ETV Bharat / bharat

Army jawan death : ভূস্বর্গে ল্যান্ডমাইন বিস্ফোরণে জওয়ানের মৃত্যু, গুলি বিনিময়ে নিকেশ দুই জঙ্গি - পুঞ্চ

সপ্তাহান্তে অশান্ত ভূস্বর্গ ৷ শনিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হয় সেনাবাহিনীর এক জওয়ানের ৷ অন্যদিকে, এদিনই জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে আহত হন আরও তিন জওয়ান ৷ বান্দিপোরার এই ঘটনায় দুই জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী ৷

Army jawan killed in blast in J&K's Poonch
Army jawan death : ভূস্বর্গে ল্যান্ডমাইন বিস্ফোরণে জওয়ানের মৃত্যু, গুলি বিনিময়ে নিকেশ দুই জঙ্গি
author img

By

Published : Jul 24, 2021, 1:15 PM IST

পুঞ্চ ও বান্দিপোরা , 24 জুলাই : সপ্তাহান্তে ফের অশান্ত ভূস্বর্গ ৷ শনিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারান সেনাবাহিনীর এক জওয়ান ৷ অন্যদিকে, এদিনই নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় দুই সন্ত্রাসবাদীর ৷ বান্দিপোরার ওই ঘটনায় আহত হয়েছেন তিন জওয়ানও ৷

আরও পড়ুন : সুরতগড়ের দুর্ঘটনায় বাংলার সেনা জওয়ানের মৃত্যু

স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত জওয়ানের নাম কে বৈদ্য ৷ ঘটনাটি ঘটে পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে ৷ পুলিশের এক উচ্চপদস্থ কর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘নিয়ন্ত্রণ রেখা বরাবর কৃষ্ণা ঘাঁটির একটি ছাউনিতে মোতায়েন ছিলেন কে বৈদ্য ৷ কর্তব্যরত অবস্থাতেই বিস্ফোরণে গুরুতর জখম হন তিনি ৷ সঙ্গে সঙ্গে বৈদ্যর চিকিৎসার বন্দোবস্ত করা হয় ৷ কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷’’ সূত্রের খবর, মৃত্যুর পরই কে বৈদ্যর দেহ মেন্ধারের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই দেহের ময়নাতদন্ত করা হবে ৷ তারপরই মৃতের পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে ৷

অন্যদিকে, এদিনই জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে জড়িয়ে পড়েন নিরাপত্তাবাহিনীর সদস্যরা ৷ ঘটনাটি ঘটে বান্দিপোরার সাম্বলার এলাকার শোকবাবা জঙ্গলে ৷ বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর দুই জঙ্গিকে নিকেশ করেন জওয়ানরা ৷ ঘটনায় আহত হন নিরাপত্তাবাহিনীর তিন সদস্যও ৷ পুলিশ সূত্রে খবর, এই নিয়ে এবছর এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে 100 জন সন্ত্রাসবাদীকে খতম করা হল ৷

আরও পড়ুন : পিতৃবিয়োগের শোক বুঝল না ছোট্ট আমন, গান স্যালুটে শেষ বিদায় শহিদের

পুলিশেরই এক আধিকারিক জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলি বিনিময়ের জেরেই আহত হয়েছেন নিরাপত্তাবাহিনীর ওই তিন সদস্য ৷ তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ সূত্রের খবর, এই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর আসে পুলিশের কাছে ৷ এরপরই জঙ্গিদের নাগাল পেতে শুরু হয় তল্লাশি অভিযান ৷ কিন্তু কাজে নেমেই বাধার মুখে পড়তে হয় নিরাপত্তাবাহিনীকে ৷ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসবাদীরা ৷ পাল্টা জবাব দেয় বাহিনীও ৷ শেষমেশ অবশ্য দুই জঙ্গিকেই নিকেশ করা হয় ৷

পুঞ্চ ও বান্দিপোরা , 24 জুলাই : সপ্তাহান্তে ফের অশান্ত ভূস্বর্গ ৷ শনিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারান সেনাবাহিনীর এক জওয়ান ৷ অন্যদিকে, এদিনই নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় দুই সন্ত্রাসবাদীর ৷ বান্দিপোরার ওই ঘটনায় আহত হয়েছেন তিন জওয়ানও ৷

আরও পড়ুন : সুরতগড়ের দুর্ঘটনায় বাংলার সেনা জওয়ানের মৃত্যু

স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত জওয়ানের নাম কে বৈদ্য ৷ ঘটনাটি ঘটে পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে ৷ পুলিশের এক উচ্চপদস্থ কর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘নিয়ন্ত্রণ রেখা বরাবর কৃষ্ণা ঘাঁটির একটি ছাউনিতে মোতায়েন ছিলেন কে বৈদ্য ৷ কর্তব্যরত অবস্থাতেই বিস্ফোরণে গুরুতর জখম হন তিনি ৷ সঙ্গে সঙ্গে বৈদ্যর চিকিৎসার বন্দোবস্ত করা হয় ৷ কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷’’ সূত্রের খবর, মৃত্যুর পরই কে বৈদ্যর দেহ মেন্ধারের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই দেহের ময়নাতদন্ত করা হবে ৷ তারপরই মৃতের পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে ৷

অন্যদিকে, এদিনই জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে জড়িয়ে পড়েন নিরাপত্তাবাহিনীর সদস্যরা ৷ ঘটনাটি ঘটে বান্দিপোরার সাম্বলার এলাকার শোকবাবা জঙ্গলে ৷ বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর দুই জঙ্গিকে নিকেশ করেন জওয়ানরা ৷ ঘটনায় আহত হন নিরাপত্তাবাহিনীর তিন সদস্যও ৷ পুলিশ সূত্রে খবর, এই নিয়ে এবছর এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে 100 জন সন্ত্রাসবাদীকে খতম করা হল ৷

আরও পড়ুন : পিতৃবিয়োগের শোক বুঝল না ছোট্ট আমন, গান স্যালুটে শেষ বিদায় শহিদের

পুলিশেরই এক আধিকারিক জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলি বিনিময়ের জেরেই আহত হয়েছেন নিরাপত্তাবাহিনীর ওই তিন সদস্য ৷ তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ সূত্রের খবর, এই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর আসে পুলিশের কাছে ৷ এরপরই জঙ্গিদের নাগাল পেতে শুরু হয় তল্লাশি অভিযান ৷ কিন্তু কাজে নেমেই বাধার মুখে পড়তে হয় নিরাপত্তাবাহিনীকে ৷ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসবাদীরা ৷ পাল্টা জবাব দেয় বাহিনীও ৷ শেষমেশ অবশ্য দুই জঙ্গিকেই নিকেশ করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.