দিল্লি, 14 নভেম্বর : দীপাবলিতে সকাল থেকে দূষণের চাদরে ঢেকেছে দিল্লির বিভিন্ন এলাকা । বেশিরভাগ এলাকায় বাতাসের গুণমান 'অত্যন্ত খারাপ' ক্যাটেগরিতে রয়েছে । বিমানবন্দর এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) 328 এবং আর কে পুরমে 354 রয়েছে বলে জানিয়েছে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটি ।
আজ সকালে বেশ কয়েকটি স্থানে AQI 'মারাত্মক' এবং 'অত্যন্ত খারাপ' ছিল । আনন্দ বিহারে AQI ছিল 424 (গুরুতর), ITO-তে 400 (খুব খারাপ) ছিল AQI ।
প্রসঙ্গত, 0-50 এর মধ্যে AQI ভালো হিসেবে চিহ্নিত করা হয়, 51-100 সন্তোষজনক, 101- 200 মাঝারি, 201- 300 খারাপ, 301-400 খুব খারাপ এবং 401-500 গুরুতর হিসাবে বিবেচিত হয় । বিশেষজ্ঞদের মতে, AQI গুরুতর হলে তখন তা মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং রোগে আক্রান্তদের প্রভাবিত করে ।
রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) দীপাবলিতে 'গুরুতর' হবে বলে পূর্বাভাস দিয়েছে IMD । এদিকে বাতাসে প্রচুর ধোঁয়াশার কারণে রাজধানীতে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে । স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে হাঁপানি বা শ্বাসকষ্টের মতো অন্যান্য অসুস্থতায় ভুগছেন এমন লোকদের ঘর থেকে কাজ করা উচিত ।