দিল্লি, 4 জানুয়ারি : করোনা আক্রান্ত হলেন অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Kejriwal tests Covid Positive and in home isolation) ৷ শরীরে সামান্য উপসর্গ রয়েছে ৷ মঙ্গলবার সকালে নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি ৷ আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷
আজ সকালে টুইট করে তিনি লেখেন, " আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সামান্য উপসর্গ রয়েছে এবং আপাতত হোম আইসোলশেনে রয়েছি ৷ আমার অনুরোধ শেষ কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন এবং দ্রুত নিজেদের করোনা পরীক্ষা করান ৷" সোমবার উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দেরাদুনে একটি নব পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করেছিলেন আম আদমি পার্টি প্রধান ৷ অন্যদিকে মঙ্গলবার বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে দিল্লির কোভিড পরিস্থিতি সম্পর্কিত একটি বৈঠক করারও কথা ছিল তাঁর ৷
-
I have tested positive for Covid. Mild symptoms. Have isolated myself at home. Those who came in touch wid me in last few days, kindly isolate urself and get urself tested
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I have tested positive for Covid. Mild symptoms. Have isolated myself at home. Those who came in touch wid me in last few days, kindly isolate urself and get urself tested
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 4, 2022I have tested positive for Covid. Mild symptoms. Have isolated myself at home. Those who came in touch wid me in last few days, kindly isolate urself and get urself tested
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 4, 2022
আরও পড়ুন :দৈনিক সংক্রমণ 33 হাজারের গণ্ডি পার, বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যাও
দিল্লিতে ফের একবার সংকটজনকভাবে বাড়তে শুরু করেছে করোনা , গত 24 ঘণ্টাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন 4,099 জন ৷ এছাড়া ওমিক্রনের থাবা তো রয়েছেই, দিল্লিতে সোমবার একজনের মৃত্যুও হয়েছে ওমিক্রন সংক্রমণে ৷ প্রায় 6.46 শতাংশে পৌঁছে গিয়েছে সংক্রমণের হার ৷ সব মিলিয়ে দিল্লিতে ফের একবার পুরোনো দুঃস্বপ্নের স্মৃতি উসকে দিচ্ছে করোনা ৷