ETV Bharat / bharat

চা-ব্রেকে প্রিয়াঙ্কা - বিধানসভা নির্বাচন, 2021

ভোটের প্রচারে দুই দিনের সফরে অসমে গিয়েছেন প্রিয়াঙ্কা ৷ সেখানেই আজ চা-শ্রমিকদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেত্রী ।

Assam Assembly Polls, 2021
Assam Assembly Polls, 2021
author img

By

Published : Mar 2, 2021, 9:48 PM IST

তেজপুর (অসম), 2 মার্চ : ভোটের মুখে চা-শ্রমিকদের উদ্বেগ, আশঙ্কা, ও তাঁদের আশা-আকাঙ্ক্ষা 'বুঝতে' দু-দিনের অসম সফর শেষে চা-বাগান ঘুরে দেখলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা । অসমের ভদ্রা বিশ্বনাথ ও সদগুরু চা এস্টেটে গিয়ে চা বাগানের কর্মীদের সঙ্গে ঘরের মেয়ের মতো সময় কাটালেন তিনি । শুধু তা-ই নয়, তুলে নিলেন একটি ঝুড়ি, তুললেন চা পাতা ।

"চা-বাগানের শ্রমিকদের জীবন সত্য ও সরলতায় পরিপূর্ণ এবং তাঁদের শ্রম দেশের জন্য মূল্যবান । আজ তাঁদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তা কখনও ভুলতে পারব না ।" একটি টুইট বার্তায় জানান প্রিয়াঙ্কা । বেশ কয়েকজন কংগ্রেস কর্মী-সমর্থকও চা-শ্রমিকদের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধি বঢরার উষ্ণ আলাপচারিতার মুহূর্তের একাধিক ছবি শেয়ার করেছেন নেটদুনিয়ায় ।

সামনেই অসমে বিধনসভা নির্বাচন ৷ ভোটের প্রচারে সেখানে গিয়েছেন প্রিয়াঙ্কা ৷ কিন্তু আজ যেন চিরাচরিত নেত্রী থেকে বেরিয়ে এসে হয়ে উঠলেন ঘরের মেয়ে ৷ কোথাও যেন ঠাকুমা ইন্দিরা গান্ধি ঝলসে উঠল তাঁর মধ্যে ৷ চা শ্রমিকরাও খুশি প্রিয়াঙ্কাকে পেয়ে ৷ সংস্কৃতি অনুযায়ী গামছা দিয়ে বরণ করে নিলেন তাঁকে ৷

চা-বাগানে খোশ মেজাজে প্রিয়াঙ্কা

আরও পড়ুন : হাইর্কোটের ভর্ৎসনার মুখে দিল্লি পুলিশ

একদিকে, যখন কেরালায় মৎস্যজীবীদের সঙ্গে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন ভাই রাহুল । দিদি প্রিয়াঙ্কা তখন হাজির অসমে । কংগ্রেস নেত্রী থেকে বেরিয়ে এসে ঝুমুর নাচের পর চা বাগানে পাতা তোলা শিখলেন ঘরের মেয়ে প্রিয়াঙ্কা ।

আরও পড়ুন : টিকা নিতে নাম নথিভুক্ত করিয়েছেন 29 লাখ মানুষ

তেজপুর (অসম), 2 মার্চ : ভোটের মুখে চা-শ্রমিকদের উদ্বেগ, আশঙ্কা, ও তাঁদের আশা-আকাঙ্ক্ষা 'বুঝতে' দু-দিনের অসম সফর শেষে চা-বাগান ঘুরে দেখলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা । অসমের ভদ্রা বিশ্বনাথ ও সদগুরু চা এস্টেটে গিয়ে চা বাগানের কর্মীদের সঙ্গে ঘরের মেয়ের মতো সময় কাটালেন তিনি । শুধু তা-ই নয়, তুলে নিলেন একটি ঝুড়ি, তুললেন চা পাতা ।

"চা-বাগানের শ্রমিকদের জীবন সত্য ও সরলতায় পরিপূর্ণ এবং তাঁদের শ্রম দেশের জন্য মূল্যবান । আজ তাঁদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তা কখনও ভুলতে পারব না ।" একটি টুইট বার্তায় জানান প্রিয়াঙ্কা । বেশ কয়েকজন কংগ্রেস কর্মী-সমর্থকও চা-শ্রমিকদের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধি বঢরার উষ্ণ আলাপচারিতার মুহূর্তের একাধিক ছবি শেয়ার করেছেন নেটদুনিয়ায় ।

সামনেই অসমে বিধনসভা নির্বাচন ৷ ভোটের প্রচারে সেখানে গিয়েছেন প্রিয়াঙ্কা ৷ কিন্তু আজ যেন চিরাচরিত নেত্রী থেকে বেরিয়ে এসে হয়ে উঠলেন ঘরের মেয়ে ৷ কোথাও যেন ঠাকুমা ইন্দিরা গান্ধি ঝলসে উঠল তাঁর মধ্যে ৷ চা শ্রমিকরাও খুশি প্রিয়াঙ্কাকে পেয়ে ৷ সংস্কৃতি অনুযায়ী গামছা দিয়ে বরণ করে নিলেন তাঁকে ৷

চা-বাগানে খোশ মেজাজে প্রিয়াঙ্কা

আরও পড়ুন : হাইর্কোটের ভর্ৎসনার মুখে দিল্লি পুলিশ

একদিকে, যখন কেরালায় মৎস্যজীবীদের সঙ্গে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন ভাই রাহুল । দিদি প্রিয়াঙ্কা তখন হাজির অসমে । কংগ্রেস নেত্রী থেকে বেরিয়ে এসে ঝুমুর নাচের পর চা বাগানে পাতা তোলা শিখলেন ঘরের মেয়ে প্রিয়াঙ্কা ।

আরও পড়ুন : টিকা নিতে নাম নথিভুক্ত করিয়েছেন 29 লাখ মানুষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.