ETV Bharat / bharat

anti-CAA movement : ইউএপিএ-তে বন্দি অখিল গগৈ দেড় বছর পর বেকসুর খালাস - সিএএ বিরোধী আন্দোলন

দেড় বছর পর বেকসুর খালাস হয়ে গেলেন অসমের শিবসাগরের বিধায়ক অখিল গগৈ ৷ 2019 সালের ডিসেম্বর মাসে সিএএ-র প্রতিবাদে আন্দোলন (anti-CAA movement) চলাকালীন তাঁর বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলনে যুক্ত থাকার অভিযোগ ওঠে ৷ যার জেরে ইউএপিএ ধারায় অখিলের বিরুদ্ধে মামলা করা হয় ৷ এনআইএ-র বিশেষ আদালত সমস্ত অভিযোগ থেকে অখিলকে মুক্তি দিয়েছে ৷

anti-CAA movement : Assam MLA Akhil Gogoi walks free as special NIA court clears him of all charges
anti-CAA movement : ইউএপিএ-তে বন্দি অখিল গগৈ দেড় বছর পর বেকসুর খালাস
author img

By

Published : Jul 1, 2021, 10:27 PM IST

গুয়াহাটি, 1 জুলাই : প্রায় দেড় বছর পর মুক্তি পেলেন অসমের বিধায়ক অখিল গগৈ (Akhil Gogoi) ৷ 2019 সালের ডিসেম্বর মাসে সিএএ-র প্রতিবাদে আন্দোলন (anti-CAA movement) চলাকালীন তাঁর বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলনে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল ৷ যার জেরে ইউএপিএ ধারায় অখিলের বিরুদ্ধে মামলা রুজু করা হয় ৷ কিন্তু এনআইএ-র বিশেষ আদালত (a special NIA court) তাঁক সমস্ত অভিযোগ থেকেই অব্যাহতি দিয়েছে ৷ বেকসুর খালাস হয়েছেন তিনি ৷

অসমের শিবসাগরের বিধায়ক অখিল ৷ নির্দল প্রার্থী হিসাবে ভোট লড়ে জয়ী হয়েছেন তিনি ৷ গ্রেফতারির পর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে ৷ এতদিন গৌহাটি মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অখিল ৷ এনআইএ আদালতের নির্দেশের পর হাসপাতালের বন্দিদশা থেকে ছাড়া পেলেন তিনি ৷ সূত্রের খবর, আগেই অখিলের রিলিজ অর্ডার গুয়াহাটি কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল ৷ আদালতের সেই নির্দেশ আসার পরই অখিলকে ছাড়ার প্রক্রিয়া শুরু হয় ৷

আরও পড়ুন : অসমে ইতিহাস রচনা অখিল গগৈয়ের, জিতলেন জেল থেকে লড়ে

যাবতীয় অভিযোগ থেকে মুক্তি পেতেই অখিল সংবাদমাধ্যমকে বলেন, ‘‘অবশেষে সত্যের জয় হয়েছে ৷ তবে আমাকে কারাগারে বন্দি রাখতে চেষ্টার কোনও ত্রুটি রাখা হয়নি ৷’’ অখিল জানিয়েছেন, বাড়িতে নিজের ব্য়াগটা রেখেই সবার আগে ‘‘প্রথম সিএএ শহিদ’’ স্য়াম স্ট্য়াফোর্ডের বাড়িতে যাবেন তিনি ৷ দেখা করবেন সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে ৷ প্রসঙ্গত, গুয়াহাটির হাতিগাঁওয়ে থাকতেন স্য়াম ৷ এখন সেই বাড়িতেই তাঁর বাবা-মা থাকেন ৷

তাঁর আসন্ন কর্মসূচি সম্পর্কে অখিল বলেন, ‘‘ওঁদের সঙ্গে দেখা করেই আমি রাজোর দল এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কার্যালয়ে যাব ৷ এরপর আমি আমার বিধানসভা কেন্দ্র শিবসাগরে যাব ৷ এবং আমাকে ভোটে জেতানোর জন্য সেখানকার বাসিন্দাদের কৃতজ্ঞতা জানাব ৷’’

আরও পড়ুন : NRC Assam : অসমের প্রাক্তন এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর

প্রসঙ্গত, 2019 সালের ডিসেম্বর মাসে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে অসমেও সিএএ বিরোধী প্রতিবাদ ও আন্দোলন শুরু হয় ৷ অখিল ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁরা হিংসাত্মক প্রতিবাদে সামিল ছিলেন ৷ ইউএপিএ আইনের (Unlawful Activities (Prevention) Act) আওতায় তাঁদের বিরুদ্ধে সেই সময় দু’টি মামলা করা হয় ৷ এই দু’টি মামলাতেই অখিল ও তাঁর সঙ্গীদের অব্যাহতি দিয়েছে এনআইএ বিশেষ আদালত ৷

গুয়াহাটি, 1 জুলাই : প্রায় দেড় বছর পর মুক্তি পেলেন অসমের বিধায়ক অখিল গগৈ (Akhil Gogoi) ৷ 2019 সালের ডিসেম্বর মাসে সিএএ-র প্রতিবাদে আন্দোলন (anti-CAA movement) চলাকালীন তাঁর বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলনে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল ৷ যার জেরে ইউএপিএ ধারায় অখিলের বিরুদ্ধে মামলা রুজু করা হয় ৷ কিন্তু এনআইএ-র বিশেষ আদালত (a special NIA court) তাঁক সমস্ত অভিযোগ থেকেই অব্যাহতি দিয়েছে ৷ বেকসুর খালাস হয়েছেন তিনি ৷

অসমের শিবসাগরের বিধায়ক অখিল ৷ নির্দল প্রার্থী হিসাবে ভোট লড়ে জয়ী হয়েছেন তিনি ৷ গ্রেফতারির পর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে ৷ এতদিন গৌহাটি মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অখিল ৷ এনআইএ আদালতের নির্দেশের পর হাসপাতালের বন্দিদশা থেকে ছাড়া পেলেন তিনি ৷ সূত্রের খবর, আগেই অখিলের রিলিজ অর্ডার গুয়াহাটি কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল ৷ আদালতের সেই নির্দেশ আসার পরই অখিলকে ছাড়ার প্রক্রিয়া শুরু হয় ৷

আরও পড়ুন : অসমে ইতিহাস রচনা অখিল গগৈয়ের, জিতলেন জেল থেকে লড়ে

যাবতীয় অভিযোগ থেকে মুক্তি পেতেই অখিল সংবাদমাধ্যমকে বলেন, ‘‘অবশেষে সত্যের জয় হয়েছে ৷ তবে আমাকে কারাগারে বন্দি রাখতে চেষ্টার কোনও ত্রুটি রাখা হয়নি ৷’’ অখিল জানিয়েছেন, বাড়িতে নিজের ব্য়াগটা রেখেই সবার আগে ‘‘প্রথম সিএএ শহিদ’’ স্য়াম স্ট্য়াফোর্ডের বাড়িতে যাবেন তিনি ৷ দেখা করবেন সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে ৷ প্রসঙ্গত, গুয়াহাটির হাতিগাঁওয়ে থাকতেন স্য়াম ৷ এখন সেই বাড়িতেই তাঁর বাবা-মা থাকেন ৷

তাঁর আসন্ন কর্মসূচি সম্পর্কে অখিল বলেন, ‘‘ওঁদের সঙ্গে দেখা করেই আমি রাজোর দল এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কার্যালয়ে যাব ৷ এরপর আমি আমার বিধানসভা কেন্দ্র শিবসাগরে যাব ৷ এবং আমাকে ভোটে জেতানোর জন্য সেখানকার বাসিন্দাদের কৃতজ্ঞতা জানাব ৷’’

আরও পড়ুন : NRC Assam : অসমের প্রাক্তন এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর

প্রসঙ্গত, 2019 সালের ডিসেম্বর মাসে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে অসমেও সিএএ বিরোধী প্রতিবাদ ও আন্দোলন শুরু হয় ৷ অখিল ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁরা হিংসাত্মক প্রতিবাদে সামিল ছিলেন ৷ ইউএপিএ আইনের (Unlawful Activities (Prevention) Act) আওতায় তাঁদের বিরুদ্ধে সেই সময় দু’টি মামলা করা হয় ৷ এই দু’টি মামলাতেই অখিল ও তাঁর সঙ্গীদের অব্যাহতি দিয়েছে এনআইএ বিশেষ আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.