ETV Bharat / bharat

চিনে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বৃদ্ধিতে পাঁচ রাজ্যকে সতর্ক থাকতে নির্দেশ কেন্দ্রের - পাঁচ রাজ্যকে সতর্ক থাকতে নির্দেশ কেন্দ্রের

Government Sounds Healthcare Alert: চিনের উত্তর অংশে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ এমন পরিস্থিতিতে পাঁচ রাজ্যেকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রের নির্দেশিকা ওই পাঁচটি রাজ্যে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে ৷ তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে এই বিষয়ে এখনও আতঙ্কিত হওয়ার কিছু হয়নি ৷

Government Sounds Healthcare Alert
Government Sounds Healthcare Alert
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 2:01 PM IST

নয়াদিল্লি, 29 নভেম্বর: উত্তর চিনে শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বাড়তে শুরু করেছে ৷ এই বিষয়টি মাথায় রেখে পাঁচটি রাজ্যে সতর্কবার্তা পাঠাল কেন্দ্রীয় সরকার ৷ চিনের মতো পরিস্থিতি তৈরি হলে, তা সামলানোর মতো স্বাস্থ্য পরিকাঠামো যাতে প্রস্তুত থাকে, তার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে ওই পাঁচটি রাজ্যকে ৷ যে রাজ্যগুলি এই নির্দেশিকা পেয়েছে, সেগুলি হল - রাজস্থান, গুজরাত, উত্তরাখণ্ড, কর্ণাটক ও তামিলনাড়ু ৷

স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই নির্দেশিকা ওই পাঁচ রাজ্যকে দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, এখনই এই নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি ৷ তবে আগে থেকে সতর্ক থাকা প্রয়োজন ৷ সেই কারণেই এই নির্দেশ দেওয়া হল ৷

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, "সতর্কতা অবলম্বন করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সক্রিয়ভাবে শ্বাসকষ্ট জনিত অসুস্থতার বিরুদ্ধে প্রস্তুতিমূলক ব্যবস্থা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে ৷ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়া এবং শীতের মরসুমের পরিপ্রেক্ষিতে এই প্রস্তুতি গুরুত্বপূর্ণ ৷ কারণ, এর থেকেই শ্বাসকষ্টের অসুস্থতার ঘটনা বৃদ্ধি পায় । ভারত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনও শঙ্কার প্রয়োজন নেই ।"

এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অবিলম্বে জনস্বাস্থ্য ও হাসপাতালের প্রস্তুতি খতিয়ে দেখতে বলেছেন ৷ সেই চিঠিতে তিনি লিখেছেন, এই বছরের শুরুতে দেওয়া কোভিড সংক্রান্ত নজরদারির জন্য যে অপারেশনাল গাইডলাইন দেওয়া হয়েছিল, তা মেনেই সবটা খতিয়ে দেখা হোক ৷

কেন্দ্রের থেকে নির্দেশ পাওয়ার পরই কর্ণাটকের স্বাস্থ্য দফতর প্রথম রাজ্য হিসেবে এই নিয়ে অ্যাডভাইরাজারি দিয়েছে ৷ সেখানে মরসুমী জ্বর ও অসুস্থতা সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ শিশু, বয়স্ক ও প্রসূতিদের দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে ৷ প্রয়োজনে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ কোন লক্ষণের দিকে নজর রাখতে হবে, সেটাও বলা হয়েছে ৷ সেই লক্ষণগুলি হল - জ্বর, ঠান্ডা লাগা, অস্বস্তি, ক্ষুধা হ্রাস, মায়ালজিয়া, বমি বমি ভাব, হাঁচি ও শুকনো কাশি যা উচ্চ-ঝুঁকিপূর্ণ এবং তিন সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে ।

রাজস্থানের তরফে স্বাস্থ্য আধিকারিক ও কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে ৷ প্রয়োজনীয় প্রস্তুতি এখনই সেরে ফেলতে বলা হয়েছে৷ এক ভিডিয়ো কনফারেন্সে রাজস্থানের স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিব শুভ্র সিং এই নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে এই নিয়ে এখনও আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ একই ভাবে উত্তরাখণ্ড, গুজরাত ও তামিলনাড়ুর সরকারও এই নিয়ে নির্দেশিকা জারি করেছে ৷

আরও পড়ুন:

  1. জ্বর হলেই ওষুধ নয়, ফল হতে পারে মারাত্মক; সাবধানবাণী গবেষকদের
  2. জ্বর থেকে মুক্তি পেতে এই আয়ুর্বেদিক প্রতিকারগুলি অনুসরণ করতে পারেন
  3. যে সব কারণে জ্বর-সর্দি দ্রুত সারে না, জেনে নিন

নয়াদিল্লি, 29 নভেম্বর: উত্তর চিনে শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বাড়তে শুরু করেছে ৷ এই বিষয়টি মাথায় রেখে পাঁচটি রাজ্যে সতর্কবার্তা পাঠাল কেন্দ্রীয় সরকার ৷ চিনের মতো পরিস্থিতি তৈরি হলে, তা সামলানোর মতো স্বাস্থ্য পরিকাঠামো যাতে প্রস্তুত থাকে, তার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে ওই পাঁচটি রাজ্যকে ৷ যে রাজ্যগুলি এই নির্দেশিকা পেয়েছে, সেগুলি হল - রাজস্থান, গুজরাত, উত্তরাখণ্ড, কর্ণাটক ও তামিলনাড়ু ৷

স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই নির্দেশিকা ওই পাঁচ রাজ্যকে দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, এখনই এই নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি ৷ তবে আগে থেকে সতর্ক থাকা প্রয়োজন ৷ সেই কারণেই এই নির্দেশ দেওয়া হল ৷

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, "সতর্কতা অবলম্বন করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সক্রিয়ভাবে শ্বাসকষ্ট জনিত অসুস্থতার বিরুদ্ধে প্রস্তুতিমূলক ব্যবস্থা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে ৷ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়া এবং শীতের মরসুমের পরিপ্রেক্ষিতে এই প্রস্তুতি গুরুত্বপূর্ণ ৷ কারণ, এর থেকেই শ্বাসকষ্টের অসুস্থতার ঘটনা বৃদ্ধি পায় । ভারত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনও শঙ্কার প্রয়োজন নেই ।"

এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অবিলম্বে জনস্বাস্থ্য ও হাসপাতালের প্রস্তুতি খতিয়ে দেখতে বলেছেন ৷ সেই চিঠিতে তিনি লিখেছেন, এই বছরের শুরুতে দেওয়া কোভিড সংক্রান্ত নজরদারির জন্য যে অপারেশনাল গাইডলাইন দেওয়া হয়েছিল, তা মেনেই সবটা খতিয়ে দেখা হোক ৷

কেন্দ্রের থেকে নির্দেশ পাওয়ার পরই কর্ণাটকের স্বাস্থ্য দফতর প্রথম রাজ্য হিসেবে এই নিয়ে অ্যাডভাইরাজারি দিয়েছে ৷ সেখানে মরসুমী জ্বর ও অসুস্থতা সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ শিশু, বয়স্ক ও প্রসূতিদের দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে ৷ প্রয়োজনে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ কোন লক্ষণের দিকে নজর রাখতে হবে, সেটাও বলা হয়েছে ৷ সেই লক্ষণগুলি হল - জ্বর, ঠান্ডা লাগা, অস্বস্তি, ক্ষুধা হ্রাস, মায়ালজিয়া, বমি বমি ভাব, হাঁচি ও শুকনো কাশি যা উচ্চ-ঝুঁকিপূর্ণ এবং তিন সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে ।

রাজস্থানের তরফে স্বাস্থ্য আধিকারিক ও কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে ৷ প্রয়োজনীয় প্রস্তুতি এখনই সেরে ফেলতে বলা হয়েছে৷ এক ভিডিয়ো কনফারেন্সে রাজস্থানের স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিব শুভ্র সিং এই নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে এই নিয়ে এখনও আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ একই ভাবে উত্তরাখণ্ড, গুজরাত ও তামিলনাড়ুর সরকারও এই নিয়ে নির্দেশিকা জারি করেছে ৷

আরও পড়ুন:

  1. জ্বর হলেই ওষুধ নয়, ফল হতে পারে মারাত্মক; সাবধানবাণী গবেষকদের
  2. জ্বর থেকে মুক্তি পেতে এই আয়ুর্বেদিক প্রতিকারগুলি অনুসরণ করতে পারেন
  3. যে সব কারণে জ্বর-সর্দি দ্রুত সারে না, জেনে নিন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.