ETV Bharat / bharat

Arjun Munda: অখিলের রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনের

author img

By

Published : Nov 12, 2022, 2:14 PM IST

এবার কেন্দ্রের তফসিলি বিষয়ক মন্ত্রী অর্জুন মুণ্ডা (Union Tribal Affairs minister Arjun Munda) অখিলের রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা করলেন ৷ এই নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব ৷

Arjun Munda
Arjun Munda

নয়াদিল্লি, 12 নভেম্বর: নন্দীগ্রামের সভা থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য (Controversial remarks against President) করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) ৷ এমনটাই অভিযোগ করেছে বিজেপি (BJP) ৷ আর তাঁর এই বক্তব্যের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ এর বিরুদ্ধে একে একে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব ৷

কেন্দ্রীয় তফসিলি বিষয়ক মন্ত্রী (Union Tribal Affairs minister) অর্জুন মুণ্ডাও (Arjun Munda) শনিবার বাংলার মন্ত্রী এবং তৃণমূল নেতা অখিল গিরির এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন ৷ এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) নিয়ে কুরুচিকর মন্তব্য তীব্র নিন্দনীয় । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উচিত অবিলম্বে এমন একজন নেতাকে তাঁর মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা ৷ এই ধরনের মন্তব্যের জন্য সকলের সামনে তাঁর ক্ষমা চাওয়া উচিত । মমতাকে এর ব্যাখা দেওয়া উচিত ।"

তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা ৷ তাঁর মন্ত্রিসভার একজন মন্ত্রী আমাদের আদিবাসী রাষ্ট্রপতিকে নিয়ে এমন ঘৃণ্য মন্তব্য করেছেন । এটি আমাদের আন্তর্জাতিক পরিচয়কেও প্রভাবিত করেছে ৷ আর এর থেকেই স্পষ্ট যে বাংলার সরকার আদিবাসী সম্প্রদায়কে হয়রানি করে যাবে । তারা (তৃণমূল) এই সত্যিটা হজম করতে পারে না যে একজন আদিবাসী মহিলা এখন ভারতের রাষ্ট্রপতি । বিজেপি এর তীব্র নিন্দা করছে । এর শাস্তি তিনি (অখিল গিরি) পাবেন ।"

আরও পড়ুন: অখিল গিরিকে গ্রেফতার করার দাবি জানিয়ে মহিলা কমিশনের চিঠি সৌমিত্রর

উল্লেখ্য, 10 নভেম্বর নন্দীগ্রাম গোকুলনগর শহিদ মঞ্চে ভূমি উচ্ছেদ কমিটির পক্ষ থেকে শহিদ দিবস পালন করা হয় । সেই প্রতিবাদ সভাতেই অখিল গিরিকে বলতে শোনা যায়, "আমরা রূপ বিচার করি না । রাষ্ট্রপতির পদকে আমরা সন্মান করি, কিন্তু তোমার (শুভেন্দু অধিকারী ) রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?"

নয়াদিল্লি, 12 নভেম্বর: নন্দীগ্রামের সভা থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য (Controversial remarks against President) করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) ৷ এমনটাই অভিযোগ করেছে বিজেপি (BJP) ৷ আর তাঁর এই বক্তব্যের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ এর বিরুদ্ধে একে একে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব ৷

কেন্দ্রীয় তফসিলি বিষয়ক মন্ত্রী (Union Tribal Affairs minister) অর্জুন মুণ্ডাও (Arjun Munda) শনিবার বাংলার মন্ত্রী এবং তৃণমূল নেতা অখিল গিরির এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন ৷ এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) নিয়ে কুরুচিকর মন্তব্য তীব্র নিন্দনীয় । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উচিত অবিলম্বে এমন একজন নেতাকে তাঁর মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা ৷ এই ধরনের মন্তব্যের জন্য সকলের সামনে তাঁর ক্ষমা চাওয়া উচিত । মমতাকে এর ব্যাখা দেওয়া উচিত ।"

তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা ৷ তাঁর মন্ত্রিসভার একজন মন্ত্রী আমাদের আদিবাসী রাষ্ট্রপতিকে নিয়ে এমন ঘৃণ্য মন্তব্য করেছেন । এটি আমাদের আন্তর্জাতিক পরিচয়কেও প্রভাবিত করেছে ৷ আর এর থেকেই স্পষ্ট যে বাংলার সরকার আদিবাসী সম্প্রদায়কে হয়রানি করে যাবে । তারা (তৃণমূল) এই সত্যিটা হজম করতে পারে না যে একজন আদিবাসী মহিলা এখন ভারতের রাষ্ট্রপতি । বিজেপি এর তীব্র নিন্দা করছে । এর শাস্তি তিনি (অখিল গিরি) পাবেন ।"

আরও পড়ুন: অখিল গিরিকে গ্রেফতার করার দাবি জানিয়ে মহিলা কমিশনের চিঠি সৌমিত্রর

উল্লেখ্য, 10 নভেম্বর নন্দীগ্রাম গোকুলনগর শহিদ মঞ্চে ভূমি উচ্ছেদ কমিটির পক্ষ থেকে শহিদ দিবস পালন করা হয় । সেই প্রতিবাদ সভাতেই অখিল গিরিকে বলতে শোনা যায়, "আমরা রূপ বিচার করি না । রাষ্ট্রপতির পদকে আমরা সন্মান করি, কিন্তু তোমার (শুভেন্দু অধিকারী ) রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.