ETV Bharat / bharat

Apple iPhone 15 Overheating Issue: অতিরিক্ত গরম হচ্ছে আইফোন 15! সমাধান হবে আইওএস 17.0.3 সফটওয়্যারে - আইওএস 17

সেপ্টেম্বর মাসের 22 তারিখে বাজারে এসেছে আইফোন 15 ৷ ব্যবহারকারীদের কেউ কেউ জানিয়েছেন একটু ব্যবহারেরই অতিরক্ত গরম হয়ে যাচ্ছে ফোন ৷ তাই সমস্যা সমাধানের জন্য আপডেটেড সফটওয়্য়ার আইওএস 17.0.3 আনল অ্যাপেল ৷

Etv Bharat
আইফোন 15
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 3:09 PM IST

হায়দরাবাদ, 5 অক্টোবর: সদ্য বাজারে এসেছে আইফোন 15 ৷ শুরুতেই সমস্যা ৷ একটু ব্যবহারের অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে ফোনগুলি ৷ যা নিয়ে অভিযোগ জানিয়েছন ব্যবহারকারীরা ৷ তাই সমস্যা সমাধানের জন্য আনল নতুন সফটওয়্যার আইওএস 17. ৷ আইফোন 15 ব্যবহারকারীদের জন্য এসেছে আইওএস 17.0.3 সফটওয়্যার ৷ এই সফটওয়্যারটি আপডেট করলেই ফোন গরম হয়ে যাওার সমস্যা থেকে রেহাই মিলবে বলে মনে করছে টেক জায়ান্ট ৷ এই আপডেটের কারণে ফোনের বাগ ফিক্স ও নিরাপত্তার বিষয়টিও আরও অত্যাধুনিক হবে ৷

কোম্পানির মতে, খুব কম ব্যবহারকারী ফোন অতিরিক্ত গরম হওয়ার অভিযোগ তুলেছেন । তবে, কতজন ব্যবহারকারী এই সমস্যার দ্বারা প্রভাবিত হয়েছেন তা জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে । তবে অ্য়াপালের পক্ষ থেকে সংবাদ সংস্থা আইএএনএসকে জানানো হয়েছে ইনস্টাগ্রামের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের ফলে গরম হয়ে যাচ্ছে আইফোন 15 ৷ তাই দ্রুত আইওএস 17.0.3 সফটওয়্যার আপডেট করে সমস্যার সমাধান মিলতে পারে বলে দাবি অ্যাপলের ৷ এই সফটওয়্যারটি আইফোনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে ৷ আগামিদিনে আরও যদি কোনও সমস্যা হয় সেইমতো সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে টেক জায়েন্টের পক্ষ থেকে ৷

আরও পড়ুন: বাজারে এল আইফোন 15 প্রো, কত টাকায় কবে থেকে মিলবে ?

আইফোন ব্যবহারকারীদের সঙ্গে সামঞ্জস্য রেখে আইওএস 17.0.3 সফটওয়্যারটি আইপ্যাডের জন্য 17.0.3 (আইপ্যাড ওএস) তৈরি করা হয়েছে ৷ এই সফটওয়্যারের সাইজ 420 এমবি ৷ প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন 15সিরিজে টাইটেনিয়াম ধাতু ব্যবহার করা হয়েছে ৷ এই ধাতু অ্যালুমিনিয়ামের তুলনায় তাপের দুর্বল পরিবাহী । তার ফলেও গরম হয়ে যেতে পারে ৷ আবার কারোও মত নতুন A17 প্রো চিপ ব্যবহারের ফলেও অতিরিক্ত গরম হচ্ছে আইফোন 15 ৷

আরও পড়ুন: আজ আইফোনপ্রেমীদের হাতে 15 সিরিজ, মুম্বই স্টোরে উপচে পড়া ভিড়

হায়দরাবাদ, 5 অক্টোবর: সদ্য বাজারে এসেছে আইফোন 15 ৷ শুরুতেই সমস্যা ৷ একটু ব্যবহারের অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে ফোনগুলি ৷ যা নিয়ে অভিযোগ জানিয়েছন ব্যবহারকারীরা ৷ তাই সমস্যা সমাধানের জন্য আনল নতুন সফটওয়্যার আইওএস 17. ৷ আইফোন 15 ব্যবহারকারীদের জন্য এসেছে আইওএস 17.0.3 সফটওয়্যার ৷ এই সফটওয়্যারটি আপডেট করলেই ফোন গরম হয়ে যাওার সমস্যা থেকে রেহাই মিলবে বলে মনে করছে টেক জায়ান্ট ৷ এই আপডেটের কারণে ফোনের বাগ ফিক্স ও নিরাপত্তার বিষয়টিও আরও অত্যাধুনিক হবে ৷

কোম্পানির মতে, খুব কম ব্যবহারকারী ফোন অতিরিক্ত গরম হওয়ার অভিযোগ তুলেছেন । তবে, কতজন ব্যবহারকারী এই সমস্যার দ্বারা প্রভাবিত হয়েছেন তা জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে । তবে অ্য়াপালের পক্ষ থেকে সংবাদ সংস্থা আইএএনএসকে জানানো হয়েছে ইনস্টাগ্রামের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের ফলে গরম হয়ে যাচ্ছে আইফোন 15 ৷ তাই দ্রুত আইওএস 17.0.3 সফটওয়্যার আপডেট করে সমস্যার সমাধান মিলতে পারে বলে দাবি অ্যাপলের ৷ এই সফটওয়্যারটি আইফোনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে ৷ আগামিদিনে আরও যদি কোনও সমস্যা হয় সেইমতো সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে টেক জায়েন্টের পক্ষ থেকে ৷

আরও পড়ুন: বাজারে এল আইফোন 15 প্রো, কত টাকায় কবে থেকে মিলবে ?

আইফোন ব্যবহারকারীদের সঙ্গে সামঞ্জস্য রেখে আইওএস 17.0.3 সফটওয়্যারটি আইপ্যাডের জন্য 17.0.3 (আইপ্যাড ওএস) তৈরি করা হয়েছে ৷ এই সফটওয়্যারের সাইজ 420 এমবি ৷ প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন 15সিরিজে টাইটেনিয়াম ধাতু ব্যবহার করা হয়েছে ৷ এই ধাতু অ্যালুমিনিয়ামের তুলনায় তাপের দুর্বল পরিবাহী । তার ফলেও গরম হয়ে যেতে পারে ৷ আবার কারোও মত নতুন A17 প্রো চিপ ব্যবহারের ফলেও অতিরিক্ত গরম হচ্ছে আইফোন 15 ৷

আরও পড়ুন: আজ আইফোনপ্রেমীদের হাতে 15 সিরিজ, মুম্বই স্টোরে উপচে পড়া ভিড়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.