ETV Bharat / bharat

PM Modi Birthday: জন্মদিনে হাজার হাজার চায়ের কাপ দিয়ে প্রধানমন্ত্রীর মূর্তি গড়লেন সুদর্শন - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন

ওড়িশার বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে (PM Modi Birthday) তাঁকে অভিনন্দন জানালেন অভিনব উপায়ে ৷ চায়ের কাপ দিয়ে বালির ভাস্কর্য তৈরি করেছেন তিনি । তাতে লেখা শুভ জন্মদিন মোদিজি (sand sculpture wishing PM Modi on his birthday) ৷

Artist Sudarsan Pattnaik creates sand sculpture wishing PM Modi on his birthday
Artist Sudarsan Pattnaik creates sand sculpture wishing PM Modi on his birthday
author img

By

Published : Sep 17, 2022, 9:46 AM IST

Updated : Sep 17, 2022, 10:12 AM IST

পুরী(ওড়িশা), 17 সেপ্টেম্বর: প্রখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক (Sand Artist Sudarsan Pattnaik) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর 72 তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন (PM Narendra Modi Birthday) ৷ তিনি ওড়িশার পুরী সমুদ্র সৈকতে 1213টি মাটির চায়ের কাপ দিয়ে একটি পাঁচ ফুট বালির ভাস্কর্য তৈরি করেছেন । সঙ্গে লেখা 'শুভ জন্মদিন মোদিজি' (Happy Birthday Narendra Modi) ।

এর সঙ্গেই তিনি তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 5 ফুট উঁচু বালির মূর্তি। ভাস্কর্যটির জন্য সুদর্শন প্রায় পাঁচ টন বালি ব্যবহার করেছেন । তিনি প্রধানমন্ত্রীর প্রতিটি জন্মদিনে বিভিন্ন ভাস্কর্য তৈরি করেন (sand sculpture wishing PM Modi on his birthday) ।

সুদর্শন বলেন, "আমরা এই মাটির চায়ের গ্লাস ব্যবহার করেছি নরেন্দ্র মোদির চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী (chaiwala to pm) হওয়া পর্যন্ত যে যাত্রা তা তুলে ধরতে । এখানে আমি আমার শিল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালাম ।"

আরও পড়ুন: আজ প্রধানমন্ত্রীর 72তম জন্মদিন, দীর্ঘায়ু কামনা করে টুইট রাষ্ট্রপতি মুর্মুর

উল্লেখ্য, পদ্মশ্রী সুদর্শন পট্টনায়েক সারা বিশ্বে 60টিরও বেশি আন্তর্জাতিক বালি আর্ট চ্যাম্পিয়নশিপ ও উৎসবে অংশগ্রহণ করেছেন ৷ দেশের জন্য অনেক পুরস্কার জিতেছেন । সুদর্শন সবসময় তাঁর শিল্পের মাধ্যমে একটি সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন ।

পুরী(ওড়িশা), 17 সেপ্টেম্বর: প্রখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক (Sand Artist Sudarsan Pattnaik) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর 72 তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন (PM Narendra Modi Birthday) ৷ তিনি ওড়িশার পুরী সমুদ্র সৈকতে 1213টি মাটির চায়ের কাপ দিয়ে একটি পাঁচ ফুট বালির ভাস্কর্য তৈরি করেছেন । সঙ্গে লেখা 'শুভ জন্মদিন মোদিজি' (Happy Birthday Narendra Modi) ।

এর সঙ্গেই তিনি তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 5 ফুট উঁচু বালির মূর্তি। ভাস্কর্যটির জন্য সুদর্শন প্রায় পাঁচ টন বালি ব্যবহার করেছেন । তিনি প্রধানমন্ত্রীর প্রতিটি জন্মদিনে বিভিন্ন ভাস্কর্য তৈরি করেন (sand sculpture wishing PM Modi on his birthday) ।

সুদর্শন বলেন, "আমরা এই মাটির চায়ের গ্লাস ব্যবহার করেছি নরেন্দ্র মোদির চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী (chaiwala to pm) হওয়া পর্যন্ত যে যাত্রা তা তুলে ধরতে । এখানে আমি আমার শিল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালাম ।"

আরও পড়ুন: আজ প্রধানমন্ত্রীর 72তম জন্মদিন, দীর্ঘায়ু কামনা করে টুইট রাষ্ট্রপতি মুর্মুর

উল্লেখ্য, পদ্মশ্রী সুদর্শন পট্টনায়েক সারা বিশ্বে 60টিরও বেশি আন্তর্জাতিক বালি আর্ট চ্যাম্পিয়নশিপ ও উৎসবে অংশগ্রহণ করেছেন ৷ দেশের জন্য অনেক পুরস্কার জিতেছেন । সুদর্শন সবসময় তাঁর শিল্পের মাধ্যমে একটি সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন ।

Last Updated : Sep 17, 2022, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.