ETV Bharat / bharat

Russia-Ukraine Conflict : "এই যুদ্ধ সকলের স্বার্থের বিরুদ্ধে, পুতিনকে বোঝান", মোদিকে আর্জি ইউক্রেনের বিদেশমন্ত্রীর - Volnovakha Human corridor

শনিবার গভীর রাতে ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা টেলিভিশনে দুনিয়ার কাছে বার্তা দেন ৷ তিনি সব দেশের কাছে যুদ্ধ থামানোর আবেদন জানান (Russia Ukraine Conflict) ৷

Ukraine FM Dmytro Kuleba urges Indians to stop war
ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা
author img

By

Published : Mar 6, 2022, 7:19 AM IST

কিভ, 6 মার্চ : "রাশিয়াকে থামান, আরও কড়া নিষেধাজ্ঞা জারি করুন", আর্জি জানিয়ে বললেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা ৷ শনিবার গভীর রাতে টেলিভিশনে বিভিন্ন দেশের প্রতি এই বার্তা দেন কুলেবা (Ask Russia to stop ongoing conflict Ukraine FM Dmytro Kuleba urges India) ৷

গতকাল রাশিয়া সাময়িক যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েও তা লঙ্ঘন করেছে ৷ মানবিক করিডর তৈরি করে ইউক্রেনের দক্ষিণ-পূর্ব সীমান্তে অবস্থিত বন্দর শহর মারিউপোল এবং পূর্বদিকে অবস্থিত ভলনোভাখা থেকে যুদ্ধে আটকে থাকা ইউক্রেন নাগরিকদের উদ্ধার করার কথা জানিয়েছিল ক্রেমলিন ৷ সেই প্রক্রিয়া চলাকালীন রুশ সেনা সেখানে হামলা চালায় ৷

ভারত ছাড়াও বহু দেশের ছাত্রছাত্রী ইউক্রেনে পড়তে আসে ৷ এই কথা উল্লেখ করে কুলেবা বলেন, "30 বছর ধরে, ইউক্রেন আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়েছে ৷ বিদেশি পড়ুয়াদের যাতায়াতের জন্য ইউক্রেন ট্রেন, হটলাইনের ব্যবস্থা করেছে, দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছে ৷ ইউক্রেন সরকারের পক্ষে যা যা সম্ভব, সব দিক দিয়ে চেষ্টা করছে ৷" অন্য যে দেশগুলি থেকে ইউক্রেনে ছাত্রছাত্রীরা পড়তে এসেছে, সেই দেশগুলোর কাছ থেকে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে রাশিয়া, দাবি করেন ইউক্রেনের বিদেশমন্ত্রী ৷ তিনি ভারতের নামোল্লেখ করে বলেন, "আমি ভারত, চিন এবং নাইজেরিয়া সরকারকে অনুরোধ করব, তারা রাশিয়াকে গুলিগোলা চালানো বন্ধ করতে বলুন ৷ যাতে বিপন্ন নাগরিকরা যুদ্ধবিধ্বস্ত জায়গাগুলি থেকে বেরতে পারে ৷"

আরও পড়ুন : Russia declares ceasefire : ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

ভারতের সঙ্গে রাশিয়ার বিশেষ সম্পর্ক রয়েছে ৷ এই প্রসঙ্গও উত্থাপন করে কুলেবা বলেন, "ভারতের সঙ্গে যে দেশগুলির বিশেষ সম্পর্ক রয়েছে, তারা প্রধানমন্ত্রী মোদির কাছে আবেদন জানাক ৷ আমরাও তাঁকে অনুরোধ করছি, তিনি প্রেসিডেন্ট পুতিনকে বোঝান ৷ এই যুদ্ধ প্রত্যেকের স্বার্থের বিরুদ্ধে ৷ রাশিয়ার মানুষও এই যুদ্ধকে সমর্থন করে না ৷"

কুলেবা ভারতীয়দের কাছেও আবেদন জানান ৷ তিনি বলেন, "এই যুদ্ধ থামাতে সাধারণ ভারতীয়রাও সে দেশের রাশিয়ান দূতাবাসে চাপ সৃষ্টি করতে পারে ৷ ইউক্রেন লড়ছে, কারণ তাদের আক্রমণ করা হয়েছে ৷ আমাদের দেশকে রক্ষা করতে হবে ৷ রাশিয়া আমাদের অধিকারকে স্বীকৃতি দিতে চায় না ৷"

শনিবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, অপারেশন গঙ্গায় 63টি বিমানে 13 হাজার 300 নাগরিক ইউক্রেন থেকে ভারতে ফিরেছে ৷ গত 24 ঘণ্টায় 15টি বিমান এসেছে ৷ তাতে 2 হাজার 900 জন ছিলেন ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, 21 হাজার ভারতীয় ইউক্রেন ছেড়ে বেরিয়ে এসেছেন ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ইউক্রেনের আকাশে বিমান নিষিদ্ধ করা নিয়ে তৃতীয় পক্ষকে হুঁশিয়ারি পুতিনের

কিভ, 6 মার্চ : "রাশিয়াকে থামান, আরও কড়া নিষেধাজ্ঞা জারি করুন", আর্জি জানিয়ে বললেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা ৷ শনিবার গভীর রাতে টেলিভিশনে বিভিন্ন দেশের প্রতি এই বার্তা দেন কুলেবা (Ask Russia to stop ongoing conflict Ukraine FM Dmytro Kuleba urges India) ৷

গতকাল রাশিয়া সাময়িক যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েও তা লঙ্ঘন করেছে ৷ মানবিক করিডর তৈরি করে ইউক্রেনের দক্ষিণ-পূর্ব সীমান্তে অবস্থিত বন্দর শহর মারিউপোল এবং পূর্বদিকে অবস্থিত ভলনোভাখা থেকে যুদ্ধে আটকে থাকা ইউক্রেন নাগরিকদের উদ্ধার করার কথা জানিয়েছিল ক্রেমলিন ৷ সেই প্রক্রিয়া চলাকালীন রুশ সেনা সেখানে হামলা চালায় ৷

ভারত ছাড়াও বহু দেশের ছাত্রছাত্রী ইউক্রেনে পড়তে আসে ৷ এই কথা উল্লেখ করে কুলেবা বলেন, "30 বছর ধরে, ইউক্রেন আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়েছে ৷ বিদেশি পড়ুয়াদের যাতায়াতের জন্য ইউক্রেন ট্রেন, হটলাইনের ব্যবস্থা করেছে, দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছে ৷ ইউক্রেন সরকারের পক্ষে যা যা সম্ভব, সব দিক দিয়ে চেষ্টা করছে ৷" অন্য যে দেশগুলি থেকে ইউক্রেনে ছাত্রছাত্রীরা পড়তে এসেছে, সেই দেশগুলোর কাছ থেকে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে রাশিয়া, দাবি করেন ইউক্রেনের বিদেশমন্ত্রী ৷ তিনি ভারতের নামোল্লেখ করে বলেন, "আমি ভারত, চিন এবং নাইজেরিয়া সরকারকে অনুরোধ করব, তারা রাশিয়াকে গুলিগোলা চালানো বন্ধ করতে বলুন ৷ যাতে বিপন্ন নাগরিকরা যুদ্ধবিধ্বস্ত জায়গাগুলি থেকে বেরতে পারে ৷"

আরও পড়ুন : Russia declares ceasefire : ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

ভারতের সঙ্গে রাশিয়ার বিশেষ সম্পর্ক রয়েছে ৷ এই প্রসঙ্গও উত্থাপন করে কুলেবা বলেন, "ভারতের সঙ্গে যে দেশগুলির বিশেষ সম্পর্ক রয়েছে, তারা প্রধানমন্ত্রী মোদির কাছে আবেদন জানাক ৷ আমরাও তাঁকে অনুরোধ করছি, তিনি প্রেসিডেন্ট পুতিনকে বোঝান ৷ এই যুদ্ধ প্রত্যেকের স্বার্থের বিরুদ্ধে ৷ রাশিয়ার মানুষও এই যুদ্ধকে সমর্থন করে না ৷"

কুলেবা ভারতীয়দের কাছেও আবেদন জানান ৷ তিনি বলেন, "এই যুদ্ধ থামাতে সাধারণ ভারতীয়রাও সে দেশের রাশিয়ান দূতাবাসে চাপ সৃষ্টি করতে পারে ৷ ইউক্রেন লড়ছে, কারণ তাদের আক্রমণ করা হয়েছে ৷ আমাদের দেশকে রক্ষা করতে হবে ৷ রাশিয়া আমাদের অধিকারকে স্বীকৃতি দিতে চায় না ৷"

শনিবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, অপারেশন গঙ্গায় 63টি বিমানে 13 হাজার 300 নাগরিক ইউক্রেন থেকে ভারতে ফিরেছে ৷ গত 24 ঘণ্টায় 15টি বিমান এসেছে ৷ তাতে 2 হাজার 900 জন ছিলেন ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, 21 হাজার ভারতীয় ইউক্রেন ছেড়ে বেরিয়ে এসেছেন ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ইউক্রেনের আকাশে বিমান নিষিদ্ধ করা নিয়ে তৃতীয় পক্ষকে হুঁশিয়ারি পুতিনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.