ETV Bharat / bharat

Critical Surgery : জটিল অস্ত্রোপচার, 4 ঘণ্টার চেষ্টায় হৃদযন্ত্র থেকে বেরোল কৃত্রিম দাঁত - কৃত্রিম দাঁত

পটনার চিকিৎসকরা জটিল অস্ত্রোপচার করে এক ব্যক্তির হৃৎপিণ্ড থেকে কৃত্রিম দাঁত বের করলেন (Critical Surgery in Patna Hospital)। ওপেন চেস্ট সার্জারির চেয়েও এটি একটি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার ছিল । দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় দাঁত-সহ হুক ডেনচার বের করে রোগীকে নতুন জীবন দিয়েছেন চিকিৎসকের দল ।

Critical Surgery in Patna
পটনায় জটিল অস্ত্রোপচার
author img

By

Published : Jan 14, 2023, 5:19 PM IST

Updated : Jan 14, 2023, 5:58 PM IST

পটনা, 14 জানুয়ারি: পটনায় চার ঘণ্টা অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড থেকে বার করা হল কৃত্রিম দাঁত ৷ জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে পারস হাসপাতালে । জানা গিয়েছে, ডেনচারের সাহায্যে ব্যক্তির মুখে একটি কৃত্রিম দাঁত লাগানো হয়েছিল । খাবার খেতে গিয়েই ঘটে যায় বিপত্তি ৷ কৃত্রিম দাঁতের সেটের সঙ্গে সংযুক্ত হুকটি ছিঁড়ে যাওয়ায় পুরো দাঁত গিলে ফেলেন তিনি । কৃত্রিম দাঁতটি গিয়ে ফুসফুস এবং হৃৎপিণ্ডের মধ্যে থেকে বেরিয়ে আসা মূল শিরায় আটকে যায় ।

পটনায় রোগীর হৃৎপিণ্ড থেকে বের হল দাঁত: পারস হাসপাতালের চিকিৎসকদের মতে, বিহারে এ পর্যন্ত এই ধরনের বিরল অস্ত্রোপচার হয়নি, এটাই প্রথম । এই অস্ত্রোপচারটি প্রায় চারঘণ্টা ধরে করা হয়েছে । ব্যক্তির নাম সুরেন্দ্র কুমার (45) ৷ তিনি বেগুসরাইয়ের বাসিন্দা ৷ তাঁর উপরের চোয়ালে একটি কৃত্রিম দাঁত লাগানো ছিল ৷ রোগী ভুলবশত ডেনচারের সঙ্গে আটকানো দাঁতের সেটটি গিলে ফেলেন । এরপর রোগীর অসহ্য যন্ত্রণা শুরু হয় । বেগুসরাইয়ের একটি বেসরকারি ক্লিনিকে দেখানো হয় তাঁকে । চিকিৎসকরা এন্ডোস্কোপির সাহায্যে দাঁতটি বের করার চেষ্টা করেন ৷ কিন্তু তা বের করতে সফল হননি ৷ এরপর রোগীর অবস্থার অবনতি হলে তাঁকে পাটনায় রেফার করা হয় । পরে সুরেন্দ্রকে পারস হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা ।

পারস হাসপাতালে জটিল অস্ত্রোপচার: হাসপাতালের তরফে জানা গিয়েছে, রোগীকে গুরুতর অবস্থায় আনা হয়েছিল ৷ চিকিৎসরা তাঁর এন্ডোস্কোপি এবং সিটি স্ক্যান করেন ৷ রিপোর্ট দেখে তাঁরা হতবাক হয়ে যান । খাবারের পাইপের প্রায় 10 সেন্টিমিটার দাঁতের সঙ্গে লাগানো হুকটি ছিঁড়ে গিয়েছিল এবং খাবারের পাইপ থেকে বেরিয়ে আসার পরে বুকে প্রবেশ করেছিল । হৃদপিণ্ড থেকে বেরিয়ে আসা ফুসফুস এবং তার মধ্যেকার প্রধান মূল শিরায় মধ্যে ওই কৃত্রিম দাঁতটি আটকে ছিল । যে কারণে রোগীর বুকের বাম পাশে পুঁজ ভরে গিয়েছিল এবং সংক্রমণ ছড়িয়ে পড়েছিল শরীরে ।

সফলভাবে অস্ত্রোপচারটি করেছে চিকিৎসকরা: সূত্রের খবর, ডেনচারের সঙ্গে মেটাল হুক লাগানো থাকায় কৃতিম দাঁতটি বের করাটা একটি বড় চ্যালেঞ্জ ছিল চিকিৎসকদের কাছে ৷ এমন পরিস্থিতিতে হাসপাতালের সার্জেন চিকিৎসক এএ হাই সাত সদস্য বিশিষ্ট ডাক্তারদের একটি দল গঠন করেন। তাঁরা মিলে অস্ত্রোপচারটি করেন । প্রথমে রোগীর বুকে জমে থাকা পুঁজ বের করে থোরাকোস্কোপি পদ্ধতিতে পরিষ্কার করা হয় । তারপর রোগীর বাম পাশ থেকে ঘাড়ের মাধ্যমে ভেতরে পৌঁছে সেখান থেকে নিরাপদে কৃত্রিম দাঁত বের করা হয় (Tooth removed from patient heart in Patna) । হাসপাতাল তরফে জানা গিয়েছে, রোগীর অবস্থা আগের চেয়ে অনেক ভালো ৷ রোগীর স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি হচ্ছে ।

আরও পড়ুন: পাকস্থলীতে আটকে ব্লেড, জটিল অস্ত্রোপচারে একরত্তির প্রাণ ফেরাল এনআরএস

পটনা, 14 জানুয়ারি: পটনায় চার ঘণ্টা অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড থেকে বার করা হল কৃত্রিম দাঁত ৷ জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে পারস হাসপাতালে । জানা গিয়েছে, ডেনচারের সাহায্যে ব্যক্তির মুখে একটি কৃত্রিম দাঁত লাগানো হয়েছিল । খাবার খেতে গিয়েই ঘটে যায় বিপত্তি ৷ কৃত্রিম দাঁতের সেটের সঙ্গে সংযুক্ত হুকটি ছিঁড়ে যাওয়ায় পুরো দাঁত গিলে ফেলেন তিনি । কৃত্রিম দাঁতটি গিয়ে ফুসফুস এবং হৃৎপিণ্ডের মধ্যে থেকে বেরিয়ে আসা মূল শিরায় আটকে যায় ।

পটনায় রোগীর হৃৎপিণ্ড থেকে বের হল দাঁত: পারস হাসপাতালের চিকিৎসকদের মতে, বিহারে এ পর্যন্ত এই ধরনের বিরল অস্ত্রোপচার হয়নি, এটাই প্রথম । এই অস্ত্রোপচারটি প্রায় চারঘণ্টা ধরে করা হয়েছে । ব্যক্তির নাম সুরেন্দ্র কুমার (45) ৷ তিনি বেগুসরাইয়ের বাসিন্দা ৷ তাঁর উপরের চোয়ালে একটি কৃত্রিম দাঁত লাগানো ছিল ৷ রোগী ভুলবশত ডেনচারের সঙ্গে আটকানো দাঁতের সেটটি গিলে ফেলেন । এরপর রোগীর অসহ্য যন্ত্রণা শুরু হয় । বেগুসরাইয়ের একটি বেসরকারি ক্লিনিকে দেখানো হয় তাঁকে । চিকিৎসকরা এন্ডোস্কোপির সাহায্যে দাঁতটি বের করার চেষ্টা করেন ৷ কিন্তু তা বের করতে সফল হননি ৷ এরপর রোগীর অবস্থার অবনতি হলে তাঁকে পাটনায় রেফার করা হয় । পরে সুরেন্দ্রকে পারস হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা ।

পারস হাসপাতালে জটিল অস্ত্রোপচার: হাসপাতালের তরফে জানা গিয়েছে, রোগীকে গুরুতর অবস্থায় আনা হয়েছিল ৷ চিকিৎসরা তাঁর এন্ডোস্কোপি এবং সিটি স্ক্যান করেন ৷ রিপোর্ট দেখে তাঁরা হতবাক হয়ে যান । খাবারের পাইপের প্রায় 10 সেন্টিমিটার দাঁতের সঙ্গে লাগানো হুকটি ছিঁড়ে গিয়েছিল এবং খাবারের পাইপ থেকে বেরিয়ে আসার পরে বুকে প্রবেশ করেছিল । হৃদপিণ্ড থেকে বেরিয়ে আসা ফুসফুস এবং তার মধ্যেকার প্রধান মূল শিরায় মধ্যে ওই কৃত্রিম দাঁতটি আটকে ছিল । যে কারণে রোগীর বুকের বাম পাশে পুঁজ ভরে গিয়েছিল এবং সংক্রমণ ছড়িয়ে পড়েছিল শরীরে ।

সফলভাবে অস্ত্রোপচারটি করেছে চিকিৎসকরা: সূত্রের খবর, ডেনচারের সঙ্গে মেটাল হুক লাগানো থাকায় কৃতিম দাঁতটি বের করাটা একটি বড় চ্যালেঞ্জ ছিল চিকিৎসকদের কাছে ৷ এমন পরিস্থিতিতে হাসপাতালের সার্জেন চিকিৎসক এএ হাই সাত সদস্য বিশিষ্ট ডাক্তারদের একটি দল গঠন করেন। তাঁরা মিলে অস্ত্রোপচারটি করেন । প্রথমে রোগীর বুকে জমে থাকা পুঁজ বের করে থোরাকোস্কোপি পদ্ধতিতে পরিষ্কার করা হয় । তারপর রোগীর বাম পাশ থেকে ঘাড়ের মাধ্যমে ভেতরে পৌঁছে সেখান থেকে নিরাপদে কৃত্রিম দাঁত বের করা হয় (Tooth removed from patient heart in Patna) । হাসপাতাল তরফে জানা গিয়েছে, রোগীর অবস্থা আগের চেয়ে অনেক ভালো ৷ রোগীর স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি হচ্ছে ।

আরও পড়ুন: পাকস্থলীতে আটকে ব্লেড, জটিল অস্ত্রোপচারে একরত্তির প্রাণ ফেরাল এনআরএস

Last Updated : Jan 14, 2023, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.