ETV Bharat / bharat

প্রি-অঙ্ক কষেই কি অসমের চা-বাগানে ইন্দিরা পৌত্রী ? - বিধানসভা নির্বাচন, 2021

কংগ্রেস নেত্রী নয়, নেহেরু-গান্ধি পরিবারের উত্তরাধিকারী হয়েই চা বাগানকে আলিঙ্গন করলেন প্রিয়াঙ্কা । বাগানে উঠল জয়ধ্বনি ।

Assam Assembly Polls, 2021
Assam Assembly Polls, 2021
author img

By

Published : Mar 2, 2021, 10:28 PM IST

তেজপুর (অসম), 2 মার্চ : ভোট যে বড় বালাই । পুজো থেকে প্রচার, শিয়রে নির্বাচন এলে কী না করতে হয় নেতা-নেত্রীদের । অসমে বিধানসভা ভোটের প্রচারে দু-দিনের সফরে আজ চা-শ্রমিকদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি এক শ্রমিকের বাড়িতেই মধ্যাহ্নভোজ সারলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ।

উত্তর-পূর্বের এই রাজ্যের বিশ্বনাথ জেলায় চা-বাগানের কর্মীদের সঙ্গে চা-পাতা তুলতেও দেখা গেছে তাঁকে । পরনে শাড়ি, মাথায় ব্যান্ড আর পিঠে ঝুড়ি নিয়ে চা-পাতা তোলেন প্রিয়াঙ্কা । হিন্দিতে একটি টুইটে কংগ্রেস নেত্রী জানান, "চা বাগানের শ্রমিকদের জীবন সত্য ও সরলতায় পরিপূর্ণ এবং তাঁদের শ্রম দেশের জন্য মূল্যবান । আজ আমি তাঁদের কাজ এবং পরিবার সম্পর্কে জানতে পেরেছি এবং তাঁদের লড়াইগুলি বুঝতে পেরেছি ।"

সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে চা-শ্রমিকদের জন্য বড়সড় প্যাকেজ বরাদ্দ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । উত্তরবঙ্গ ও অসমের বড় অংশ জুড়ে রয়েছে চা-বাগান । আর এই চা-বাগানের মূল শ্রমিক মহিলারা । তাই তাঁদের প্রতি সহানুভূতি দেখালে তাঁরাও আলাদিনের আশ্চর্য প্রদীপের জিনের মতো ইভিএমে ঝড় তুলবেন । কেন্দ্রীয়মন্ত্রী যতই দায়িত্ব আর কর্তব্যের কথা বলুন না কেন, আসলে যে তিনি এক তিরে দুই ভোটমুখী রাজ্যকে মাথায় রেখে ঘোষণা করেছিলেন, সেটা অনেকেই বুঝেছিলেন ।

ব্যক্তি ক্যারিশমা নিয়েই চা-বাগানে প্রচারে প্রিয়াঙ্কা

আরও পড়ুন : চা-ব্রেকে প্রিয়াঙ্কা

এদিকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কা সশরীরে হাজির অসমের চা-বাগানে । তবে কংগ্রেসের ধ্বজা উড়িয়ে নয় । একেবারে তাঁদের একজন হয়ে । তেজপুরে স্থানীয় চা-শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজও সারেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ।

আরও পড়ুন : মোদির ব্রিগেড সভায় থাকছেন না সৌরভ, থাকতে পারেন মিঠুন-প্রসেনজিৎ

অসমে 126টি বিধানসভা আসনে তিন দফায় ভোট হবে । প্রথম দফায় 27 মার্চ, দ্বিতীয় দফায় 1 এপ্রিল এবং তৃতীয় দফায় 6 এপ্রিল ভোটগ্রহণ হবে । 2 মে ভোটগণনা ।

তেজপুর (অসম), 2 মার্চ : ভোট যে বড় বালাই । পুজো থেকে প্রচার, শিয়রে নির্বাচন এলে কী না করতে হয় নেতা-নেত্রীদের । অসমে বিধানসভা ভোটের প্রচারে দু-দিনের সফরে আজ চা-শ্রমিকদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি এক শ্রমিকের বাড়িতেই মধ্যাহ্নভোজ সারলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ।

উত্তর-পূর্বের এই রাজ্যের বিশ্বনাথ জেলায় চা-বাগানের কর্মীদের সঙ্গে চা-পাতা তুলতেও দেখা গেছে তাঁকে । পরনে শাড়ি, মাথায় ব্যান্ড আর পিঠে ঝুড়ি নিয়ে চা-পাতা তোলেন প্রিয়াঙ্কা । হিন্দিতে একটি টুইটে কংগ্রেস নেত্রী জানান, "চা বাগানের শ্রমিকদের জীবন সত্য ও সরলতায় পরিপূর্ণ এবং তাঁদের শ্রম দেশের জন্য মূল্যবান । আজ আমি তাঁদের কাজ এবং পরিবার সম্পর্কে জানতে পেরেছি এবং তাঁদের লড়াইগুলি বুঝতে পেরেছি ।"

সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে চা-শ্রমিকদের জন্য বড়সড় প্যাকেজ বরাদ্দ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । উত্তরবঙ্গ ও অসমের বড় অংশ জুড়ে রয়েছে চা-বাগান । আর এই চা-বাগানের মূল শ্রমিক মহিলারা । তাই তাঁদের প্রতি সহানুভূতি দেখালে তাঁরাও আলাদিনের আশ্চর্য প্রদীপের জিনের মতো ইভিএমে ঝড় তুলবেন । কেন্দ্রীয়মন্ত্রী যতই দায়িত্ব আর কর্তব্যের কথা বলুন না কেন, আসলে যে তিনি এক তিরে দুই ভোটমুখী রাজ্যকে মাথায় রেখে ঘোষণা করেছিলেন, সেটা অনেকেই বুঝেছিলেন ।

ব্যক্তি ক্যারিশমা নিয়েই চা-বাগানে প্রচারে প্রিয়াঙ্কা

আরও পড়ুন : চা-ব্রেকে প্রিয়াঙ্কা

এদিকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কা সশরীরে হাজির অসমের চা-বাগানে । তবে কংগ্রেসের ধ্বজা উড়িয়ে নয় । একেবারে তাঁদের একজন হয়ে । তেজপুরে স্থানীয় চা-শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজও সারেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ।

আরও পড়ুন : মোদির ব্রিগেড সভায় থাকছেন না সৌরভ, থাকতে পারেন মিঠুন-প্রসেনজিৎ

অসমে 126টি বিধানসভা আসনে তিন দফায় ভোট হবে । প্রথম দফায় 27 মার্চ, দ্বিতীয় দফায় 1 এপ্রিল এবং তৃতীয় দফায় 6 এপ্রিল ভোটগ্রহণ হবে । 2 মে ভোটগণনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.