ETV Bharat / bharat

ASI Survey of Gyanvapi Mosque Complex: জ্ঞানবাপীতে সমীক্ষা শুরু করল এএসআই, মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা - উত্তরপ্রদেশ

আদালতের নির্দেশ মেনে জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা শুরু করল এএসআই। জানা গিয়েছে, সকাল 7টা নাগাদ মসজিদে প্রবেশ করে কাজ শুরু করেছেন সমীক্ষকরা।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 24, 2023, 7:43 AM IST

Updated : Jul 24, 2023, 8:15 AM IST

বারাণসী, 24 জুলাই: জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা শুরু করল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই। জানা গিয়েছে, সোমবার সকাল 7টা নাগাদ এএসআই-এর একটি দল মসজিদে প্রবেশ করে সমীক্ষার কাজ শুরু করেছে। মসজিদটি কোনও হিন্দু মন্দিরের উপর তৈরি কিনা তা জানতেই চলছে সমীক্ষা।

সম্প্রতি বারাণসীর একটি আদালত এই মর্মে রায় দিয়েছে। তবে মসজিদে উজুখানায় সমীক্ষা হচ্ছে না। আদালতের নির্দেশ মেনে রবিবারই এএসআই-এর একটি দল বারাণসী এসে পৌঁছয়। এরপর এদিন সকাল থেকে শুরু হল সমীক্ষার কাজ। অগস্ট মাসের 4 তারিখের মধ্যে সমীক্ষকদের আদালতে রিপোর্ট জমা দিতে হবে। তার ঠিক দিন দশেক আগে সমীক্ষার কাজ শুরু হল।

এদিকে, মসজিদ চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের আধিকারিকরা সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছেন। মসজিদের উজুখানা বা পূণ্যস্নানের জায়গায় সমীক্ষা হবে না সে কথা আদালত আগেই বলেছিল। গত বছর এখান থেকেই শিবলিঙ্গের কাঠামো পাওয়া গিয়েছে বলে দাবি ওঠে। এরপরই সমীক্ষার দাবিতে মামলা হয় আদালতে। তবে ওই বিশেষ অংশ বাদ দিয়ে অন্যত্র সমীক্ষার কাজ চলবে বলে জানা গিয়েছে।

  • #WATCH | Varanasi, UP: ASI (Archaeological Survey of India) to conduct survey of the Gyanvapi mosque complex today

    Visuals from outside the Gyanvapi premises pic.twitter.com/VrvywzKp99

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মামলার হিন্দু পক্ষের আইনজীবী মদন মোহন যাদব জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে সমীক্ষার সময়ে দুতরফের আইনজীবীরাই মসজিদে উপস্থিত থাকবেন। হিন্দু পক্ষেরই আরেক আইনজীবী সুধীর ত্রিপাঠী জানিয়েছেন, সমীক্ষা কতক্ষণ ধরে চলবে সেটা এখনই বলা সম্ভব নয়। এদিকে, মামলাকারীদের তরফে সোহনলাল আর্য জানিয়েছেন, আজকের দিনটি দেশের হিন্দুদের কাছে গর্বের দিন। জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত সমস্যার সমাধান করতে সমীক্ষাই একমাত্র পথ।

আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণে এএসআই সমীক্ষার অনুমতি দিল বারাণসীর আদালত

বারাণসী, 24 জুলাই: জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা শুরু করল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই। জানা গিয়েছে, সোমবার সকাল 7টা নাগাদ এএসআই-এর একটি দল মসজিদে প্রবেশ করে সমীক্ষার কাজ শুরু করেছে। মসজিদটি কোনও হিন্দু মন্দিরের উপর তৈরি কিনা তা জানতেই চলছে সমীক্ষা।

সম্প্রতি বারাণসীর একটি আদালত এই মর্মে রায় দিয়েছে। তবে মসজিদে উজুখানায় সমীক্ষা হচ্ছে না। আদালতের নির্দেশ মেনে রবিবারই এএসআই-এর একটি দল বারাণসী এসে পৌঁছয়। এরপর এদিন সকাল থেকে শুরু হল সমীক্ষার কাজ। অগস্ট মাসের 4 তারিখের মধ্যে সমীক্ষকদের আদালতে রিপোর্ট জমা দিতে হবে। তার ঠিক দিন দশেক আগে সমীক্ষার কাজ শুরু হল।

এদিকে, মসজিদ চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের আধিকারিকরা সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছেন। মসজিদের উজুখানা বা পূণ্যস্নানের জায়গায় সমীক্ষা হবে না সে কথা আদালত আগেই বলেছিল। গত বছর এখান থেকেই শিবলিঙ্গের কাঠামো পাওয়া গিয়েছে বলে দাবি ওঠে। এরপরই সমীক্ষার দাবিতে মামলা হয় আদালতে। তবে ওই বিশেষ অংশ বাদ দিয়ে অন্যত্র সমীক্ষার কাজ চলবে বলে জানা গিয়েছে।

  • #WATCH | Varanasi, UP: ASI (Archaeological Survey of India) to conduct survey of the Gyanvapi mosque complex today

    Visuals from outside the Gyanvapi premises pic.twitter.com/VrvywzKp99

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মামলার হিন্দু পক্ষের আইনজীবী মদন মোহন যাদব জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে সমীক্ষার সময়ে দুতরফের আইনজীবীরাই মসজিদে উপস্থিত থাকবেন। হিন্দু পক্ষেরই আরেক আইনজীবী সুধীর ত্রিপাঠী জানিয়েছেন, সমীক্ষা কতক্ষণ ধরে চলবে সেটা এখনই বলা সম্ভব নয়। এদিকে, মামলাকারীদের তরফে সোহনলাল আর্য জানিয়েছেন, আজকের দিনটি দেশের হিন্দুদের কাছে গর্বের দিন। জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত সমস্যার সমাধান করতে সমীক্ষাই একমাত্র পথ।

আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণে এএসআই সমীক্ষার অনুমতি দিল বারাণসীর আদালত

Last Updated : Jul 24, 2023, 8:15 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.