ETV Bharat / bharat

anti Sikh Cabinet meeting fake video : শিখ বিরোধী ক্যাবিনেট বৈঠকের ভিডিয়ো ভুয়ো, নেপথ্যে পাকিস্তান - শিখ বিরোধী ক্যাবিনেট বৈঠকের জাল ভিডিও আপলোড করা হয় পাকিস্তান থেকে জানালো সাইবার সেল

সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর যে শিখ বিরোধী ক্যাবিনেট বৈঠকের ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়, তা আপলোড করা হয়েছিল পাকিস্তান থেকে ৷ জানাল সাইবার সেল (The Viral video of anti Sikh Cabinet meeting is Fake and uploaded from Pakistan) ৷

anti Sikh Cabinet meeting fake video
শিখ বিরোধী ক্যাবিনেট বৈঠকের জাল ভিডিও আপলোড করা হয় পাকিস্তান থেকে জানাল সাইবার সেল
author img

By

Published : Jan 9, 2022, 10:25 AM IST

নয়া দিল্লি, 9 জানুয়ারি : সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকের যে ভাইরাল ভিডিয়োটি কিছুদিন আগেই সামনে এসেছিল তা আসলে ভুয়ো, এমনই জানাল পিটিআই ৷ প্রেস ইনফর্মেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, এই ভিডিওটিতে একাধিক ক্ষেত্রে যে শিখ-বিরোধী মতামত প্রকাশ পেয়েছিল তার কোনও সত্যতা নেই ৷ শুধু তাই নয়, এমন কোনও আলোচনা বা বৈঠকই হয়নি (The Viral video of anti Sikh Cabinet meeting is Fake and uploaded from Pakistan)৷

প্রসঙ্গত, ভিডিয়োটি ছিল জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর 9 ডিসেম্বরের একটি ক্যাবিনেট বৈঠকের, যেখানে বেশকিছু ধর্মীয় উসকানিমূলক কথা সামনে এসেছিল ৷ দ্রুত বহু পোর্টাল এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল এই ভিডিয়োটি ৷ দিল্লি সাইবার সেলের পক্ষ থেকে ডিএসপি মালহোত্রা জানিয়েছেন, লক্ষ্য করে দেখা গিয়েছে সমস্ত সামাজিক মাধ্যমেই ভিডিয়োগুলি একই ধরনের হ্যাশট্যাগ একই ধরনের অ্যাকাউন্ট থেকেই ছড়িয়ে দেওয়া হয় ৷ সমস্ত অ্যাকাউন্টগুলিই 2021 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে খোলা হয়েছিল ৷ এই ভিডিয়োতে ব্যবহৃত ভয়েসওভারটিও আলাদাভাবে বিকৃত করা হয়েছে ৷

anti Sikh Cabinet meeting fake video
শিখ বিরোধী ক্যাবিনেট বৈঠকের জাল ভিডিও আপলোড করা হয় পাকিস্তান থেকে

আরও পড়ুন :মহারাষ্ট্রে আজ রাত 12টা থেকে লাগু রাত্রিকালীন কার্ফু, জারি একাধিক বিধিনিষেধ

সাইবার সেলের তদন্তের পর জানা গিয়েছে এর সঙ্গে যোগ রয়েছে পাকিস্তানেরও ৷ এধরনের প্রায় 40 টি অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন তাঁরা, যা multilogin.com নামক একটি ব্রাউজার থেকে চালানো হচ্ছিল ৷ যে দুটি প্রাথমিক টুইটার অ্যকাউন্ট থেকে এই ভুয়ো ভিডিয়োটি​ ছড়িয়ে দেওয়া হয় সেগুলি হল @simrankaur0507 এবং @eshelkaur1 ৷ দিল্লি পুলিশের পক্ষ থেকে সকলকে এই বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে ৷ কারণ এই ধরনের ভিডিয়ো যে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে তা যেকোনও সময় সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমি নির্মাণ করতে পারে ৷ আপাতত অ্যাকাউন্টগুলিকে ব্লক করে দেওয়া হয়েছে সাইবার সেলের পক্ষ থেকে ৷

নয়া দিল্লি, 9 জানুয়ারি : সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকের যে ভাইরাল ভিডিয়োটি কিছুদিন আগেই সামনে এসেছিল তা আসলে ভুয়ো, এমনই জানাল পিটিআই ৷ প্রেস ইনফর্মেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, এই ভিডিওটিতে একাধিক ক্ষেত্রে যে শিখ-বিরোধী মতামত প্রকাশ পেয়েছিল তার কোনও সত্যতা নেই ৷ শুধু তাই নয়, এমন কোনও আলোচনা বা বৈঠকই হয়নি (The Viral video of anti Sikh Cabinet meeting is Fake and uploaded from Pakistan)৷

প্রসঙ্গত, ভিডিয়োটি ছিল জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর 9 ডিসেম্বরের একটি ক্যাবিনেট বৈঠকের, যেখানে বেশকিছু ধর্মীয় উসকানিমূলক কথা সামনে এসেছিল ৷ দ্রুত বহু পোর্টাল এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল এই ভিডিয়োটি ৷ দিল্লি সাইবার সেলের পক্ষ থেকে ডিএসপি মালহোত্রা জানিয়েছেন, লক্ষ্য করে দেখা গিয়েছে সমস্ত সামাজিক মাধ্যমেই ভিডিয়োগুলি একই ধরনের হ্যাশট্যাগ একই ধরনের অ্যাকাউন্ট থেকেই ছড়িয়ে দেওয়া হয় ৷ সমস্ত অ্যাকাউন্টগুলিই 2021 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে খোলা হয়েছিল ৷ এই ভিডিয়োতে ব্যবহৃত ভয়েসওভারটিও আলাদাভাবে বিকৃত করা হয়েছে ৷

anti Sikh Cabinet meeting fake video
শিখ বিরোধী ক্যাবিনেট বৈঠকের জাল ভিডিও আপলোড করা হয় পাকিস্তান থেকে

আরও পড়ুন :মহারাষ্ট্রে আজ রাত 12টা থেকে লাগু রাত্রিকালীন কার্ফু, জারি একাধিক বিধিনিষেধ

সাইবার সেলের তদন্তের পর জানা গিয়েছে এর সঙ্গে যোগ রয়েছে পাকিস্তানেরও ৷ এধরনের প্রায় 40 টি অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন তাঁরা, যা multilogin.com নামক একটি ব্রাউজার থেকে চালানো হচ্ছিল ৷ যে দুটি প্রাথমিক টুইটার অ্যকাউন্ট থেকে এই ভুয়ো ভিডিয়োটি​ ছড়িয়ে দেওয়া হয় সেগুলি হল @simrankaur0507 এবং @eshelkaur1 ৷ দিল্লি পুলিশের পক্ষ থেকে সকলকে এই বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে ৷ কারণ এই ধরনের ভিডিয়ো যে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে তা যেকোনও সময় সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমি নির্মাণ করতে পারে ৷ আপাতত অ্যাকাউন্টগুলিকে ব্লক করে দেওয়া হয়েছে সাইবার সেলের পক্ষ থেকে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.