মুম্বই, 6 নভেম্বর : রিপাবলিক টিভির এডিটার-ইন-চিফ অর্ণব গোস্বামীর পালটা মামলার শুনানি হবে শনিবার, জানাল মুম্বই হাইকোর্ট ৷ আজ এই মামলায় শুনানি স্থগিত করে আদালত ৷ এইসঙ্গে আজ ফের বিচারপতিদের বেঞ্চ জানাল, শুনানি ছাড়া এই মামলা খারিজ করা সম্ভব না ৷ সেই কারণেই আগামীকাল দুপুর 12টায় পরবর্তী শুনানি হবে ৷
অর্ণব গোস্বামী ছাড়াও একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে ফিরোজ শেখ ও সারদাকে ৷ গ্রেপ্তারির পর 14 দিনের জেল হেপাজত হয় অভিযুক্তদের ৷ 2018 সালে মুম্বইয়ের স্তপতি অভয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েক আত্মহত্যা করে ৷ আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার মামলায় গ্রেপ্তার করা হয় অর্ণব গোস্বামীকে ৷
এদিকে, অর্ণব অভিযোগ করেন, তাঁর শাশুড়ি, শ্বশুর, ছেলে এবং বউকে শারীরিক নিগ্রহ করা হয়েছে ৷ যে সময় মুম্বই পুলিশ অর্ণবের বাড়িতে যায় সেই সময় তাঁর পরিবারকে নিগ্রহ করা হয়ে বলে অভিযোগ করেন রিপাবলিক টিভির এডিটার-ইন-চিফ ৷