গুয়াহাটি, 2 মে: অসমে ফের ক্ষমতায় আসছে বিজেপি ৷ ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড বিজেপির পক্ষে যাওয়ায়, এমনই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ৷
অসমে ভোটগণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্য়েই বিরোধী জোটের থেকে অনেকটা এগিয়ে যায় বিজেপি ৷ প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে পড়ে কংগ্রেস, এআইইউডিএফ, বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট ও সিপিআইএম-এর মহাজোট ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত অসমের 126টি বিধানসভা আসনের মধ্যে 76টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ৷ বিরোধীরা এগিয়ে 46টি আসনে ৷
আরও পড়ুন: ট্রেন্ড অনুযায়ী ডাবল ডিজিট পেরোচ্ছে না বিজেপি, 191 আসনে এগিয়ে তৃণমূল
এই অবস্থায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ৷ তিনি বলেছেন, "প্রবণতা যা, তাতে এটা স্পষ্ট যে অসমে ভারতীয় জনতা পার্টিই সরকার গঠন করতে চলেছে ৷"
তাঁর কেন্দ্র মাজুলি বিধানসভাতেও এগিয়ে রয়েছেন সর্বানন্দ সোনওয়াল ৷