নয়াদিল্লি, 5 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) আগে বিজেপি-আপ আঁতাঁতের অভিযোগ তুলে সরব হল কংগ্রেস (Congress) ৷ শনিবার তাদের তরফে দাবি করা হয়, সম্প্রতি একটি চাটার্ড বিমানে চড়ে গুজরাত পাড়ি দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং তাঁর দলীয় সহকর্মী তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann) ৷ সেই সময় তাঁদের সঙ্গে নগদ টাকা ভর্তি একাধিক ব্য়াগ ছিল বলে দাবি করেছে কংগ্রেস ! প্রসঙ্গত, একদিন আগেই ভোটমুখী গুজরাতে আপ ছেড়ে কংগ্রেসে যোগ দেন ইন্দ্রনীল রাজগুরু ৷ তারপর সেই দলেরই তরফে এমন অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নয়া জল্পনা ৷
কংগ্রেসের মিডিয়া চেয়ারম্য়ান পবন খেরা বলেন, "এটি একটি বিরাট তথ্যফাঁসের ঘটনা ৷ কেন্দ্রীয় সরকার, গুজরাতের রাজ্য সরকার এবং বিজেপি (BJP)-এর মধ্য়ে পারস্পরিক বোঝাপড়া রয়েছে ৷ আমি অরবিন্দ কেজরিওয়াল এবং বিজেপি-কে চ্য়ালেঞ্জ করছি, আমরা জানতে চাই, এই টাকা কোথা থেকে এল ? কেন সেই টাকা বিমানে করে নিয়ে যাওয়া হল ? এবং কেন কেন্দ্রীয় সরকার এবং গুজরাত সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখল না ?"
আরও পড়ুন: ভোটের প্রচার শুরুর আগে 'সৎসঙ্গে' মোদি
পবনের দাবি, শুক্রবারই তাঁদের দলে যোগ দেওয়া ইন্দ্রনীল রাজগুরু এই তথ্য সামনে এনেছেন ৷ পবনের কথায়, "আমরা যখন আমাদের দলীয় সহকর্মীর কাছ থেকে এই তথ্য জানতে পারলাম, তখন সকলেই হতবাক হয়ে গিয়েছিলাম ! গত 1 অক্টোবর পঞ্জাব সরকারের একটি বিমানে দুই মুখ্যমন্ত্রী সফর করেছিলেন ৷ তাঁরা বিমানে রাজকোট গিয়েছিলেন ৷ ওই বিমানে একাধিক টাকা ভর্তি ব্যাগ ছিল ৷" পবনের অভিযোগ, দিল্লিতে সরকার গঠনের পর সেখান থেকে যে টাকা আপ রোজগার করেছে, সেই টাকা ব্যবহার করেই পরবর্তীতে পঞ্জাবের ক্ষমতা দখল করে তারা ৷ আর এখন গুজরাতের ভোটে জিততে পঞ্জাব থেকে অর্জিত টাকা খরচ করা হচ্ছে !
কংগ্রেসের আর এক নেতা এবং গুজরাতে দলের দায়িত্বে থাকা রঘু শর্মা এই প্রসঙ্গে বলেন, এই ধরনের ঘটনা অত্যন্ত গুরুতর ৷ এর যথাযথ তদন্ত হওয়া দরকার ৷ রঘুর প্রশ্ন, "চাটার্ড বিমানে করে যদি কেউ টাকা ভর্তি ব্যাগ নিয়ে আসেন, তাহলে তাতে কোনও সমস্য়া নেই তো ? ওই ব্যাগগুলিতে কারা তল্লাশি চালিয়েছিলেন ? বিমানবন্দর অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আওতাধীন ৷ তাদেরই এর জবাব দিতে হবে ৷"