ETV Bharat / bharat

রেমডেসিভির, অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে নজরদারির সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের - কোভিড-19

রেমডেসিভির এবং অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে নজরদারির সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের ৷ দেশের রাজধানীতে দাপুটে ব্য়াটিং করছে কোভিড ভাইরাস ৷ রোগীদের চিকিৎসার জন্য চাহিদা বাড়ছে মেডিক্য়াল অক্সিজেন ও জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের ৷ অথচ জোগান সেই তুলনায় কম বলে দাবি অরবিন্দ কেজরিওয়ালের ৷ এবার তাই এই দু’টি সামগ্রীর উৎপাদন ও সরবরাহের উপর সরাসরি নজরদারির সিদ্ধান্ত নিল আপ সরকার ৷

Arvind Kejriwal government in Delhi will now oversee the entire process of procurement and distribution of medical oxygen and Remdesivir
রেমডেসিভির, অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে নজরদারির সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের
author img

By

Published : Apr 19, 2021, 3:59 PM IST

নয়াদিল্লি, 19 এপ্রিল : করোনা পরিস্থিতির মোকাবিলায় বড় পদক্ষেপ দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের ৷ মেডিক্য়াল অক্সিজেন ও জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের উৎপাদন ও সরবরাহের উপর এবার সরাসরি নজরদারি চালাবে তারা ৷ করোনার দাপট বাড়ায় বর্তমানে এই দু’টিরই চাহিদা বেড়েছে ৷ কিন্তু সেই তুলনায় বাড়েনি জোগান ৷ ফলে দিল্লিতে লাগাতার কমছে মেডিক্য়াল অক্সিজেন ও রেমডেসিভিরের ভাঁড়ার ৷

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ভারতে পর্যাপ্ত পরিমাণেই রয়েছে রেমডেসিভির ৷ জোগান অব্যাহত রাখতে বিদেশে রেমডেসিভিরের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কিন্তু তারপরও দিল্লি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের অভিযোগ, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মেডিক্য়াল অক্সিজেন, রেমডেসিভির এবং করোনার টিকা নেই ৷

এই প্রেক্ষাপটেই এবার আরও কঠোর পদক্ষেপ করল দিল্লির সরকার ৷ ইতিমধ্যেই সেখানে ছ’দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ যা আজ (19 এপ্রিল) রাত 10টা থেকে আগামী সোমবার ভোর পাঁচটা পর্যন্ত কার্যকর থাকবে ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘোষণা করার কিছুক্ষণ আগেই মেডিক্য়াল অক্সিজেন এবং রেমডেসিভিরের উৎপাদন ও সরবরাহের উপর সরাসরি নজরদারি করার কথা জানিয়েছে দিল্লির সরকার ৷ শাসকদল আম আদমি পার্টির তরফে এ বিষয়ে টুইটও করা হয়েছে ৷

আরও পড়ুন : ভারতে পর্যাপ্ত রয়েছে রেমডেসিভির, দাবি শাহের

প্রসঙ্গত, রবিবারই রাজধানীতে মেডিক্য়াল অক্সিজেন এবং রেমডেসিভিরের অভাব নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷ তাঁর আরও অভিযোগ ছিল, দিল্লির প্রাপ্য কমিয়ে তা থেকে অন্যান্য় রাজ্য়কে এই দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী সরবরাহ করছে কেন্দ্রীয় সরকার ৷

নয়াদিল্লি, 19 এপ্রিল : করোনা পরিস্থিতির মোকাবিলায় বড় পদক্ষেপ দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের ৷ মেডিক্য়াল অক্সিজেন ও জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের উৎপাদন ও সরবরাহের উপর এবার সরাসরি নজরদারি চালাবে তারা ৷ করোনার দাপট বাড়ায় বর্তমানে এই দু’টিরই চাহিদা বেড়েছে ৷ কিন্তু সেই তুলনায় বাড়েনি জোগান ৷ ফলে দিল্লিতে লাগাতার কমছে মেডিক্য়াল অক্সিজেন ও রেমডেসিভিরের ভাঁড়ার ৷

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ভারতে পর্যাপ্ত পরিমাণেই রয়েছে রেমডেসিভির ৷ জোগান অব্যাহত রাখতে বিদেশে রেমডেসিভিরের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কিন্তু তারপরও দিল্লি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের অভিযোগ, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মেডিক্য়াল অক্সিজেন, রেমডেসিভির এবং করোনার টিকা নেই ৷

এই প্রেক্ষাপটেই এবার আরও কঠোর পদক্ষেপ করল দিল্লির সরকার ৷ ইতিমধ্যেই সেখানে ছ’দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ যা আজ (19 এপ্রিল) রাত 10টা থেকে আগামী সোমবার ভোর পাঁচটা পর্যন্ত কার্যকর থাকবে ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘোষণা করার কিছুক্ষণ আগেই মেডিক্য়াল অক্সিজেন এবং রেমডেসিভিরের উৎপাদন ও সরবরাহের উপর সরাসরি নজরদারি করার কথা জানিয়েছে দিল্লির সরকার ৷ শাসকদল আম আদমি পার্টির তরফে এ বিষয়ে টুইটও করা হয়েছে ৷

আরও পড়ুন : ভারতে পর্যাপ্ত রয়েছে রেমডেসিভির, দাবি শাহের

প্রসঙ্গত, রবিবারই রাজধানীতে মেডিক্য়াল অক্সিজেন এবং রেমডেসিভিরের অভাব নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷ তাঁর আরও অভিযোগ ছিল, দিল্লির প্রাপ্য কমিয়ে তা থেকে অন্যান্য় রাজ্য়কে এই দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী সরবরাহ করছে কেন্দ্রীয় সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.