ETV Bharat / bharat

Asaduddin Owaisi: গান্ধিকে হটিয়ে সাভারকরকেই না জাতির জনক ঘোষণা করে দেয় বিজেপি, রাজনাথের মন্তব্যের পাল্টা ওয়েইসি - AIMIM

সাভারকর ইতিহাস আজও তাড়িয়ে বেড়ায় বিজেপি-কে । তার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর মুখে তাঁর গুণগান ভালভাবে নিচ্ছেন না কেউই । গান্ধি হত্যা মামলায় নাম উঠে আসা সাভারকরকে বিজেপি জাতির জনক ঘোষণা করে দিতে পারে বলে এবার আশঙ্কা প্রকাশ করলেন ওয়েইসি ।

asaduddin owaisi slams rajnath singh, says bjp may soon declare savarkar the father of the nation
রাজনাথকে তুলোধনা ওয়েইসির
author img

By

Published : Oct 13, 2021, 1:46 PM IST

হায়দরাবাদ, 13 অক্টোবর: কেন্দ্রীয় মন্ত্রীর পদে থেকে বিনায়ক সাভারকরের মাহাত্ম্য প্রচারের জন্য এবার রাজনাথ সিংকে কার্যত তুলোধনা করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি । তাঁর মতে, এভাবে চলতে থাকলে, মহাত্মা গান্ধির পরিবর্তে খুব শীঘ্র সাভারকরকেই ভারতের 'জাতির জনক' ঘোষণা করবে বিজেপি ।

জেলে বসে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চাওয়া এবং শর্ত মেনে পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে যোগ না দেওয়া সাভারকরকে নিয়ে প্রায়শই অস্বস্তিতে পড়তে হয় বিজেপিকে ৷ মঙ্গলবার তাঁকে নিয়েই লেখা 'বীর সাভারকর: দ্য ম্যান হু কুড হ্যাভ প্রিভেন্টেড পার্টিশন' বইয়ের উদ্বোধন সভায় হাজির হন রাজনাথ ৷ সেখানে তিনি দাবি করেন, মহাত্মা গান্ধির অনুরোধেই জেল থেকে ব্রিটিশদের উদ্দেশে ক্ষমাপত্র লিখেছিলেন সাভারকর ৷

আরও পড়ুন: Lakhimpur Kheri Case: অজয় মিশ্রের অপসারণ চেয়ে কোবিন্দের কাছে দরবার রাহুল-প্রিয়ঙ্কা-অধীরদের

তাঁর এই মন্তব্যেই বেজায় চটেছেন ওয়েইসি ৷ তাঁর বক্তব্য, "বিজেপি বিকৃত ইতিহাস তুলে ধরছে ৷ এ ভাবে চলতে থাকলে, মহাত্মা গান্ধিকে সরিয়ে সাভারকরকেই জাতির জনক ঘোষণা করে দেবে এক দিন ৷ সেই সাভারকর, গান্ধি হত্যা মামলায় যাঁকে ষড়যন্ত্রচক্রের সহযোগী বলে চিহ্নিত করেছিলেন বিচারপতি জীবনলাল কপূর ৷"

শুধু ওয়েইসিই নন, রাজনাথের মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সমাজের বিভিন্ন স্তর থেকেই ৷ কেন্দ্রীয় মন্ত্রীর পদে আসীন থেকে কীভাবে সাভারকরের মতো বিকর্কিত চরিত্রের গুণগান করেন তিনি, তা নিয়েও প্রশ্ন উঠছে ৷

আরও পড়ুন: Uttar Pradesh Assembly Election 2022: পূর্ব অভিজ্ঞতা মন্দ, যোগীর মোকাবিলায় ছোট দলগুলিকেই পাশে চাইছেন অখিলেশ

হায়দরাবাদ, 13 অক্টোবর: কেন্দ্রীয় মন্ত্রীর পদে থেকে বিনায়ক সাভারকরের মাহাত্ম্য প্রচারের জন্য এবার রাজনাথ সিংকে কার্যত তুলোধনা করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি । তাঁর মতে, এভাবে চলতে থাকলে, মহাত্মা গান্ধির পরিবর্তে খুব শীঘ্র সাভারকরকেই ভারতের 'জাতির জনক' ঘোষণা করবে বিজেপি ।

জেলে বসে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চাওয়া এবং শর্ত মেনে পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে যোগ না দেওয়া সাভারকরকে নিয়ে প্রায়শই অস্বস্তিতে পড়তে হয় বিজেপিকে ৷ মঙ্গলবার তাঁকে নিয়েই লেখা 'বীর সাভারকর: দ্য ম্যান হু কুড হ্যাভ প্রিভেন্টেড পার্টিশন' বইয়ের উদ্বোধন সভায় হাজির হন রাজনাথ ৷ সেখানে তিনি দাবি করেন, মহাত্মা গান্ধির অনুরোধেই জেল থেকে ব্রিটিশদের উদ্দেশে ক্ষমাপত্র লিখেছিলেন সাভারকর ৷

আরও পড়ুন: Lakhimpur Kheri Case: অজয় মিশ্রের অপসারণ চেয়ে কোবিন্দের কাছে দরবার রাহুল-প্রিয়ঙ্কা-অধীরদের

তাঁর এই মন্তব্যেই বেজায় চটেছেন ওয়েইসি ৷ তাঁর বক্তব্য, "বিজেপি বিকৃত ইতিহাস তুলে ধরছে ৷ এ ভাবে চলতে থাকলে, মহাত্মা গান্ধিকে সরিয়ে সাভারকরকেই জাতির জনক ঘোষণা করে দেবে এক দিন ৷ সেই সাভারকর, গান্ধি হত্যা মামলায় যাঁকে ষড়যন্ত্রচক্রের সহযোগী বলে চিহ্নিত করেছিলেন বিচারপতি জীবনলাল কপূর ৷"

শুধু ওয়েইসিই নন, রাজনাথের মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সমাজের বিভিন্ন স্তর থেকেই ৷ কেন্দ্রীয় মন্ত্রীর পদে আসীন থেকে কীভাবে সাভারকরের মতো বিকর্কিত চরিত্রের গুণগান করেন তিনি, তা নিয়েও প্রশ্ন উঠছে ৷

আরও পড়ুন: Uttar Pradesh Assembly Election 2022: পূর্ব অভিজ্ঞতা মন্দ, যোগীর মোকাবিলায় ছোট দলগুলিকেই পাশে চাইছেন অখিলেশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.