ETV Bharat / bharat

লোকসভা ভোটের আগে তাঁকে গ্রেফতার করতে চায় বিজেপি, দাবি কেজরির - Lok Sabha elections

Arvind Kejriwal slams BJP: আগেই আশংকা প্রকাশ করেছিলেন আপ মন্ত্রীরা ৷ এবার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে বলে দাবি করলেন তিনি নিজেই ৷

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল
author img

By PTI

Published : Jan 4, 2024, 1:53 PM IST

নয়াদিল্লি, 4 জানুয়ারি: লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তাঁকে গ্রেফতার করতে চায় ৷ এমনটাই অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন,"আমার আইনজীবীরা আমাকে জানিয়েছেন যে ইডির সমন বেআইনি । লোকসভা নির্বাচনের প্রচারে যাতে আমি অংশগ্রহণ না করতে পারি, তাই বিজেপি আমাকে গ্রেফতার করতে চায় ৷" বিজেপি তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায় বলেও অভিযোগ করেন কেজরিওয়াল ।

আপ নেতা এও অভিযোগ করেন, বিজেপিতে যোগ দিতে না চাওয়ায় তাঁর দলের নেতাদের গ্রেফতার করে জেলে ঢোকানো হয়েছে ৷ তিনি জনসমক্ষে গুণ্ডারাজের অভিযোগ তুলে ইডির সমনকে বেআইনি বলেন ৷ এমনকী দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিংয়ের হয়েও সুর চড়ান কেজরিওয়াল ৷ তিনি বলেন, "তাঁরা ইডির মুখোমুখি হয়নি বলে তাঁদের জেলে যেতে হয়েছে ৷"

সূত্রের খবর, দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় চতুর্থবারের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এর আগে বুধবার তাঁকে হাজিরার জন্য সমন পাঠান ইডির তদন্তকারী আধিকারিকরা ৷ কিন্তু দিল্লির মুখমন্ত্রী সেই হাজিরা এড়িয়ে যান ৷ তিনি ইডির মুখোমুখি হননি ৷ এরপরেই কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে ইডি বলে আশংকা প্রকাশ করেন আপ মন্ত্রী আতিশি ও সৌরভ ভরদ্বাজ ৷ সোশাল মিডিয়ায় আতিশি লেখেন, "আমরা খবর পেয়েছি যে বৃহস্পতিবার সকালে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি তল্লাশি চালাবে । তাঁকে হয়তো গ্রেফতারও করা হতে পারে ।" অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকেই অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় ।

দিল্লি আবগারি নীতি মামলায় প্রথমবার 2 নভেম্বর হাজিরা দেওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠায় ইডি ৷ সেসময় নোটিশকে অস্বচ্ছ ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি হাজিরা এড়ান ৷ এরপর গত বছরের 22 ডিসেম্বর তাঁকে সমনের চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ কিন্তু কেজরিওয়াল ইডিকে সব দিক দিয়ে তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিলেও হাজিরা দেননি ৷ তবে পাশাপাশি কেজরিওয়াল তাঁকে তলব করার সময় নিয়ে প্রশ্ন তোলেন । তিনি জানিয়েছিলেন, একদিকে 2024 সালের লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে । অন্যদিকে তাঁকে তলব করছে ইডি। কিন্তু তাঁকে কোনওভাবেই থামানো যাবে না ।

আরও পড়ুন:

  1. আজই গ্রেফতার হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল! আশঙ্কা আপ মন্ত্রীদের
  2. দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তৃতীয়বার ইডি-র হাজির এড়ালেন কেজরিওয়াল
  3. বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ সমন পাঠিয়েছে ইডি, অভিযোগ তুলে অজ্ঞাতবাসে কেজরিওয়াল

নয়াদিল্লি, 4 জানুয়ারি: লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তাঁকে গ্রেফতার করতে চায় ৷ এমনটাই অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন,"আমার আইনজীবীরা আমাকে জানিয়েছেন যে ইডির সমন বেআইনি । লোকসভা নির্বাচনের প্রচারে যাতে আমি অংশগ্রহণ না করতে পারি, তাই বিজেপি আমাকে গ্রেফতার করতে চায় ৷" বিজেপি তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায় বলেও অভিযোগ করেন কেজরিওয়াল ।

আপ নেতা এও অভিযোগ করেন, বিজেপিতে যোগ দিতে না চাওয়ায় তাঁর দলের নেতাদের গ্রেফতার করে জেলে ঢোকানো হয়েছে ৷ তিনি জনসমক্ষে গুণ্ডারাজের অভিযোগ তুলে ইডির সমনকে বেআইনি বলেন ৷ এমনকী দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিংয়ের হয়েও সুর চড়ান কেজরিওয়াল ৷ তিনি বলেন, "তাঁরা ইডির মুখোমুখি হয়নি বলে তাঁদের জেলে যেতে হয়েছে ৷"

সূত্রের খবর, দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় চতুর্থবারের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এর আগে বুধবার তাঁকে হাজিরার জন্য সমন পাঠান ইডির তদন্তকারী আধিকারিকরা ৷ কিন্তু দিল্লির মুখমন্ত্রী সেই হাজিরা এড়িয়ে যান ৷ তিনি ইডির মুখোমুখি হননি ৷ এরপরেই কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে ইডি বলে আশংকা প্রকাশ করেন আপ মন্ত্রী আতিশি ও সৌরভ ভরদ্বাজ ৷ সোশাল মিডিয়ায় আতিশি লেখেন, "আমরা খবর পেয়েছি যে বৃহস্পতিবার সকালে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি তল্লাশি চালাবে । তাঁকে হয়তো গ্রেফতারও করা হতে পারে ।" অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকেই অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় ।

দিল্লি আবগারি নীতি মামলায় প্রথমবার 2 নভেম্বর হাজিরা দেওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠায় ইডি ৷ সেসময় নোটিশকে অস্বচ্ছ ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি হাজিরা এড়ান ৷ এরপর গত বছরের 22 ডিসেম্বর তাঁকে সমনের চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ কিন্তু কেজরিওয়াল ইডিকে সব দিক দিয়ে তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিলেও হাজিরা দেননি ৷ তবে পাশাপাশি কেজরিওয়াল তাঁকে তলব করার সময় নিয়ে প্রশ্ন তোলেন । তিনি জানিয়েছিলেন, একদিকে 2024 সালের লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে । অন্যদিকে তাঁকে তলব করছে ইডি। কিন্তু তাঁকে কোনওভাবেই থামানো যাবে না ।

আরও পড়ুন:

  1. আজই গ্রেফতার হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল! আশঙ্কা আপ মন্ত্রীদের
  2. দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তৃতীয়বার ইডি-র হাজির এড়ালেন কেজরিওয়াল
  3. বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ সমন পাঠিয়েছে ইডি, অভিযোগ তুলে অজ্ঞাতবাসে কেজরিওয়াল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.