দিল্লি, 30 ডিসেম্বর : প্রয়োজনে সীমান্ত পেরিয়ে জঙ্গিদের আঘাত করতে সক্ষম ভারত । বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, তৈরির পর থেকেই পাকিস্তান সীমান্তে জঙ্গি কার্যকলাপে জড়িত। প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে তাঁর মন্তব্য, "চিনের সঙ্গে আলোচনা চলছে । তবে এখনও কোনও সমাধান সূত্র মেলেনি । সামরিক স্তরেও আলোচনা চলবে ।"
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "চিন নিজের সীমান্তে পরিকাঠামোগত অনেক উন্নয়ন করছে । ভারতও সীমান্ত এবং সেখানে সেনার জন্য দ্রুত পরিকাঠামোগত উন্নয়ন করছে । কোনও দেশে আক্রমণ করার জন্য এই বিকাশ নয় । আমাদের জনগণের জন্য এই উন্নয়ন ।"
পাকিস্তান প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, "কয়েকমাসের মধ্যে পাকিস্তান 300-400 বার সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে । তবে ভারতীয় সেনাও তার যথাযোগ্য জবাব দিয়েছে । জম্মু-কাশ্মীরে সেনাবাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করার উদ্দেশে কাজ করছে ।"
আরও পড়ুন : "কিছু শক্তি ভুল ধারণা তৈরির চেষ্টা করছে", "অন্নদাতা"-দের বার্তা রাজনাথের
তিনি বলেন, "দেশের সেনা প্রমাণ করেছে, সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য তারা সবকিছু করতে পারে এবং প্রয়োজনে সন্ত্রাসবাদীদের আস্তানায় ঢুকেও আক্রমণ করতে পারে । ভারতের সেই ক্ষমতা আছে । ভারত এমন কিছু সহ্য করবে না যা তার আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে । নরম হওয়ার অর্থ এই নয় যে কেউ আমাদের গৌরবে আঘাত করবে আর আমরা তা মুখ বুজে সহ্য করব । ভারত তার গৌরবের সঙ্গে কোনও আপোস করবে না ।"
আরও পড়ুন : শ্রীনগরে পুলিশের গুলিতে খতম 3 জঙ্গি