নয়া দিল্লি, 10 জুন : প্রয়াত হলেন এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিং ৷ 2017 সাল থেকে তিনি যকৃৎ ক্যানসারে ভুগছিলেন ৷ গতবছর করোনাতেও আক্রান্ত হয়েছিলেন ৷ অবশেষে আজ সকালে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর বয়স হয়েছিল 42 ৷
তাঁর মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লেখেন, "ডিঙ্কো সিং বক্সিং জগতের একজন সুপারস্টার ছিলেন ৷ তিনি প্রচুর খ্যাতি অর্জন করেছেন ৷ সেইসঙ্গে বক্সিংয়ে তাঁর অনেক অবদান রয়েছে ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷" টুইট করেছেন ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু ৷ তিনি লেখেন, "ডিঙ্কো সিংয়ের প্রয়াণে আমি শোকাহত ৷ ভারতের অন্যতম সেরা বক্সার ছিলেন ডিঙ্কো ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷"
-
Shri Dingko Singh was a sporting superstar, an outstanding boxer who earned several laurels and also contributed to furthering the popularity of boxing. Saddened by his passing away. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shri Dingko Singh was a sporting superstar, an outstanding boxer who earned several laurels and also contributed to furthering the popularity of boxing. Saddened by his passing away. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 10, 2021Shri Dingko Singh was a sporting superstar, an outstanding boxer who earned several laurels and also contributed to furthering the popularity of boxing. Saddened by his passing away. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 10, 2021
আরও পড়ুন, প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত
টুইট করেছেন অলিম্পিক্স পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিংও ৷ লেখেন, "আমি গভীরভাবে শোকাহত ৷ আশা করি, তিনি পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন ৷ এই পরিস্থিতিতে তাঁর পরিবার যেন সমস্ত শক্তি দিয়ে শোক কাটিয়ে ওঠে ৷ "
1998 সালে ডিঙ্কো সিং অলিম্পিক্সে সোনার পদক পান এবং ওই বছরেই তিনি অর্জুন পুরস্কারও পান ৷ এরপর 2013 সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় ৷