ETV Bharat / bharat

Cabinet reshuffle in Rajasthan : আজ নয়া 15 মন্ত্রী শপথ নেবেন রাজস্থানে - Ashok Gehlot

আজ বিকেল চারটেয় রাজস্থানে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ ৷ কিন্তু অশোক গেহলটের মন্ত্রিসভা থেকে কারা বাদ পড়বেন, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত ৷

ashok-gehlot-cabinet-reshuffle-in-rajasthan-today-15-ministers-to-be-sworn-in
Cabinet reshuffle in Rajasthan : আজ নয়া 15 মন্ত্রী পথ নেবেন রাজস্থানে
author img

By

Published : Nov 21, 2021, 1:12 PM IST

জয়পুর, 21 নভেম্বর : রাজস্থানে অশোক গেহলট (Ashok Gehlot) মন্ত্রিসভার রদবদল হবে ৷ কিন্তু সেই রদবদলে কারা বাদ পড়বেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ কারণ, শনিবার রাজস্থান সরকারের (Rajasthan Government) সমস্ত মন্ত্রী পদত্যাগ করেছেন ৷ তারপর নতুন মন্ত্রীদের নামও ঘোষণা হয়ে গিয়েছে ৷ আজ বিকেল 4টের সময় ওই মন্ত্রীরা শপথ নেবেন ৷ কিন্তু পুরনো মন্ত্রীদের মধ্যে কাদের বাদ দিয়ে নতুনদের জায়গা দেওয়া হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি ৷

তবে নতুন যে তালিকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে হেমারাম চৌধুরী, রমেশ মিনা ও বিশবেন্দ্র সিংয়ের নাম রয়েছে ৷ তাঁরা রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলটের (Sachin Pilot) অনুগামী বলেই পরিচিত ৷ 2018 সালে রাজস্থানে যখন কংগ্রেস (Congress) ক্ষমতায় আসে, তখন এই তিনজনকে মন্ত্রী করা হয়েছিল ৷

আরও পড়ুন : Ashok Gehlot Cabinet Resigned : রাজস্থানে গেহলত মন্ত্রিসভা থেকে পদত্যাগ সমস্ত মন্ত্রীর

কিন্তু কয়েকমাস আগে তাঁর দাবি মানা হচ্ছে না বলে পদত্যাগ করেছিলেন হেমারাম চৌধুরী ৷ আর 2020 সালে যখন শচীন পাইলট বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই সময় বাকি দু’জনকে বরখাস্ত করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷

রাজস্থানের রাজনীতি নিয়ে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা বলছেন যে এই তিনজনকে মন্ত্রিসভায় ফিরিয়ে নেওয়া হল মূলত শচীন পাইলটের দাবি মেনে ৷ তাছাড়া শচীন অনুগামী আরও একজন বিধায়ক বিজেন্দ্র সিং ওলাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে ৷

আরও পড়ুন : Kalraj-Sakkshi on Farm Laws : প্রয়োজনে ফের কৃষি আইন, মোদির ঘোষণার পরও মন্তব্য কলরাজ-সাক্ষীর

অন্যদিকে মমতা ভূপেশ, ভজনলাল জাভা ও টিকারাম জুলি - এই তিনজন প্রতিমন্ত্রীকে এবার ক্যাবিনেট মন্ত্রী করা হচ্ছে ৷ এছাড়া মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন মহেন্দ্র সিং মালব্য, রামলাল জাট, মহেশ জোশি, গোবিন্দরাম মেঘাওয়াল এবং শকুন্তলা মেঘাওয়াল ৷ প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পেতে চলেছেন জাহিদা খান, মুরারিলাল মীনা ও রাজেন্দ্র গুডা ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে, রাজেন্দ্র গুডা 2018 সালের নির্বাচনে জিতেছিলেন বহুজন সমাজ পার্টির টিকিটে ৷ কিন্তু পরে তাঁর দলের সমস্ত বিধায়ক মায়াবতীর সঙ্গ ত্যাগ করে কংগ্রেসে যোগ দেন ৷

15 জন মন্ত্রী শপথ নিতে চলেছেন ৷ তার মধ্যে 11 জন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে ও 4 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ৷ এখন দেখার গেহলট ও পাইলটের অনুগামীদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কাকে কাকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলা হয় !

আরও পড়ুন : Rahul Gandhi on Chinese Occupation : এবার চিনা দখলদারির সত্যতাও মেনে নেওয়া উচিত কেন্দ্রের, দাবি রাহুলের

জয়পুর, 21 নভেম্বর : রাজস্থানে অশোক গেহলট (Ashok Gehlot) মন্ত্রিসভার রদবদল হবে ৷ কিন্তু সেই রদবদলে কারা বাদ পড়বেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ কারণ, শনিবার রাজস্থান সরকারের (Rajasthan Government) সমস্ত মন্ত্রী পদত্যাগ করেছেন ৷ তারপর নতুন মন্ত্রীদের নামও ঘোষণা হয়ে গিয়েছে ৷ আজ বিকেল 4টের সময় ওই মন্ত্রীরা শপথ নেবেন ৷ কিন্তু পুরনো মন্ত্রীদের মধ্যে কাদের বাদ দিয়ে নতুনদের জায়গা দেওয়া হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি ৷

তবে নতুন যে তালিকা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে হেমারাম চৌধুরী, রমেশ মিনা ও বিশবেন্দ্র সিংয়ের নাম রয়েছে ৷ তাঁরা রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলটের (Sachin Pilot) অনুগামী বলেই পরিচিত ৷ 2018 সালে রাজস্থানে যখন কংগ্রেস (Congress) ক্ষমতায় আসে, তখন এই তিনজনকে মন্ত্রী করা হয়েছিল ৷

আরও পড়ুন : Ashok Gehlot Cabinet Resigned : রাজস্থানে গেহলত মন্ত্রিসভা থেকে পদত্যাগ সমস্ত মন্ত্রীর

কিন্তু কয়েকমাস আগে তাঁর দাবি মানা হচ্ছে না বলে পদত্যাগ করেছিলেন হেমারাম চৌধুরী ৷ আর 2020 সালে যখন শচীন পাইলট বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই সময় বাকি দু’জনকে বরখাস্ত করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷

রাজস্থানের রাজনীতি নিয়ে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা বলছেন যে এই তিনজনকে মন্ত্রিসভায় ফিরিয়ে নেওয়া হল মূলত শচীন পাইলটের দাবি মেনে ৷ তাছাড়া শচীন অনুগামী আরও একজন বিধায়ক বিজেন্দ্র সিং ওলাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে ৷

আরও পড়ুন : Kalraj-Sakkshi on Farm Laws : প্রয়োজনে ফের কৃষি আইন, মোদির ঘোষণার পরও মন্তব্য কলরাজ-সাক্ষীর

অন্যদিকে মমতা ভূপেশ, ভজনলাল জাভা ও টিকারাম জুলি - এই তিনজন প্রতিমন্ত্রীকে এবার ক্যাবিনেট মন্ত্রী করা হচ্ছে ৷ এছাড়া মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন মহেন্দ্র সিং মালব্য, রামলাল জাট, মহেশ জোশি, গোবিন্দরাম মেঘাওয়াল এবং শকুন্তলা মেঘাওয়াল ৷ প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পেতে চলেছেন জাহিদা খান, মুরারিলাল মীনা ও রাজেন্দ্র গুডা ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে, রাজেন্দ্র গুডা 2018 সালের নির্বাচনে জিতেছিলেন বহুজন সমাজ পার্টির টিকিটে ৷ কিন্তু পরে তাঁর দলের সমস্ত বিধায়ক মায়াবতীর সঙ্গ ত্যাগ করে কংগ্রেসে যোগ দেন ৷

15 জন মন্ত্রী শপথ নিতে চলেছেন ৷ তার মধ্যে 11 জন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে ও 4 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ৷ এখন দেখার গেহলট ও পাইলটের অনুগামীদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কাকে কাকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলা হয় !

আরও পড়ুন : Rahul Gandhi on Chinese Occupation : এবার চিনা দখলদারির সত্যতাও মেনে নেওয়া উচিত কেন্দ্রের, দাবি রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.