ETV Bharat / bharat

Himanta over Love Jihad: সুন্দরী ও শিক্ষিত মুসলিম মেয়েরা কাকে বিয়ে করবেন ? পরামর্শ দিলেন হিমন্ত

author img

By

Published : Jul 28, 2023, 8:32 AM IST

Updated : Jul 28, 2023, 8:50 AM IST

অসমে সম্প্রতি একটি খুনের ঘটনা ঘটেছে ৷ সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বামীর বিরুদ্ধে তাঁর হিন্দু স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে ৷ একে লাভ-জিহাদ তকমা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এ ধরনের ঘটনা ঠেকাতে, ভিন্ন ধর্মের তরুণ-তরুণীদের 'বিশেষ পরামর্শ' দিলেন হিমন্ত বিশ্বশর্মা ৷

ETV Bharat
হিমন্ত বিশ্বশর্মা

দিসপুর, 28 জুলাই: "সুন্দরী, শিক্ষিত মুসলিম মেয়েদের মুসলিম ছেলেদেরই বিয়ে করা উচিত।" সমাজে 'শান্তি রক্ষায়' এই উপায় বাতলালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ পাশাপাশি বৃহস্পতিবার অসম প্রদেশ কংগ্রেসকে লাভ জিহাদ প্রসঙ্গে কড়া জবাবও দেন তিনি ৷ তবে এতে বিতর্ক আরও উসকে দিয়েছেন উত্তরপূর্ব ভারতের বিজেপির এই বড় নেতা ৷ তাঁর এই মন্তব্য রাজ্যের দুই ভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীর মধ্যে প্রেম এবং তারপর তরুণীর মর্মান্তিক মৃত্যু প্রসঙ্গে ৷

সোমবার, 24 জুলাই অসমের গোলাঘাটে তিনজনের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয় ৷ পেশায় ইঞ্জিনিয়ার নাজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর স্ত্রী সঙ্ঘমিত্রা ঘোষ ও তাঁর বাবা-মাকে কুপিয়ে হত্যা করেছেন ৷ জানা গিয়েছে, 2020 সালে লকডাউনের সময় সামাজিক মাধ্যমে তাঁদের মধ্যে আলাপ হয়। তারপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ পরে সঙ্ঘমিত্রা বাড়ির অমতে নাজিবুরের সঙ্গে কলকাতায় চলে যান ৷ সেখানকার আদালতে তাঁদের বিয়ে হয় ৷ তবে বিয়ে সুখের হয়নি । শুধু তাই নয়, শেষমেশ প্রাণও গেল তরুণীর।

আরও পড়ুন: জাতিগত বিভেদের লক্ষে ‘লাভ জিহাদ’ শব্দটির জন্ম দিয়েছে BJP : গেহলট

মুখ্যমন্ত্রী এই ঘটনা প্রসঙ্গে বলেন, "এটি লাভ জিহাদের মামলা ৷ মৃতার পরিবার হিন্দু এবং অভিযুক্ত মুসলিম সম্প্রদায়ভুক্ত ৷" লাভ জিহাদের কারণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "যখন কোনও তরুণীকে জোর করে তাঁর ধর্ম বদলাতে বাধ্য করা হয়, তখন এই ধরনের ঘটনা ঘটে ৷" লাভ জিহাদ নিয়ে তাঁকে পালটা আক্রমণ করেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বোরা ৷ তিনি ভিন্ন ধর্মে বিয়ের প্রসঙ্গে মহাভারতের ধৃতরাষ্ট্র ও গান্ধারী এবং ভগবান শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর মধ্যে বিয়ের কথা মনে করিয়ে দেন ৷

কংগ্রেস সভাপতির মন্তব্যের জবাবে হিমন্ত বিশ্বশর্মা বলেন, "লাভ জিহাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ও রুক্মিণীকে টেনে আনাটা খুবই গুরুতর বিষয় ৷ এটা সনাতন-বিরোধী কাজ ৷ কংগ্রেস যদি এভাবে হিন্দুধর্মকে আক্রমণ করতে থাকে, তাহলে তাদের শেষ ঠিকানা হবে মাদ্রাসা অথবা মসজিদ ৷"

আরও পড়ুন: রাস্তা, নিকাশির সমস্যা ভুলে লাভ জিহাদে মন দিন ! বিজেপি সাংসদের পরামর্শে বিতর্ক তুঙ্গে

অন্যদিকে, ভিন্ন ধর্মের বিয়ের বিরোধিতা করে বিশ্বশর্মা বলেন, "ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর ধর্ম পালটাতে বাধ্য করেননি ৷" তাঁর পরামর্শ, হিন্দু ছেলেদের উচিত হিন্দু মেয়েদের বিয়ে করা ৷ মুসলিম তরুণরাও মুসলিম ধর্মের মেয়েদেরই বিয়ে করুন ৷

দিসপুর, 28 জুলাই: "সুন্দরী, শিক্ষিত মুসলিম মেয়েদের মুসলিম ছেলেদেরই বিয়ে করা উচিত।" সমাজে 'শান্তি রক্ষায়' এই উপায় বাতলালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ পাশাপাশি বৃহস্পতিবার অসম প্রদেশ কংগ্রেসকে লাভ জিহাদ প্রসঙ্গে কড়া জবাবও দেন তিনি ৷ তবে এতে বিতর্ক আরও উসকে দিয়েছেন উত্তরপূর্ব ভারতের বিজেপির এই বড় নেতা ৷ তাঁর এই মন্তব্য রাজ্যের দুই ভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীর মধ্যে প্রেম এবং তারপর তরুণীর মর্মান্তিক মৃত্যু প্রসঙ্গে ৷

সোমবার, 24 জুলাই অসমের গোলাঘাটে তিনজনের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয় ৷ পেশায় ইঞ্জিনিয়ার নাজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর স্ত্রী সঙ্ঘমিত্রা ঘোষ ও তাঁর বাবা-মাকে কুপিয়ে হত্যা করেছেন ৷ জানা গিয়েছে, 2020 সালে লকডাউনের সময় সামাজিক মাধ্যমে তাঁদের মধ্যে আলাপ হয়। তারপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ পরে সঙ্ঘমিত্রা বাড়ির অমতে নাজিবুরের সঙ্গে কলকাতায় চলে যান ৷ সেখানকার আদালতে তাঁদের বিয়ে হয় ৷ তবে বিয়ে সুখের হয়নি । শুধু তাই নয়, শেষমেশ প্রাণও গেল তরুণীর।

আরও পড়ুন: জাতিগত বিভেদের লক্ষে ‘লাভ জিহাদ’ শব্দটির জন্ম দিয়েছে BJP : গেহলট

মুখ্যমন্ত্রী এই ঘটনা প্রসঙ্গে বলেন, "এটি লাভ জিহাদের মামলা ৷ মৃতার পরিবার হিন্দু এবং অভিযুক্ত মুসলিম সম্প্রদায়ভুক্ত ৷" লাভ জিহাদের কারণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "যখন কোনও তরুণীকে জোর করে তাঁর ধর্ম বদলাতে বাধ্য করা হয়, তখন এই ধরনের ঘটনা ঘটে ৷" লাভ জিহাদ নিয়ে তাঁকে পালটা আক্রমণ করেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বোরা ৷ তিনি ভিন্ন ধর্মে বিয়ের প্রসঙ্গে মহাভারতের ধৃতরাষ্ট্র ও গান্ধারী এবং ভগবান শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর মধ্যে বিয়ের কথা মনে করিয়ে দেন ৷

কংগ্রেস সভাপতির মন্তব্যের জবাবে হিমন্ত বিশ্বশর্মা বলেন, "লাভ জিহাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ও রুক্মিণীকে টেনে আনাটা খুবই গুরুতর বিষয় ৷ এটা সনাতন-বিরোধী কাজ ৷ কংগ্রেস যদি এভাবে হিন্দুধর্মকে আক্রমণ করতে থাকে, তাহলে তাদের শেষ ঠিকানা হবে মাদ্রাসা অথবা মসজিদ ৷"

আরও পড়ুন: রাস্তা, নিকাশির সমস্যা ভুলে লাভ জিহাদে মন দিন ! বিজেপি সাংসদের পরামর্শে বিতর্ক তুঙ্গে

অন্যদিকে, ভিন্ন ধর্মের বিয়ের বিরোধিতা করে বিশ্বশর্মা বলেন, "ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর ধর্ম পালটাতে বাধ্য করেননি ৷" তাঁর পরামর্শ, হিন্দু ছেলেদের উচিত হিন্দু মেয়েদের বিয়ে করা ৷ মুসলিম তরুণরাও মুসলিম ধর্মের মেয়েদেরই বিয়ে করুন ৷

Last Updated : Jul 28, 2023, 8:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.