মুম্বই, 8 নভেম্বর : আলিবাগ স্কুল থেকে সরিয়ে তালোজা জেলে পাঠানো হল অর্ণব গোস্বামীকে ৷ গত বুধবার তাঁর গ্রেপ্তারির পর থেকে অর্ণবকে ওই স্কুলেই রাখা হয়েছিল ৷ সেটিকে জেলবন্দীদের জন্য় কোরোনার আইসোলেশন সেন্টার হিসেবে ব্য়বহার করা হচ্ছে ৷ আলিবাগ কোর্টের ম্য়াজিস্ট্রেট সুনয়না পিঙ্গল অর্ণব গোস্বামীকে 18 নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ৷
অর্ণব গোস্বামীকে জেলে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা করে তার স্ত্রী সাম্য়ব্রতা রায় গোস্বামী দাবি করেছেন, তাঁর স্বামীকে একটি অন্ধকার ভ্য়ানে টেনে হিঁচড়ে তোলা হয়েছে তালোজা জেলে পাঠানো হয়েছে ৷ তিনি আরও অভিযোগ করেছেন, অর্ণব বারবার জানিয়েছে যে তাঁর জীবনের সংশয় রয়েছে ৷ এমনকী তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করতে চাইলে জেল সুপার অর্ণবকে মারধর করেছেন ৷ যা সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সাম্য়ব্রতা রায় গোস্বামী ৷ পাশাপাশি গত বৃহস্পতিবারের ঘটনার কথা তুলে ধরে তিনি এও বলেন, অর্ণব পাবলিকলি অভিযোগ করেছিলেন, যে তাঁর জীবনর সংশয় রয়েছে ৷ এমনকি পুলিশ হেপাজতে তাঁর সঙ্গে দুর্ব্য়বহার করা হয়েছিল ৷ এরপর যদি জেলে অর্ণবের সঙ্গে কিছু ঘটে তাঁর দায় মহারাষ্ট্র পুলিশ এবং পুরো রাজ্য় তথা জাতীয় আইন ব্য়বস্থার উপর গিয়ে পড়বে বলে মন্তব্য় করেন অর্ণব গোস্বামীর স্ত্রী ৷
অর্ণব গোস্বামীর নিরাপত্তা ও যত্নের ব্য়বস্থা যাতে করা হয়, সেই দাবি নিয়ে মহারাষ্ট্রের BJP সহ সভাপতি কীর্তি সৌমিয়া তালোজা জেলে গিয়েছিলেন ৷ সেখান থেকে তিনি বেরিয়ে জানান, জেল সুপার তাঁকে আশ্বাস দিয়েছেন, যে অর্ণব গোস্বামীকে কোনোরকম হয়রানি করা হবে না ৷ প্রয়োজন পড়লে তাঁর সমস্ত রকম চিকিৎসার ব্য়বস্থাও করা হবে ৷ প্রসঙ্গত, গত বুধবার মুম্বই ও রাইগড় পুলিশের যৌথ দল রিপাবলিক টিভির চিফ এডিটরকে আত্মহত্য়ায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করে ৷ 2018 সালের 5 মে আর্কিটেক অনভয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েক আত্মঘাতী হন ৷ সেখান থেকে পাওয়া সুইসাইড নোটে এর জন্য় অর্ণব গোস্বামী, ফিরোজ শেখ এবং নীতেশ সারদাকে দায়ী করে যান ৷