ETV Bharat / bharat

Chhattisgarh Soldier Suicide : ইনসাস রাইফেল থেকে গুলি! ইভিএমের নিরাপত্তায় থাকা জওয়ানের 'আত্মহত্যা' - ইনসাস রাইফেল থেকে গুলি

ইভিএম রক্ষার দায়িত্বে ছিলেন এক সেনা জওয়ান ৷ সোমবার হঠাৎ ইনসাস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ তিনি কেন এই চরম সিদ্ধান্ত নিলেন তা জানতে তদন্ত চলছে ৷

ETV Bharat
সেনা জওয়ানের আত্মহত্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 8:22 AM IST

Updated : Oct 3, 2023, 9:01 AM IST

কোরবা, 3 অক্টোবর: ইনসাস রাইফেল থেকে নিজেকেই গুলি করলেন সেনা জওয়ান ৷ ঘটনাস্থলেই তাঁর প্রাণ গেল। সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবায় ৷ সূত্রের খবর, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের গোডাউনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই জওয়ান ৷ এই গোডাউনটি জেলাশাসকের কার্যালয়ের পিছন দিকেই অবস্থিত ৷

গুলির আওয়াজ পাওয়া মাত্র ঘটনাস্থলের আশপাশে থাকা ব্যক্তিরা ওই গোডাউনের কাছে ছুটে যান ৷ সেখানে ওই জওয়ানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ গুলির অভিঘাত এতটাই বেশি ছিল যে ঘরের দেওয়ালেও রক্তের ছিটে দেখা গিয়েছে ৷ ওই জওয়ান আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷ তবে অন্য কোনও কারণ আছে কিনা তাও দেখা হচ্ছে।

মৃত সেনা জওয়ানের নাম ললিত সোনওয়ানি ৷ তাঁর বয়স প্রায় 35 বছর ৷ তিনি জাঞ্জগির-চম্পা জেলার বাসিন্দা ৷ এই ঘটনার পর পুলিশ এবং তদন্তকারী দল ইভিএমের গোডাউনে পৌঁছয় ৷ তারা সেখান থেকে জওয়ানের রাইফেল, মোবাইল ফোনের সন্ধান পায় ৷ এছাড়া ওই জওয়ানের অনেক জিনিসপত্র তাঁর বিছানার চারদিকে ছড়ানো অবস্থায় পাওয়া গিয়েছে ৷ পুলিশের অনুমান, ওই জওয়ান নিজের বুকে গুলি করেছেন ৷ ঘটনাস্থলে পৌঁছয় সিভিল লাইন পুলিশ, ডগ স্কোয়াডের একটি দল, ফরেন্সিক বিশেষজ্ঞ ৷

সিভিল লাইন পুলিশের আধিকারিক মৃত্যুঞ্জয় পাণ্ডে বলেন, "প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, জওয়ান আত্মহত্যা করেছেন ৷ এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷" এই আত্মহত্যার নেপথ্যে প্রকৃত কারণ কী, তা জানার চেষ্টা চলছে ৷ মোবাইলের রেকর্ড অনুযায়ী, সেনা জওয়ান আত্মহত্যা করার আগে শেষবার তাঁর বাবার সঙ্গে কথা বলেছিলেন ৷ এদিকে, অগস্ট মাস থেকে তিনি ইভিএমের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন বলে জানা গিয়েছে ৷ গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: মণিপুরে অপহরণ করে সেনাকর্মীকে খুন!

কোরবা, 3 অক্টোবর: ইনসাস রাইফেল থেকে নিজেকেই গুলি করলেন সেনা জওয়ান ৷ ঘটনাস্থলেই তাঁর প্রাণ গেল। সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবায় ৷ সূত্রের খবর, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের গোডাউনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই জওয়ান ৷ এই গোডাউনটি জেলাশাসকের কার্যালয়ের পিছন দিকেই অবস্থিত ৷

গুলির আওয়াজ পাওয়া মাত্র ঘটনাস্থলের আশপাশে থাকা ব্যক্তিরা ওই গোডাউনের কাছে ছুটে যান ৷ সেখানে ওই জওয়ানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ গুলির অভিঘাত এতটাই বেশি ছিল যে ঘরের দেওয়ালেও রক্তের ছিটে দেখা গিয়েছে ৷ ওই জওয়ান আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷ তবে অন্য কোনও কারণ আছে কিনা তাও দেখা হচ্ছে।

মৃত সেনা জওয়ানের নাম ললিত সোনওয়ানি ৷ তাঁর বয়স প্রায় 35 বছর ৷ তিনি জাঞ্জগির-চম্পা জেলার বাসিন্দা ৷ এই ঘটনার পর পুলিশ এবং তদন্তকারী দল ইভিএমের গোডাউনে পৌঁছয় ৷ তারা সেখান থেকে জওয়ানের রাইফেল, মোবাইল ফোনের সন্ধান পায় ৷ এছাড়া ওই জওয়ানের অনেক জিনিসপত্র তাঁর বিছানার চারদিকে ছড়ানো অবস্থায় পাওয়া গিয়েছে ৷ পুলিশের অনুমান, ওই জওয়ান নিজের বুকে গুলি করেছেন ৷ ঘটনাস্থলে পৌঁছয় সিভিল লাইন পুলিশ, ডগ স্কোয়াডের একটি দল, ফরেন্সিক বিশেষজ্ঞ ৷

সিভিল লাইন পুলিশের আধিকারিক মৃত্যুঞ্জয় পাণ্ডে বলেন, "প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, জওয়ান আত্মহত্যা করেছেন ৷ এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷" এই আত্মহত্যার নেপথ্যে প্রকৃত কারণ কী, তা জানার চেষ্টা চলছে ৷ মোবাইলের রেকর্ড অনুযায়ী, সেনা জওয়ান আত্মহত্যা করার আগে শেষবার তাঁর বাবার সঙ্গে কথা বলেছিলেন ৷ এদিকে, অগস্ট মাস থেকে তিনি ইভিএমের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন বলে জানা গিয়েছে ৷ গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: মণিপুরে অপহরণ করে সেনাকর্মীকে খুন!

Last Updated : Oct 3, 2023, 9:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.