ETV Bharat / bharat

Arvind Kejriwal: 'মণীশ সিসোদিয়ার ভেঙে ফেলা ফোনগুলি কাজ করছে, ইডি-সিবিআই জানে', বিস্ফোরক অরবিন্দ

author img

By

Published : Apr 15, 2023, 5:21 PM IST

রবিবার সকালে সিবিআই সদর কার্যালয়ে হাজির দিতে হবে তাঁকে ৷ তার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মিথ্যে প্রমাণ পেশ করা, আদালতকে বিভ্রান্ত করার অভিযোগ তুললেন আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর দাবি, মণীশ সিসোদিয়ার নষ্ট হওয়া ফোনগুলির মধ্যে বেশ কিছু ফোন বেঁচে আছে ৷

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, 15 এপ্রিল: মিথ্যে বলছে সিবিআই, ইডি ৷ শনির সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে এভাবেই অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ শুক্রবার তাঁকে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে সিবিআই ৷ আগামিকাল তাঁকে দিল্লিতে তদন্তকারী সংস্থার সদর কার্যালয়ে হাজিরা দিতে হবে ৷ তার আগে আজ তিনি একটি টুইট করে লিখলেন, "সিবিআই এবং ইডি মিথ্যে কথা বলছে ৷ আদালতে ভুয়ো প্রমাণ পেশ করছে ৷ আমরা এদের বিরুদ্ধে যথাযোগ্য মামলা দায়ের করব ৷"

আবগারি দুর্নীতি মামলায় 9 মার্চ দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে ইডি ৷ এরপরে 16 মার্চও সিবিআই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে ৷ দিল্লি সরকারের ফিডব্যাক ইউনিট রাজনৈতিক ক্ষেত্রে আড়ি পাতত ৷ এই কাণ্ডে মণীশ সিসোদিয়াও জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে ৷ তাঁর বিরুদ্ধে সিবিআই এফআইআর দায়ের করে ৷ এবার মণীশ সিসোদিয়ার পর আপ-প্রধানকে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷

  • We will file appropriate cases against CBI and ED officials for perjury and producing false evidence in courts

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) April 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার টুইটে সিবিআই-ইডিকে মিথ্যেবাদী বলার সঙ্গে সঙ্গে ইডি-সিবিআই প্রসঙ্গে একটি ভিডিয়ো বার্তা দেন আম আদমি পার্টির প্রধান ৷ এই বার্তায় কেজরিওয়াল বলেন, "মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে ৷ তিনি নাকি 14টি মোবাইল ফোন ভেঙে ফেলেছেন ৷" তিনি ইডির চার্জশিট তুলে দেখান, তাতে মোবাইল ফোনের আইএম নম্বর দেওয়া আছে ৷ অরবিন্দ বলেন, "ইডি এই তথ্য দিয়েছে ৷" এরপর তিনি ইডির সিজার মেমোটি দেখান ৷ যেখানে ইডি বাজেয়াপ্ত করার একটি মেমো দেয় ৷ সেই মেমো অনুযায়ী ইডি জানিয়েছে, তাদের কাছে 4টি ফোন আছে ৷ আরেকটি ফোন সিবিআইয়ের কাছে রয়েছে ৷

  • #WATCH | Manish Sisodia is accused of destroying 14 of his phones. Now ED is saying that out of that 4 phones are with them and CBI is saying that 1 phone is with them, if he has destroyed those phones, then how did they (CBI & ED) get those phones. These agencies are lying to… pic.twitter.com/R8KdMVEsly

    — ANI (@ANI) April 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেজরিওয়ালের দাবি, মণীশ সিসোদিয়ার 14টি ফোনের মধ্যে 5টি তাদের কাছে ৷ বাকি 9টি ফোনেরও বেশির ভাগই 'বেঁচে আছে', বলেন আপ নেতা ৷ তিনি বলেন, "আমরা গত দেড় মাস ধরে নিজেদের মতো করে তদন্ত করেছি ৷ তাতে জানা গিয়েছে মণীশ সিসোদিয়ার ভেঙে দেওয়া 9টি ফোনের অনেকগুলি বেঁচে আছে ৷ সেগুলি কেউ না কেউ ব্যবহার করছে ৷ কিন্তু সেগুলি মণীশজির ফোন নয় ৷ এই ফোনগুলি যে কাজ করছে, তা ইডি ও সিবিআই- দুই তদন্তকারী সংস্থাই জানে ৷ তাই ইডি-সিবিআই আদালতে মিথ্যে হলফনামা জমা দিয়ে আদালতকে বিভ্রান্ত করেছে ৷ আদালতে মিথ্যে প্রমাণ পেশ করেছে ৷"

আরও পড়ুন: আবগারি মামলায় এবার কেজরিকে তলব সিবিআইয়ের, রবিতে জিজ্ঞাসাবাদ

নয়াদিল্লি, 15 এপ্রিল: মিথ্যে বলছে সিবিআই, ইডি ৷ শনির সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে এভাবেই অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ শুক্রবার তাঁকে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে সিবিআই ৷ আগামিকাল তাঁকে দিল্লিতে তদন্তকারী সংস্থার সদর কার্যালয়ে হাজিরা দিতে হবে ৷ তার আগে আজ তিনি একটি টুইট করে লিখলেন, "সিবিআই এবং ইডি মিথ্যে কথা বলছে ৷ আদালতে ভুয়ো প্রমাণ পেশ করছে ৷ আমরা এদের বিরুদ্ধে যথাযোগ্য মামলা দায়ের করব ৷"

আবগারি দুর্নীতি মামলায় 9 মার্চ দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে ইডি ৷ এরপরে 16 মার্চও সিবিআই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে ৷ দিল্লি সরকারের ফিডব্যাক ইউনিট রাজনৈতিক ক্ষেত্রে আড়ি পাতত ৷ এই কাণ্ডে মণীশ সিসোদিয়াও জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে ৷ তাঁর বিরুদ্ধে সিবিআই এফআইআর দায়ের করে ৷ এবার মণীশ সিসোদিয়ার পর আপ-প্রধানকে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷

  • We will file appropriate cases against CBI and ED officials for perjury and producing false evidence in courts

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) April 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার টুইটে সিবিআই-ইডিকে মিথ্যেবাদী বলার সঙ্গে সঙ্গে ইডি-সিবিআই প্রসঙ্গে একটি ভিডিয়ো বার্তা দেন আম আদমি পার্টির প্রধান ৷ এই বার্তায় কেজরিওয়াল বলেন, "মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে ৷ তিনি নাকি 14টি মোবাইল ফোন ভেঙে ফেলেছেন ৷" তিনি ইডির চার্জশিট তুলে দেখান, তাতে মোবাইল ফোনের আইএম নম্বর দেওয়া আছে ৷ অরবিন্দ বলেন, "ইডি এই তথ্য দিয়েছে ৷" এরপর তিনি ইডির সিজার মেমোটি দেখান ৷ যেখানে ইডি বাজেয়াপ্ত করার একটি মেমো দেয় ৷ সেই মেমো অনুযায়ী ইডি জানিয়েছে, তাদের কাছে 4টি ফোন আছে ৷ আরেকটি ফোন সিবিআইয়ের কাছে রয়েছে ৷

  • #WATCH | Manish Sisodia is accused of destroying 14 of his phones. Now ED is saying that out of that 4 phones are with them and CBI is saying that 1 phone is with them, if he has destroyed those phones, then how did they (CBI & ED) get those phones. These agencies are lying to… pic.twitter.com/R8KdMVEsly

    — ANI (@ANI) April 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেজরিওয়ালের দাবি, মণীশ সিসোদিয়ার 14টি ফোনের মধ্যে 5টি তাদের কাছে ৷ বাকি 9টি ফোনেরও বেশির ভাগই 'বেঁচে আছে', বলেন আপ নেতা ৷ তিনি বলেন, "আমরা গত দেড় মাস ধরে নিজেদের মতো করে তদন্ত করেছি ৷ তাতে জানা গিয়েছে মণীশ সিসোদিয়ার ভেঙে দেওয়া 9টি ফোনের অনেকগুলি বেঁচে আছে ৷ সেগুলি কেউ না কেউ ব্যবহার করছে ৷ কিন্তু সেগুলি মণীশজির ফোন নয় ৷ এই ফোনগুলি যে কাজ করছে, তা ইডি ও সিবিআই- দুই তদন্তকারী সংস্থাই জানে ৷ তাই ইডি-সিবিআই আদালতে মিথ্যে হলফনামা জমা দিয়ে আদালতকে বিভ্রান্ত করেছে ৷ আদালতে মিথ্যে প্রমাণ পেশ করেছে ৷"

আরও পড়ুন: আবগারি মামলায় এবার কেজরিকে তলব সিবিআইয়ের, রবিতে জিজ্ঞাসাবাদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.