ETV Bharat / bharat

Indo-China Tawang Clash: 62 সাল আর নেই, যোগ্য জবাব দেওয়া হবে; তাওয়াংয়ে ভারত-চিন সংঘর্ষ নিয়ে মন্তব্য অরুণাচলের মুখ্যমন্ত্রীর

চলতি মাসের 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ফের চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টার ঘটনা ঘটেছে ৷ রাজনাথ সিং জানিয়েছেন ভারতীয় সেনা সাহসিকতার পরিচয় দিয়ে চিনের সেনাকে আটকে দিয়েছে (Indo-China Tawang Clash)৷

ETV Bharat
Arunachal CM pema khandu
author img

By

Published : Dec 13, 2022, 10:02 PM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চিনা সেনার সংঘর্ষের ঘটনায় কড়া বিবৃতি দিলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ড (Arunachal CM dares China over Tawang face off) ৷ মঙ্গলবার তিনি জানিয়েছেন, ভারত এখন 1962 সালের মতো পরিস্থিতিতে নেই, অনুপ্রবেশকারীদের যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা রাখে ভারত ৷ উল্লেখ্য, চলতি মাসের 9 তারিখ তাওয়াংয়ে দুই দেশের সেনার সংঘর্ষের কথা স্বীকার করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ মঙ্গলবার লোকসভায় তিনি জানিয়েছেন, ভারতীয় সেনা সাহসিকতার পরিচয় দিয়ে চিনের সেনাকে আটকে দিয়েছে ৷ সামান্য আহত হয়েছেন কয়েকজন জওয়ান ৷

এই ঘটনার প্রসঙ্গে এদিন এক টুইট করেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM pema khandu) ৷ টুইটে পেমা খাণ্ড লেখেন, "ইয়াংতসে আমার নির্বাচনী কেন্দ্রের মধ্যে পড়ে ৷ আমি প্রতিবছর সেখানকার জওয়ান ও গ্রামবাসীদের সঙ্গে দেখা করি ৷ এটা আর 1962 সাল নয় ৷ যদি কেউ অনুপ্রবেশের চেষ্টা করে আমাদের বীর জওয়ানরা তাদের যোগ্য জবাব দেবে ৷"

  • Yangtse is under my assembly constituency & every year I meet the Jawans & villagers of the area.
    It’s not 1962 anymore. If anyone tries to transgress, our brave soldiers will give a befitting reply.

    ईंट का जवाब पत्थर से नहीं, ईंट का जवाब लोहा से दे रही है हमारी वीर भारतीय सेना। https://t.co/xwqUrxfNl7

    — Pema Khandu པདྨ་མཁའ་འགྲོ་། (@PemaKhanduBJP) December 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফের ভারত-চিন সংঘর্ষ, বিরোধীদের তোপের মুখে সরকার

তবে এই ঘটনা নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছে চিন ৷ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়েনবিন মঙ্গলবার জানিয়েছেন, ভারত-চিন সীমান্তে স্থিতাবস্থা রয়েছে ও দু'পক্ষের মধ্যে বাধাহীন আলোচনা চলছে (Indo-China Tawang Clash) ৷

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চিনা সেনার সংঘর্ষের ঘটনায় কড়া বিবৃতি দিলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ড (Arunachal CM dares China over Tawang face off) ৷ মঙ্গলবার তিনি জানিয়েছেন, ভারত এখন 1962 সালের মতো পরিস্থিতিতে নেই, অনুপ্রবেশকারীদের যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা রাখে ভারত ৷ উল্লেখ্য, চলতি মাসের 9 তারিখ তাওয়াংয়ে দুই দেশের সেনার সংঘর্ষের কথা স্বীকার করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ মঙ্গলবার লোকসভায় তিনি জানিয়েছেন, ভারতীয় সেনা সাহসিকতার পরিচয় দিয়ে চিনের সেনাকে আটকে দিয়েছে ৷ সামান্য আহত হয়েছেন কয়েকজন জওয়ান ৷

এই ঘটনার প্রসঙ্গে এদিন এক টুইট করেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM pema khandu) ৷ টুইটে পেমা খাণ্ড লেখেন, "ইয়াংতসে আমার নির্বাচনী কেন্দ্রের মধ্যে পড়ে ৷ আমি প্রতিবছর সেখানকার জওয়ান ও গ্রামবাসীদের সঙ্গে দেখা করি ৷ এটা আর 1962 সাল নয় ৷ যদি কেউ অনুপ্রবেশের চেষ্টা করে আমাদের বীর জওয়ানরা তাদের যোগ্য জবাব দেবে ৷"

  • Yangtse is under my assembly constituency & every year I meet the Jawans & villagers of the area.
    It’s not 1962 anymore. If anyone tries to transgress, our brave soldiers will give a befitting reply.

    ईंट का जवाब पत्थर से नहीं, ईंट का जवाब लोहा से दे रही है हमारी वीर भारतीय सेना। https://t.co/xwqUrxfNl7

    — Pema Khandu པདྨ་མཁའ་འགྲོ་། (@PemaKhanduBJP) December 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফের ভারত-চিন সংঘর্ষ, বিরোধীদের তোপের মুখে সরকার

তবে এই ঘটনা নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছে চিন ৷ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়েনবিন মঙ্গলবার জানিয়েছেন, ভারত-চিন সীমান্তে স্থিতাবস্থা রয়েছে ও দু'পক্ষের মধ্যে বাধাহীন আলোচনা চলছে (Indo-China Tawang Clash) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.