নয়া দিল্লি, 21 নভেম্বর: নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন অরুণ গোয়েল ৷ সোমবার ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন সাবেক আমলা অরুণ গোয়েল (Arun Goel) ।
জানা গিয়েছে, তিনি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডের সঙ্গে নির্বাচন কমিশনের যাবতীয় দায়িত্ব সামলাবেন । তাঁর এই নতুন পদে নিয়োগের কথা জানিয়েছে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক । তিনি বহু বছর ধরে কেন্দ্রে ডেপুটেশনে ছিলেন এবং বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।
চলতি বছর মে মাসে মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে অবসর নেন সুশীল চন্দ্র। তাঁর জায়গায় প্রধান নির্বাচন কমিশনার হন রাজীব কুমার । আইএএস হওয়ার পর গোয়েল পঞ্জাব এবং কেন্দ্রে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন । শুক্রবার তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছিলেন । এরপর গোয়েলের নিয়োগের কথা কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় ।
আরও পড়ুন: ব্রাম্পটনের ডেপুটি মেয়র হলেন ভারতীয় বংশোদ্ভুত শিখ