ETV Bharat / bharat

Margadarsi Chit Fund: ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের পুলিশের আবেদন খারিজ, মার্গদর্শী চিটফান্ডে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল - অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট

AP High Court Division Bench on Margadarsi Chit Fund Case: মার্গদর্শী চিটফান্ড মামলায় সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী রায় বহাল রাখল অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ সংস্থার তিনটি শাখার ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখার নির্দেশের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার ও পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 2:48 PM IST

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 21 অক্টোবর: মার্গদর্শী চিটফান্ড মামলায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ধাক্কা খেল সেখানকার রাজ্য সরকার এবং পুলিশ ৷ সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সরকার এবং পুলিশের তরফে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছিল, সেই আবেদন খারিজ করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷ মূলত, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মার্গদর্শী চিটফান্ডের তিনটি শাখার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখার নির্দেশ দিয়েছিল ৷ সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল পুলিশ ও রাজ্য সরকার ৷ কিন্তু, তাদের আবেদন খারিজ করে সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তই বজায় রাখল হাইকোর্ট ৷

শুক্রবার ডিভিশন বেঞ্চ জানায়, সরকার এবং পুলিশের আবেদন গ্রহণযোগ্য নয় ৷ আদালত স্পষ্ট করে দিয়েছে যে, মার্গদর্শী চিটফান্ড মামলায় সিঙ্গল বেঞ্চের বিচারপতির দেওয়া অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আবেদন কখনই ফৌজদারি আইনের ভিত্তিতে হতে পারে না ৷ পাশাপাশি, ডিভিশন বেঞ্চ এও স্পষ্ট করে দিয়েছে যে, এই মামলায় পরবর্তী কোনও আবেদন করতে হলে, তা সরাসরি সিঙ্গল বেঞ্চেই হবে ৷ এমনকি ডিভিশন বেঞ্চ আশা করছে, মূল মামলাটি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি দ্রুত শুনানি করবেন ৷

অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ইউ দুর্গাপ্রসাদ রাও এবং বিচারপতি এ ভি রবীন্দ্র বাবু সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার এবং পুলিশের আবেদন খারিজ করে, এই রায় দিয়েছে ৷ উল্লেখ্য, মার্গদর্শী চিটফান্ডের বিশাখাপত্তনম, চিরালা এবং সিথামপেটার তিনটি শাখার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নোটিশ দিয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্য পুলিশ ৷ গত বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই নোটিশগুলি খারিজ করে দিয়েছিল ৷

আরও পড়ুন: মার্গদর্শী চিট গোষ্ঠীর সাসপেনশনকে চ্যালেঞ্জ করে অন্ধ্র হাইকোর্ট সওয়াল-জবাব

বিচারপতি এ সুব্বা রেড্ডির সিঙ্গল বেঞ্চ তার অন্তর্বর্তী নির্দেশে সংশ্লীষ্ট ব্যাংক ম্যানেজারদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করে ৷ সেখান বলা হয়, মার্গদর্শী চিটফান্ডের তিনটি শাখার ম্যানেজাররা তাঁদের গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য ওই ব্যাংক অ্যাকাউন্টগুলি নিয়মিতভাবে ব্যবহার করতে পারবেন ৷

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 21 অক্টোবর: মার্গদর্শী চিটফান্ড মামলায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ধাক্কা খেল সেখানকার রাজ্য সরকার এবং পুলিশ ৷ সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সরকার এবং পুলিশের তরফে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছিল, সেই আবেদন খারিজ করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷ মূলত, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মার্গদর্শী চিটফান্ডের তিনটি শাখার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখার নির্দেশ দিয়েছিল ৷ সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল পুলিশ ও রাজ্য সরকার ৷ কিন্তু, তাদের আবেদন খারিজ করে সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তই বজায় রাখল হাইকোর্ট ৷

শুক্রবার ডিভিশন বেঞ্চ জানায়, সরকার এবং পুলিশের আবেদন গ্রহণযোগ্য নয় ৷ আদালত স্পষ্ট করে দিয়েছে যে, মার্গদর্শী চিটফান্ড মামলায় সিঙ্গল বেঞ্চের বিচারপতির দেওয়া অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আবেদন কখনই ফৌজদারি আইনের ভিত্তিতে হতে পারে না ৷ পাশাপাশি, ডিভিশন বেঞ্চ এও স্পষ্ট করে দিয়েছে যে, এই মামলায় পরবর্তী কোনও আবেদন করতে হলে, তা সরাসরি সিঙ্গল বেঞ্চেই হবে ৷ এমনকি ডিভিশন বেঞ্চ আশা করছে, মূল মামলাটি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি দ্রুত শুনানি করবেন ৷

অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ইউ দুর্গাপ্রসাদ রাও এবং বিচারপতি এ ভি রবীন্দ্র বাবু সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার এবং পুলিশের আবেদন খারিজ করে, এই রায় দিয়েছে ৷ উল্লেখ্য, মার্গদর্শী চিটফান্ডের বিশাখাপত্তনম, চিরালা এবং সিথামপেটার তিনটি শাখার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নোটিশ দিয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্য পুলিশ ৷ গত বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই নোটিশগুলি খারিজ করে দিয়েছিল ৷

আরও পড়ুন: মার্গদর্শী চিট গোষ্ঠীর সাসপেনশনকে চ্যালেঞ্জ করে অন্ধ্র হাইকোর্ট সওয়াল-জবাব

বিচারপতি এ সুব্বা রেড্ডির সিঙ্গল বেঞ্চ তার অন্তর্বর্তী নির্দেশে সংশ্লীষ্ট ব্যাংক ম্যানেজারদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করে ৷ সেখান বলা হয়, মার্গদর্শী চিটফান্ডের তিনটি শাখার ম্যানেজাররা তাঁদের গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য ওই ব্যাংক অ্যাকাউন্টগুলি নিয়মিতভাবে ব্যবহার করতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.