নয়াদিল্লি, 13 এপ্রিল : সিবিএসই বোর্ড পরীক্ষা স্থগিত রাখার জন্য় কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এবিষয়ে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন ৷
সারা দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ মহারাষ্ট্র, দিল্লি, কেরল সহ একাধিক রাজ্য়ের পরিস্থিতি খারাপ হচ্ছে ৷ এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলে পড়ুয়ারা সমস্য়ায় পড়বে এবং তারা কোভিডে আক্রান্ত হতে পারে সেকারণেই এই আবেদন কেজরিওয়ালের ৷
আরও পড়ুন- গতকালের তুলনায় দেশে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু
ওই ভিডিয়ো বার্তায় অরবিন্দ বলেন, "এটি করোনার চতুর্থ ঢেউ ৷ যার ফল মারাত্মক ৷ অন্য় ঢেউ-এর তুলনায় করোনার চতুর্থ ঢেউ আরও বিপজ্জনক ৷ যুব ও শিশুরা এতে আক্রান্ত হচ্ছে ৷" সাধারণ মানুষের কাছে তিনি আবেদন করেন, অত্য়ন্ত প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ির বাইরে না বের হন ৷
এরপরেই সিবিএসই পরীক্ষা স্থগিত করা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান তিনি ৷ এপ্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "দিল্লির প্রায় 6 লাখ পরীক্ষার্থী এবার সিবিএসই পরীক্ষা দেবে ৷ 1 লাখ শিক্ষাকর্মী পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকবেন ৷ এতে করোনা সংক্রমণ ব্য়পক হারে বাড়তে পারে ৷ বোর্ড পরীক্ষা বাতিল করা উচিত ৷ পরিবর্তে মূল্য়ায়নের জন্য় অন্য় কোনও পদ্ধতি অবলম্বন করা দরকার ৷’’
এর আগে বোর্ড পরীক্ষা বন্ধ রাখার আবেদন করে টুইট করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি ভঢড়া ৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়ালের উদ্দেশে তিনি ওই টুইট করেন ৷ এবার সেই একই রাস্তায় হাঁটলেন অরবিন্দ ৷ যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি ৷