ETV Bharat / bharat

Anurag Slams Mamata: 'বাংলায় আইন-শৃঙ্খলার অবনতিতে মমতা বন্দ্যোপাধ্যায় রোল মডেল', আক্রমণ অনুরাগের

রামনবমীর সন্ধ্যায় হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনা এবং তারপর শনিবার রাতে বিজেপি নেতা রাজু ঝায়ের মৃত্যুর ঘটনা ৷ পরপর এই দু'টি ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে তিনি বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমাচ্ছেন" ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 2, 2023, 2:26 PM IST

নয়াদিল্লি, 2 এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে একপ্রকার তুলোধনাই করলেন অনুরাগ ঠাকুর ৷ রামনবমীর সন্ধ্যায় হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় রবিবার সকালে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ তিনি বলেন "মমতা দিদি ঘুমাচ্ছেন ৷ তিনি একটি নির্দিষ্ট শ্রেণির মানুষকে নিরাপত্তা দিচ্ছেন ৷" প্রসঙ্গত, রবিবার সকালে রাজধানীতে 'জিতো অহিংসা রান'-এর সূচনা হয়েছে ৷ সেখানেই তিনি বিহার ও পশ্চিমবঙ্গে অশান্তির ঘটনা নিয়ে দুই রাজ্যের সরকারকে আক্রমণ করেন ৷

এদিন অনুরাগ আক্ষেপ করে বলেন, "এটা খুব দুর্ভাগ্যজনক যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা ব্যবস্থায় হিন্দুদের উপর হামলা চালানো হচ্ছে ৷ আর তিনি চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছেন ৷" একুশের নির্বাচনে বাংলায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ৷ কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পরেই রাজ্যজুড়ে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে ৷ অনুরাগ এই বিষয়টি উল্লেখ না-করলেও ইঙ্গিতে বলেন, "আপনি যখন নির্বাচিত হলেন, তখনও হিংসার ঘটনা ঘটেছে ৷ এখন আবার রামনবমীতেও অশান্তি হচ্ছে ৷ তাহলে আপনার মুখ্যমন্ত্রী হওয়ার গুরুত্ব কোথায় ?"

  • #WATCH | Union minister & BJP leader Anurag Thakur reacts on the death of BJP leader Raju Jha who was shot dead by unidentified miscreants in Shaktigarh of Purba Bardhaman in West Bengal last night pic.twitter.com/3iKy5FyLWM

    — ANI (@ANI) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার শক্তিগড়ে কয়েকজন দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয়েছে বিজেপি নেতা রাজু ঝা'র ৷ এ প্রসঙ্গটিও উঠে আসে বিজেপি মন্ত্রী অনুরাগের কথায় ৷ তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ করেন ৷ আরও অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতার মাধ্যমে হিংসা ছড়াচ্ছেন ৷ অনুরাগ ঠাকুর একটি সংবাদসংস্থাকে বলেন, "একটি রাজ্যে কীভাবে আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) তাঁর রোল মডেল ৷ দেখাই যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু-বিরোধী ৷ তাঁর নাকের ডগায় অশান্তির ঘটনা ঘটছে ৷ তিনি চোখ বন্ধ করে রয়েছেন ৷ শুধু একটি নির্দিষ্ট শ্রেণির মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রেখেছেন ৷ তাঁর বক্তৃতাতেও এটা বোঝা যায় ৷"

আরও পড়ুন: একুশের বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরে যোগদান, কে এই নিহত বিজেপি নেতা রাজু ঝা ?

নয়াদিল্লি, 2 এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে একপ্রকার তুলোধনাই করলেন অনুরাগ ঠাকুর ৷ রামনবমীর সন্ধ্যায় হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় রবিবার সকালে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ তিনি বলেন "মমতা দিদি ঘুমাচ্ছেন ৷ তিনি একটি নির্দিষ্ট শ্রেণির মানুষকে নিরাপত্তা দিচ্ছেন ৷" প্রসঙ্গত, রবিবার সকালে রাজধানীতে 'জিতো অহিংসা রান'-এর সূচনা হয়েছে ৷ সেখানেই তিনি বিহার ও পশ্চিমবঙ্গে অশান্তির ঘটনা নিয়ে দুই রাজ্যের সরকারকে আক্রমণ করেন ৷

এদিন অনুরাগ আক্ষেপ করে বলেন, "এটা খুব দুর্ভাগ্যজনক যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা ব্যবস্থায় হিন্দুদের উপর হামলা চালানো হচ্ছে ৷ আর তিনি চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছেন ৷" একুশের নির্বাচনে বাংলায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ৷ কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পরেই রাজ্যজুড়ে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে ৷ অনুরাগ এই বিষয়টি উল্লেখ না-করলেও ইঙ্গিতে বলেন, "আপনি যখন নির্বাচিত হলেন, তখনও হিংসার ঘটনা ঘটেছে ৷ এখন আবার রামনবমীতেও অশান্তি হচ্ছে ৷ তাহলে আপনার মুখ্যমন্ত্রী হওয়ার গুরুত্ব কোথায় ?"

  • #WATCH | Union minister & BJP leader Anurag Thakur reacts on the death of BJP leader Raju Jha who was shot dead by unidentified miscreants in Shaktigarh of Purba Bardhaman in West Bengal last night pic.twitter.com/3iKy5FyLWM

    — ANI (@ANI) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার শক্তিগড়ে কয়েকজন দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয়েছে বিজেপি নেতা রাজু ঝা'র ৷ এ প্রসঙ্গটিও উঠে আসে বিজেপি মন্ত্রী অনুরাগের কথায় ৷ তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ করেন ৷ আরও অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতার মাধ্যমে হিংসা ছড়াচ্ছেন ৷ অনুরাগ ঠাকুর একটি সংবাদসংস্থাকে বলেন, "একটি রাজ্যে কীভাবে আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) তাঁর রোল মডেল ৷ দেখাই যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু-বিরোধী ৷ তাঁর নাকের ডগায় অশান্তির ঘটনা ঘটছে ৷ তিনি চোখ বন্ধ করে রয়েছেন ৷ শুধু একটি নির্দিষ্ট শ্রেণির মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রেখেছেন ৷ তাঁর বক্তৃতাতেও এটা বোঝা যায় ৷"

আরও পড়ুন: একুশের বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরে যোগদান, কে এই নিহত বিজেপি নেতা রাজু ঝা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.