ETV Bharat / bharat

Militants attack at Army camps: সেনা শিবিরে হামলা অরুণাচল-নাগাল্যান্ডের জঙ্গিদের, স্বাধীনতা দিবস বয়কটের ডাক - স্বাধীনতা দিবস বয়কটের ডাক

অসম রাইফেলসের ক্যাম্পে হামলা অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের জঙ্গিদের (Militants attacks at Army camps)৷ চলতি বছর স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছে আলফা জঙ্গিরা (Militants boycott independence day)৷

Arunachal, Nagaland militants launch attack at army camps; boycott independence day
সেনা শিবিরে হামলা অরুণাচল-নাগাল্যান্ডের জঙ্গিদের, স্বাধীনতা দিবস বয়কটের ডাক
author img

By

Published : Aug 9, 2022, 12:04 PM IST

তিনসুকিয়া, 9 অগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্তর-পূর্বের ভারত-মায়নমার সীমান্তে অসম রাইফেলসের তিনটি ক্যাম্পে হামলা চালিয়েছে NSCN-IM ও ULFA-I জঙ্গিরা (Militants attacks at Army camps)৷ মঙ্গলবারের এই হামলার পর অরুণাচল ও নাগাল্যান্ড সীমানায় জঙ্গিদের সঙ্গে তীব্র গুলিবিনিময় বাঁধে নিরাপত্তা রক্ষীদের ৷

প্রাথমিক ভাবে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, অরুণাচল প্রদেশের চাংলাং জেলার পানচুপাস এলাকায় একটি নতুন ক্যাম্প করেছে অসম রাইফেলস (75th independence day)৷ মঙ্গলবার ভোর রাতে সেই শিবিরে হামলা চালায় এনএসসিএন-আইএম ও আলফা-আই জঙ্গিরা ৷ অরুণাচলে নাকানো এলাকার ক্যাম্পেও হামলা চালায় জঙ্গিরা ৷ ওই একই সময়ে একদল জঙ্গি আবার নাগাল্যান্ডের চেরামোকা এলাকার ক্যাম্পে হামলা চালায় ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে, মর্টার নিয়ে অসম রাইফেলসের ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা ৷ তখনই পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন জওয়ানরা ৷ যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

আরও পড়ুন: পুলওয়ামায় জঙ্গি হামলা, শহিদ এক সিআরপিএফ জওয়ান

এর আগেই স্বাধীনতার 75 বছরের স্বাধীনতা দিবস বয়কটের ডাক দেয় ULFA-I ৷ তাদের কম্যান্ডা-ইন-চিফ পরেশ বড়ুয়া একটি বিবৃতি জারি করে চলতি বছরের স্বাধীনতা দিবস বয়কটের ডাক দেন ৷ এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আলফারা স্বাধীনতা দিবস বয়কট করছে এমন ঘটনা এই প্রথম নয় ৷ তাঁর কথায়, "চিন্তার কিছু নেই ৷ স্বাধীনতা দিবস শান্তিপূর্ণ ভাবেই পালিত হবে ৷"

তিনসুকিয়া, 9 অগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্তর-পূর্বের ভারত-মায়নমার সীমান্তে অসম রাইফেলসের তিনটি ক্যাম্পে হামলা চালিয়েছে NSCN-IM ও ULFA-I জঙ্গিরা (Militants attacks at Army camps)৷ মঙ্গলবারের এই হামলার পর অরুণাচল ও নাগাল্যান্ড সীমানায় জঙ্গিদের সঙ্গে তীব্র গুলিবিনিময় বাঁধে নিরাপত্তা রক্ষীদের ৷

প্রাথমিক ভাবে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, অরুণাচল প্রদেশের চাংলাং জেলার পানচুপাস এলাকায় একটি নতুন ক্যাম্প করেছে অসম রাইফেলস (75th independence day)৷ মঙ্গলবার ভোর রাতে সেই শিবিরে হামলা চালায় এনএসসিএন-আইএম ও আলফা-আই জঙ্গিরা ৷ অরুণাচলে নাকানো এলাকার ক্যাম্পেও হামলা চালায় জঙ্গিরা ৷ ওই একই সময়ে একদল জঙ্গি আবার নাগাল্যান্ডের চেরামোকা এলাকার ক্যাম্পে হামলা চালায় ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে, মর্টার নিয়ে অসম রাইফেলসের ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা ৷ তখনই পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন জওয়ানরা ৷ যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

আরও পড়ুন: পুলওয়ামায় জঙ্গি হামলা, শহিদ এক সিআরপিএফ জওয়ান

এর আগেই স্বাধীনতার 75 বছরের স্বাধীনতা দিবস বয়কটের ডাক দেয় ULFA-I ৷ তাদের কম্যান্ডা-ইন-চিফ পরেশ বড়ুয়া একটি বিবৃতি জারি করে চলতি বছরের স্বাধীনতা দিবস বয়কটের ডাক দেন ৷ এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আলফারা স্বাধীনতা দিবস বয়কট করছে এমন ঘটনা এই প্রথম নয় ৷ তাঁর কথায়, "চিন্তার কিছু নেই ৷ স্বাধীনতা দিবস শান্তিপূর্ণ ভাবেই পালিত হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.