ETV Bharat / bharat

Arvind Kejriwal tests Covid Positive : করোনা আক্রান্ত কেজরিওয়াল, বাড়িতেই নিভৃতবাসে দিল্লির মুখ্যমন্ত্রী - Kejriwal tests Covid Positive

করোনা আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সামান্য উপসর্গ রয়েছে তাঁর (Kejriwal tests Covid Positive) ৷

arvind kejriwal tested  positive for covid
কোভিড আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
author img

By

Published : Jan 4, 2022, 8:28 AM IST

Updated : Jan 4, 2022, 9:10 AM IST

দিল্লি, 4 জানুয়ারি : করোনা আক্রান্ত হলেন অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Kejriwal tests Covid Positive and in home isolation) ৷ শরীরে সামান্য উপসর্গ রয়েছে ৷ মঙ্গলবার সকালে নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি ৷ আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

আজ সকালে টুইট করে তিনি লেখেন, " আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সামান্য উপসর্গ রয়েছে এবং আপাতত হোম আইসোলশেনে রয়েছি ৷ আমার অনুরোধ শেষ কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন এবং দ্রুত নিজেদের করোনা পরীক্ষা করান ৷" সোমবার উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দেরাদুনে একটি নব পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করেছিলেন আম আদমি পার্টি প্রধান ৷ অন্যদিকে মঙ্গলবার বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে দিল্লির কোভিড পরিস্থিতি সম্পর্কিত একটি বৈঠক করারও কথা ছিল তাঁর ৷

  • I have tested positive for Covid. Mild symptoms. Have isolated myself at home. Those who came in touch wid me in last few days, kindly isolate urself and get urself tested

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) January 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন :দৈনিক সংক্রমণ 33 হাজারের গণ্ডি পার, বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যাও

দিল্লিতে ফের একবার সংকটজনকভাবে বাড়তে শুরু করেছে করোনা , গত 24 ঘণ্টাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন 4,099 জন ৷ এছাড়া ওমিক্রনের থাবা তো রয়েছেই, দিল্লিতে সোমবার একজনের মৃত্যুও হয়েছে ওমিক্রন সংক্রমণে ৷ প্রায় 6.46 শতাংশে পৌঁছে গিয়েছে সংক্রমণের হার ৷ সব মিলিয়ে দিল্লিতে ফের একবার পুরোনো দুঃস্বপ্নের স্মৃতি উসকে দিচ্ছে করোনা ৷

দিল্লি, 4 জানুয়ারি : করোনা আক্রান্ত হলেন অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Kejriwal tests Covid Positive and in home isolation) ৷ শরীরে সামান্য উপসর্গ রয়েছে ৷ মঙ্গলবার সকালে নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি ৷ আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

আজ সকালে টুইট করে তিনি লেখেন, " আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সামান্য উপসর্গ রয়েছে এবং আপাতত হোম আইসোলশেনে রয়েছি ৷ আমার অনুরোধ শেষ কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন এবং দ্রুত নিজেদের করোনা পরীক্ষা করান ৷" সোমবার উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দেরাদুনে একটি নব পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করেছিলেন আম আদমি পার্টি প্রধান ৷ অন্যদিকে মঙ্গলবার বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে দিল্লির কোভিড পরিস্থিতি সম্পর্কিত একটি বৈঠক করারও কথা ছিল তাঁর ৷

  • I have tested positive for Covid. Mild symptoms. Have isolated myself at home. Those who came in touch wid me in last few days, kindly isolate urself and get urself tested

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) January 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন :দৈনিক সংক্রমণ 33 হাজারের গণ্ডি পার, বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যাও

দিল্লিতে ফের একবার সংকটজনকভাবে বাড়তে শুরু করেছে করোনা , গত 24 ঘণ্টাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন 4,099 জন ৷ এছাড়া ওমিক্রনের থাবা তো রয়েছেই, দিল্লিতে সোমবার একজনের মৃত্যুও হয়েছে ওমিক্রন সংক্রমণে ৷ প্রায় 6.46 শতাংশে পৌঁছে গিয়েছে সংক্রমণের হার ৷ সব মিলিয়ে দিল্লিতে ফের একবার পুরোনো দুঃস্বপ্নের স্মৃতি উসকে দিচ্ছে করোনা ৷

Last Updated : Jan 4, 2022, 9:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.