পানাজি, 16 জানুয়ারি : এবার কি তবে আরব সাগরের তীরে তৃণমূল সুপ্রিমোকে খোলাখুলি চ্যালেঞ্জ জানালেন আম আদমি পার্টির প্রধান ? গোয়ার জন্য যে 13 দফা দাওয়াই দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal in Goa), তাতে অন্তত তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ আগামী 14 ফেব্রুয়ারি ভোট হবে গোয়ার (Goa Assembly Election 2022) 40টি বিধানসভা আসনে ৷ সেই লড়াইয়ে যত বেশি সম্ভব ঘাসফুল ফোটাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তার জন্য চেষ্টায় কোনও খামতি রাখছেন না তিনি ৷ আর এবার সেই মাটিতে দাঁড়িয়েই গোয়া নিয়ে তাঁদের স্বপ্নের পরিকল্পনার কথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷
অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি জয় কোনও অভিযান কাহিনির থেকে কম রোমাঞ্চকর নয় ৷ সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী পদে বসার পর অন্তত পরিষেবা ক্ষেত্রে ভালই কাজ করেছেন তিনি ৷ অন্যদিকে, বাংলার রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে শক্তিশালী নাম অবশ্যই মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ লক্ষ্যণীয় বিষয় হল, এই দুই নেতা-নেত্রীই বিজেপি বিতারণের কথা বলেন ৷ এবং সেই কাজে দু’জনের কেউই কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধতে তেমন আগ্রহ প্রকাশ করেন না ৷ এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য, দক্ষিণ ভারত এবং গোয়াতেও সংগঠন বিস্তারের কাজে মন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ হাতগুটিয়ে বসে নেই অরবিন্দ কেজরিওয়ালও ৷ আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে (Punjab Assembly Election 2022) তাঁর দল লড়ছে ৷ এমনকী, সে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে জনতার পছন্দ জানতে চেয়ে কেজরিওয়াল যে মোবাইল নম্বর সাধারণ মানুষের জন্য খুলে দিয়েছেন, তাতেও ভাল সাড়া মিলেছে ৷
এই অবস্থায় রবিবার একটি সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল জানান, আগামী দিনে তাঁদের দল গোয়ায় সরকার গড়লে 18 বছর ও তার বেশি বয়সী সমস্ত মহিলাকে 1 হাজার টাকা করে ভাতা দেওয়া হবে ৷ কর্মহীন যুবক-যুবতীরা মাসে ভাতা পাবেন 3 হাজার টাকা ৷ কেজরিওয়ালের এই ঘোষণা তৃণমূল কংগ্রেসের অতি বড় সমালোচককেও তাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেবে ৷ বাংলায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বাজিমাৎ করার পর একই ধাঁচে গোয়ার মহিলাদের জন্যও ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের আশ্বাস, গোয়ার ক্ষমতায় এলে গৃহলক্ষ্মীর আওতায় প্রত্যেক মহিলাকে মাসে 5 হাজার টাকা ভাতা দেবে তারা ৷
এছাড়াও রয়েছে জমির মালিকানার প্রতিশ্রুতি ৷ কেজরিওয়াল জানিয়েছেন, তাঁদের দল সরকার গড়লে গোয়ার বাসিন্দারা তাঁদের বসত জমির মালিকানা পাবেন ৷ ক্ষমতায় আসার মাত্র ছ’মাসের মধ্যেই জমির মালিকানা সংক্রান্ত নথি বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হবে ৷ এই একই প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেসও দিয়েছে ৷ মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (MGP)-র সঙ্গে গাঁটছড়া বেঁধে তৃণমূল কংগ্রেস হাজির করেছে ‘মাজে ঘর, মালকি হক’ প্রকল্প ৷ বলা হচ্ছে, পদ্ম তুলে ফেলে গোয়ার মাটিতে ঘাসফুল ফোটালেই প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় বসত জমির মালিকানা পাবেন বাসিন্দারা ৷
সব মিলিয়ে গোয়ার জন্য 13 দফা প্রতিশ্রুতির বহর সাজিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ রাজধানী দিল্লিতে তাঁর ‘মহল্লা ক্লিনিক’ আর বিনামূল্যের সরকারি স্কুলে পঠনপাঠনের মানোন্নয়নের ফর্মুলা চূড়ান্ত হিট ৷ ভোটে জিতে সরকার গঠন করতে পারলে গোয়াতেও সেই মডেল চালু করার আশ্বাস দিয়েছেন তিনি ৷ এছাড়াও থাকছে 24 ঘণ্টার জন্য বিনামূল্যে বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা ৷ সেইসঙ্গে, আন্তর্জাতিক স্তরে গোয়ার পর্যটনকে আরও উন্নত করা, রাস্তাঘাটের উন্নয়ন, কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের যাবতীয় সমস্যার সমাধান, বাণিজ্য ব্যবস্থাপনার সরলীকরণ এবং খনি শিল্পে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন কেজরিওয়াল ৷ যার সবক’টাই ইতিমধ্যে তৃণমূল তাদের ডালিতে সাজিয়ে জনতার সামনে পেশ করেছে ৷
আরও পড়ুন : Abhishek Banerjee Criticises Congress: গোয়ায় কংগ্রেসের মতো ভুল করবে না তৃণমূল : অভিষেক
কেজরিওয়াল এবং মমতা, দু’জনেরই বক্তব্য হল, এর আগে কংগ্রেস এবং বিজেপিকে সুযোগ দিয়েছেন গোয়ার মানুষ ৷ এবার একটা নতুন দলকে সুযোগ দেওয়ার হোক সরকার গড়ার ৷ দু’পক্ষেরই দাবি, তাতেই নাকি গোয়ার কপাল ফিরে যাবে ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন, তাঁর লক্ষ্য চব্বিশের লোকসভা নির্বাচন ৷ জাতীয় মঞ্চে বিজেপিকে নাস্তানাবুদ করতেই তিনি কোমর বেঁধেছেন বলে দাবি ৷ বস্তুত, ইতিমধ্যে মোদিবিরোধী মুখ হিসাবে মমতা নিঃসন্দেহে এক নম্বরে রয়েছেন ৷ এই প্রেক্ষাপটে গোয়ায় ভাল ফল করতে পারলে, সেটা তৃণমূলের বড় লাভ ৷ এতদিন মনে হচ্ছিল, গোয়ায় তৃণমূলের লড়াইটা মূলত বিজেপি ও কংগ্রেসের বিপক্ষে ৷ কিন্তু, এদিন কেজরিওয়াল যেভাবে নিজের পরিকল্পনা ও প্রতিশ্রুতি ঘোষণা করলেন, তাতে ওয়াকিবহাল মহলের ধারণা, তিনি মূলত মমতার দলকে মাথায় রেখেই এই 13 দফা প্রস্তাব তৈরি করেছেন ৷ সেক্ষেত্রে তৃণমূল বনাম আপের লড়াই (TMC AAP fight in Goa) শুরু হলে আখেরে লাভ কি বিজেপি কিংবা কংগ্রেসেরই হবে না ? এর উত্তর মিলবে আগামী 10 মার্চ ৷ ওই দিনই গোয়া বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৷