ETV Bharat / bharat

Chandrababu Naidu: 52 দিন পর জেল থেকে ছাড়া পেলেন চন্দ্রবাবু, তাঁকে ঘিরে সমর্থকদের ভিড় - চন্দ্রবাবুকে অন্তর্বর্তীকালীন জামিন

চন্দ্রবাবু নাইডুকে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন জামিন দিল অন্ধ্রপ্রদেশ আদালত ৷ প্রায় 2 মাস রাজা মহেন্দ্রভরম জেলে বন্দি থাকার পর এই প্রথম অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তেলুগু দেশম পার্টির সুপ্রিমো ৷

ETV Bharat
চন্দ্রবাবু নাইডু
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 11:07 AM IST

Updated : Oct 31, 2023, 6:08 PM IST

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 31 অক্টোবর: অবশেষে আবেদনে সাড়া ৷ স্বাস্থ্যের কথা বিবেচনা করে তেলুগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুকে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন জামিন দিল অন্ধ্রপ্রদেশ আদালত ৷ এই জামিনের সময়সীমা দেওয়া হয়েছে চার সপ্তাহ ৷ মঙ্গলবার জামিন মঞ্জুর হওয়ার পরই জেল থেকে ছাড়া পেলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী । তাঁকে ঘিরে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো ।

প্রায় 2 মাস ধরে রাজামহেন্দ্রভরম জেলে বন্দি রয়েছেন চন্দ্রবাবু নাইডু ৷ স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে নয়ছয়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এই দুর্নীতির কারণে রাষ্ট্রীয় কোষাগারে 300 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে ৷ 9 সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয় ৷ তখন থেকেই জেলে ছিলেন তিনি ৷

একমাস আগেই নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু ৷ এর জন্য জামিনের আবেদনও জানান ৷ কিন্তু এসিবি (দুর্নীতি দমন শাখা) আদালত চন্দ্রবাবুর জামিনের আবেদন খারিজ করার পর হাইকোর্টে আবেদন করেছিলেন ৷ সেই আবেদনে সাড়া দিয়েই মঙ্গলবার তাঁকে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷

আরও পড়ুন : ফাইবারনেট মামলায় চন্দ্রবাবু নাইডুকে 9 নভেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

চন্দ্রবাবু নাইডুর আইনজীবী আদালতে জানিয়েছিলেন তাঁর মক্কেলের ছানি অপারেশন করতে হবে ৷ আদালত সেইমতো জামিন আবেদনের দিন ধার্য করে 10 নভেম্বর ৷ স্বাস্থ্যগত কারণে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে, বেঞ্চ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 28 নভেম্বর বা তার আগে রাজা মহেন্দ্রভরমের কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্টের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে চন্দ্রবাবুকে । সেখানে টিডিপি প্রধানকে চিকিৎসার সমস্ত প্রামাণ্য নথি-সহ বিশদ বিবরণ জমা দেওয়ার কথাও বলেছে আদালত ৷

আদালত নির্দেশে বলেছে, মানবিক দৃষ্টিভঙ্গি মাথায় রেখে এবং আবেদনকারীর স্বাস্থ্যের কথা বিবেচনা করে আদালত আবেদনকারী A.37 কে স্বাস্থ্যের ভিত্তিতে অস্থায়ী জামিন দিতে আগ্রহী ৷ যাতে আবেদনকারী তাঁর ডান চোখের প্রয়োজনীয় অস্ত্রোপচার করতে সক্ষম হন ৷ শর্তসাপেক্ষে এটি নাইডুকে ট্রায়াল কোর্টের সন্তুষ্টির জন্য দুটি জামিন-সহ 1 লাখ টাকার একটি বন্ড দেওয়ার নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন : অসুস্থ চন্দ্রবাবুর চিকিৎসায় কাঁটা জেল কর্তৃপক্ষ! বিস্ফোরক দাবি টিডিপির

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 31 অক্টোবর: অবশেষে আবেদনে সাড়া ৷ স্বাস্থ্যের কথা বিবেচনা করে তেলুগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুকে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন জামিন দিল অন্ধ্রপ্রদেশ আদালত ৷ এই জামিনের সময়সীমা দেওয়া হয়েছে চার সপ্তাহ ৷ মঙ্গলবার জামিন মঞ্জুর হওয়ার পরই জেল থেকে ছাড়া পেলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী । তাঁকে ঘিরে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো ।

প্রায় 2 মাস ধরে রাজামহেন্দ্রভরম জেলে বন্দি রয়েছেন চন্দ্রবাবু নাইডু ৷ স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে নয়ছয়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এই দুর্নীতির কারণে রাষ্ট্রীয় কোষাগারে 300 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে ৷ 9 সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয় ৷ তখন থেকেই জেলে ছিলেন তিনি ৷

একমাস আগেই নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু ৷ এর জন্য জামিনের আবেদনও জানান ৷ কিন্তু এসিবি (দুর্নীতি দমন শাখা) আদালত চন্দ্রবাবুর জামিনের আবেদন খারিজ করার পর হাইকোর্টে আবেদন করেছিলেন ৷ সেই আবেদনে সাড়া দিয়েই মঙ্গলবার তাঁকে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷

আরও পড়ুন : ফাইবারনেট মামলায় চন্দ্রবাবু নাইডুকে 9 নভেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

চন্দ্রবাবু নাইডুর আইনজীবী আদালতে জানিয়েছিলেন তাঁর মক্কেলের ছানি অপারেশন করতে হবে ৷ আদালত সেইমতো জামিন আবেদনের দিন ধার্য করে 10 নভেম্বর ৷ স্বাস্থ্যগত কারণে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে, বেঞ্চ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 28 নভেম্বর বা তার আগে রাজা মহেন্দ্রভরমের কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্টের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে চন্দ্রবাবুকে । সেখানে টিডিপি প্রধানকে চিকিৎসার সমস্ত প্রামাণ্য নথি-সহ বিশদ বিবরণ জমা দেওয়ার কথাও বলেছে আদালত ৷

আদালত নির্দেশে বলেছে, মানবিক দৃষ্টিভঙ্গি মাথায় রেখে এবং আবেদনকারীর স্বাস্থ্যের কথা বিবেচনা করে আদালত আবেদনকারী A.37 কে স্বাস্থ্যের ভিত্তিতে অস্থায়ী জামিন দিতে আগ্রহী ৷ যাতে আবেদনকারী তাঁর ডান চোখের প্রয়োজনীয় অস্ত্রোপচার করতে সক্ষম হন ৷ শর্তসাপেক্ষে এটি নাইডুকে ট্রায়াল কোর্টের সন্তুষ্টির জন্য দুটি জামিন-সহ 1 লাখ টাকার একটি বন্ড দেওয়ার নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন : অসুস্থ চন্দ্রবাবুর চিকিৎসায় কাঁটা জেল কর্তৃপক্ষ! বিস্ফোরক দাবি টিডিপির

Last Updated : Oct 31, 2023, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.