ETV Bharat / bharat

Border Clash : মিজ়ো সাংসদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর - জ়োরামথাঙ্গা

মিজ়োরামের রাজ্যসভার সাংসদ কে বনলালবেনার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ সোমবার নিজেই সেই কথা জানিয়েছেন তিনি ৷ হিমন্তের দাবি, সৌজন্যের খাতিরেই এই পদক্ষেপ করেছেন তিনি ৷

Assam CM directs police to withdraw FIR against Mizoram MP K Vanlalvena as goodwill gesture
Border Clash : মিজ়ো সাংসদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Aug 2, 2021, 11:16 AM IST

গুয়াহাটি, 2 অগস্ট : মিজ়োরামের রাজ্যসভার সাংসদ কে বনলালবেনার (K Vanlalvena) বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ সোমবার তিনি জানান, ‘‘সৌজন্যের খাতিরে’’ই রাজ্য়ের পুলিশকে এই নির্দেশ দিয়েছেন তিনি ৷ উল্লেখ্যে, গত 26 জুলাই অসম-মিজ়োরাম সীমানায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই রাজ্যের পুলিশ ৷ তাতে প্রাণ যায় ছয় পুলিশকর্মীর ৷ তার জেরেই মিজ়োরামের সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে অসম পুলিশ ৷

আরও পড়ুন : Assam-Mizoram border : অবরোধ উঠে গেলেও বন্ধ ট্রাক চলাচল, অসম-মিজ়োরাম সীমানায় টহল কেন্দ্রীয় বাহিনীর

তবে সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হলেও সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা এখনই রেহাই পাচ্ছেন না ৷ হিমন্ত জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আইন মাফিক তদন্ত চলবে ৷ এছাড়া ঘটনা প্রসঙ্গে একটি টুইট করে তিনি বলেন, ‘‘মিজ়োরামের মাননীয় মুখ্যমন্ত্রী জ়োরামথাঙ্গা (Zoramthanga) জানিয়েছেন যে তিনি অবিলম্বে সীমানা সমস্য়া মিটিয়ে ফেলতে চান ৷ অসম সবসময়েই উত্তর-পূর্বের উচ্ছ্বাসকে টিকিয়ে রাখার পক্ষপাতী ৷ সীমানায় শান্তি বজায় রাখতেও বদ্ধপরিকর আমরা ৷’’

  • 1/1
    I have noted statements in media by Honble CM @ZoramthangaCM wherein he has expressed his desire to settle the border dispute amicably. Assam always wants to keep the spirit of North East alive. We are also committed to ensuring peace along our borders.

    — Himanta Biswa Sarma (@himantabiswa) August 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরবর্তীতে হিমন্ত বিশ্বশর্মা জানান, ‘‘আমরা এই সৌজন্য এগিয়ে নিয়ে যেতে চাই ৷ আর সেই কারণেই আমি অসম পুলিশকে নির্দেশ দিয়েছি, যাতে তারা রাজ্যসভায় মিজ়োরামের সম্মানীয় সাংসদ কে বনলালবেনার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করে নেয় ৷ তবে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মামলা চলবে ৷’’ প্রসঙ্গত, সীমানা সংঘর্ষে জড়িত থাকার অভিযোগেই রবিবার মিজ়োরামের ওই সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল ৷

প্রসঙ্গত, অসম ও মিজ়োরাম, দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই যে সীমানা সংক্রান্ত সমস্যা মিটিয়ে বিবাদ ঝেড়ে ফেলতে চান, টুইটারে বারবার সেই বার্তা দিচ্ছেন তাঁরা ৷ রবিবার অসমের মুখ্যমন্ত্রী তাঁর একটি টুইটে লেখেন, ‘‘অসম-মিজ়োরাম সীমানায় যে ঘটনা ঘটেছে, তা দুই রাজ্য়ের মানুষের কাছেই গ্রহণযোগ্য নয় ৷ মিজ়োরামের মুখ্যমন্ত্রী আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর কোয়ারানটাইনের মেয়াদ শেষ হলেই তিনি আমার সঙ্গে কথা বলবেন ৷ একমাত্র আলোচনার মাধ্যমেই সীমানা সংক্রান্ত সমস্য়া মেটানো সম্ভব ৷’’ পরে হিমন্তের এই টুইটটিই রিটুইট করেন করেন মিজ়োরামের মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Border Clash : মিজোরামের সংঘর্ষের ঘটনায় তিনদিনের শোক অসমে, সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা হিমন্তর

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা সমস্য়ার জেরেই গত 26 জুলাই সংঘর্ষে জড়িয়ে পড়ে অসম ও মিজ়োরামের পুলিশবাহিনী ৷ তাতে অসমের ছয় পুলিশকর্মী ছাড়াও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয় ৷ আহত হন অন্তত 50 জন ৷ এদিকে, ইতিমধ্যেই উপমুখ্যমন্ত্রী তনলুইয়ার (Tawnluia) নেতৃত্বে গঠিত মিজ়োরাম সীমানা কমিটি 26 জুলাইয়ের ঘটনা নিয়ে একটি প্রস্তাব পাশ করেছে ৷ তাতে মিজ়ো ভূখণ্ডে বেআইনিভাবে ঢোকার জন্য এবং প্রথমে গুলিচালনা শুরু করার জন্য অসম পুলিশকেই কাঠগড়ায় তোলা হয়েছে ৷ সূত্রের খবর, সোমবার সংসদেও আলোচনার জন্য উঠতে পারে এই ঘটনা ৷

গুয়াহাটি, 2 অগস্ট : মিজ়োরামের রাজ্যসভার সাংসদ কে বনলালবেনার (K Vanlalvena) বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ সোমবার তিনি জানান, ‘‘সৌজন্যের খাতিরে’’ই রাজ্য়ের পুলিশকে এই নির্দেশ দিয়েছেন তিনি ৷ উল্লেখ্যে, গত 26 জুলাই অসম-মিজ়োরাম সীমানায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই রাজ্যের পুলিশ ৷ তাতে প্রাণ যায় ছয় পুলিশকর্মীর ৷ তার জেরেই মিজ়োরামের সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে অসম পুলিশ ৷

আরও পড়ুন : Assam-Mizoram border : অবরোধ উঠে গেলেও বন্ধ ট্রাক চলাচল, অসম-মিজ়োরাম সীমানায় টহল কেন্দ্রীয় বাহিনীর

তবে সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হলেও সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা এখনই রেহাই পাচ্ছেন না ৷ হিমন্ত জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আইন মাফিক তদন্ত চলবে ৷ এছাড়া ঘটনা প্রসঙ্গে একটি টুইট করে তিনি বলেন, ‘‘মিজ়োরামের মাননীয় মুখ্যমন্ত্রী জ়োরামথাঙ্গা (Zoramthanga) জানিয়েছেন যে তিনি অবিলম্বে সীমানা সমস্য়া মিটিয়ে ফেলতে চান ৷ অসম সবসময়েই উত্তর-পূর্বের উচ্ছ্বাসকে টিকিয়ে রাখার পক্ষপাতী ৷ সীমানায় শান্তি বজায় রাখতেও বদ্ধপরিকর আমরা ৷’’

  • 1/1
    I have noted statements in media by Honble CM @ZoramthangaCM wherein he has expressed his desire to settle the border dispute amicably. Assam always wants to keep the spirit of North East alive. We are also committed to ensuring peace along our borders.

    — Himanta Biswa Sarma (@himantabiswa) August 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরবর্তীতে হিমন্ত বিশ্বশর্মা জানান, ‘‘আমরা এই সৌজন্য এগিয়ে নিয়ে যেতে চাই ৷ আর সেই কারণেই আমি অসম পুলিশকে নির্দেশ দিয়েছি, যাতে তারা রাজ্যসভায় মিজ়োরামের সম্মানীয় সাংসদ কে বনলালবেনার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করে নেয় ৷ তবে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মামলা চলবে ৷’’ প্রসঙ্গত, সীমানা সংঘর্ষে জড়িত থাকার অভিযোগেই রবিবার মিজ়োরামের ওই সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল ৷

প্রসঙ্গত, অসম ও মিজ়োরাম, দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই যে সীমানা সংক্রান্ত সমস্যা মিটিয়ে বিবাদ ঝেড়ে ফেলতে চান, টুইটারে বারবার সেই বার্তা দিচ্ছেন তাঁরা ৷ রবিবার অসমের মুখ্যমন্ত্রী তাঁর একটি টুইটে লেখেন, ‘‘অসম-মিজ়োরাম সীমানায় যে ঘটনা ঘটেছে, তা দুই রাজ্য়ের মানুষের কাছেই গ্রহণযোগ্য নয় ৷ মিজ়োরামের মুখ্যমন্ত্রী আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর কোয়ারানটাইনের মেয়াদ শেষ হলেই তিনি আমার সঙ্গে কথা বলবেন ৷ একমাত্র আলোচনার মাধ্যমেই সীমানা সংক্রান্ত সমস্য়া মেটানো সম্ভব ৷’’ পরে হিমন্তের এই টুইটটিই রিটুইট করেন করেন মিজ়োরামের মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Border Clash : মিজোরামের সংঘর্ষের ঘটনায় তিনদিনের শোক অসমে, সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা হিমন্তর

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা সমস্য়ার জেরেই গত 26 জুলাই সংঘর্ষে জড়িয়ে পড়ে অসম ও মিজ়োরামের পুলিশবাহিনী ৷ তাতে অসমের ছয় পুলিশকর্মী ছাড়াও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয় ৷ আহত হন অন্তত 50 জন ৷ এদিকে, ইতিমধ্যেই উপমুখ্যমন্ত্রী তনলুইয়ার (Tawnluia) নেতৃত্বে গঠিত মিজ়োরাম সীমানা কমিটি 26 জুলাইয়ের ঘটনা নিয়ে একটি প্রস্তাব পাশ করেছে ৷ তাতে মিজ়ো ভূখণ্ডে বেআইনিভাবে ঢোকার জন্য এবং প্রথমে গুলিচালনা শুরু করার জন্য অসম পুলিশকেই কাঠগড়ায় তোলা হয়েছে ৷ সূত্রের খবর, সোমবার সংসদেও আলোচনার জন্য উঠতে পারে এই ঘটনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.