপুটি কমিশনার কীর্তি জালি এবং পুলিশ সুপার রমনদীপ কৌর-এর যৌথ উদ্যোগে অসম পুলিশ তাঁদের বাহিনী সরিয়ে নিয়েছে ৷ কিন্তু, উল্লেখযোগ্যভাবে মুখে শান্তি বজায় রাখার বার্তা দিলেও কাজে তা করছে না মিজোরাম সরকার ৷ অসম সীমানায় এখনও মিজো পুলিশের বাহিনী মোতায়েন রয়েছে ৷

আরও পড়ুন : assam-mizoram border issue : অসম-মিজোরাম নিয়ে শাহ’র সঙ্গে ফোনালাপে শান্তির বার্তা দুই মুখ্যমন্ত্রীর

তবে, ওই দুই মহিলা আধিকারিক প্রতিনিয়ত পুলিশের বাহিনী এবং কমান্ডো বাহিনীকে সঙ্গে নিয়ে লাইলাপুর এবং তার সংলগ্ন এলাকায় পেট্রোলিং চালিয়ে যাচ্ছেন ৷ সেখানকার নাগরিকদের আত্মবিশ্বাস ফেরাতে এবং সাহস জোগাতে তাঁদের সঙ্গে কথাও বলছেন পুলিশ আধিকারিকরা ৷ তবে, যে কোনওরকমের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অসম পুলিশের বাহিনী মর্টাস, রকেট লঞ্চার এবং বুলেট প্রুফ গাড়ি নিয়ে প্রস্তুত রয়েছে মিজোরাম সীমানা সংলগ্ন এলাকায় ৷

গুয়াহাটি, 3 অগস্ট : অসম-মিজোরাম (Assam-Mizoram) সীমানায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দু’জন মহিলা পুলিশ আধিকারিককে মোতায়েন করল অসম (Assam) প্রশাসন ৷ অসমের কাছাড় জেলার ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে আইপিএস (IPS) কীর্তি জালিকে (Kriti Jali) ৷ সেই সঙ্গে কাছাড় জেলার পুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছে আইপিএস রমনদীপ কৌরকে (RamanDeep Kaur) ৷ মিজোরাম (Mizoram)-এর কোলাসিব এবং অসমের কাছাড় দুই রাজ্যে সীমানার জেলা ৷ যেখানে অসম এবং মিজোরাম পুলিশের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল ৷

গত 26 জুলাই দুই রাজ্যে পুলিশ এবং সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ৷ যেখানে অসম পুলিশের শীর্ষ আধিকারিক এবং আমলাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল মিজোরাম পুলিশের বিরুদ্ধে ৷ যে উত্তপ্ত পরিস্থিতিতে মিজোরামের সাধারণ নাগরিকরাও জড়িয়ে পড়েছিলেন ৷ ওই ঘটনার পর অসমের কাছাড় জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে এই দুই মহিলা আইপিএস আধিকারিককে বসানো হয়েছে ৷ যার পর থেকে নতুন করে আর কোনও অশান্তির ঘটনা অসম-মিজোরাম সীমানায় ঘটেনি ৷

আরও পড়ুন : Border Dispute : সীমান্ত বিবাদ মেটাতে অসমের বিজেপি সাংসদদের সঙ্গে কথা মোদির

কোলাসিব এবং কাছাড় সীমানার লাইলাপুরে 26 জুলাইয়ের হিংসাত্মক ঘটনায় অসম পুলিশের 6 জনের মৃত্যু হয় ৷ এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছিল ৷ যার পর থেকে দুই রাজ্যের তরফে সীমানায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ কাছাড় জেলার দায়িত্ব নিয়ে ডেপুটি কমিশনার কীর্তি জালি এবং পুলিশ সুপার রমনদীপ কৌর-এর যৌথ উদ্যোগে অসম পুলিশ তাঁদের বাহিনী সরিয়ে নিয়েছে ৷ কিন্তু, উল্লেখযোগ্যভাবে মুখে শান্তি বজায় রাখার বার্তা দিলেও কাজে তা করছে না মিজোরাম সরকার ৷ অসম সীমানায় এখনও মিজো পুলিশের বাহিনী মোতায়েন রয়েছে ৷

আরও পড়ুন : assam-mizoram border issue : অসম-মিজোরাম নিয়ে শাহ’র সঙ্গে ফোনালাপে শান্তির বার্তা দুই মুখ্যমন্ত্রীর

তবে, ওই দুই মহিলা আধিকারিক প্রতিনিয়ত পুলিশের বাহিনী এবং কমান্ডো বাহিনীকে সঙ্গে নিয়ে লাইলাপুর এবং তার সংলগ্ন এলাকায় পেট্রোলিং চালিয়ে যাচ্ছেন ৷ সেখানকার নাগরিকদের আত্মবিশ্বাস ফেরাতে এবং সাহস জোগাতে তাঁদের সঙ্গে কথাও বলছেন পুলিশ আধিকারিকরা ৷ তবে, যে কোনওরকমের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অসম পুলিশের বাহিনী মর্টাস, রকেট লঞ্চার এবং বুলেট প্রুফ গাড়ি নিয়ে প্রস্তুত রয়েছে মিজোরাম সীমানা সংলগ্ন এলাকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.