জম্মু ও কাশ্মীর, 15 জুলাই : ফের একবার জম্মুতে বায়ুসেনা ঘাঁটির (Air Force Station) কাছে ড্রোন (Drone) উড়তে দেখা গেল ৷ পর পর দু’দিন রাতের অন্ধকারে ড্রোন উড়তে দেখা গিয়েছে ওই এলাকায় ৷ তবে, ঠিক কোথা থেকে ওই ড্রোনটিকে অপারেট করা হচ্ছিল তা জানা যায়নি ৷ প্রসঙ্গত, 26 জুন মাঝরাতে জম্মু বিমানবন্দরে বায়ুসেনার ঘাঁটিতে পরপর দু’টি বিস্ফোরণের ঘটনার পর, সীমান্তবর্তী এলাকায় প্রায়ই ড্রোনের আনাগোনা দেখা যাচ্ছে ৷
সূত্রের খবর, বায়ুসেনার ঘাঁটির আশেপাশে এমনকি জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় গত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার রাতের অন্ধকারে ড্রোন উড়তে দেখা গিয়েছে ৷ প্রসঙ্গত, 26 জুন জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণের ঘটনার পরেই সতর্ক হয়ে গিয়েছে স্থানীয় প্রশাসন ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, শ্রীনগর, কুপওয়ারা, রজৌরি এবং বারামুলায় ড্রোনের মজুত, কেনা বা বেচা বা ভাড়া নেওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এমনকি ড্রোনকে ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
আরও পড়ুন : প্রত্যেক ড্রোনে ছিল দেড় কেজি আরডিএক্স, জম্মুর হামলায় নাম জড়াল এলইটি-র
পাশাপাশি কোনও সরকারি কাজে, যেমন জমির পরিমাপ বা জরুরি ক্ষেত্রে ড্রোন ব্যবহার করতে হলে, পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হবে ৷ পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিধিনিষেধ অমান্য করলে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে ৷ যদিও তারপরেও জম্মু ও কাশ্মীরের আকাশে বেশ কয়েকবার ড্রোন উড়তে দেখা গিয়েছে ৷ এই পরিস্থিতিতে গতকাল রাতে যে ড্রোনটি জম্মুর আকাশে দেখা গিয়েছিল, সেটি বায়ুসেনার ঘাঁটি থেকে অনেকটাই কাছে ৷ ফলে উপত্যকায় নজরদারি আরও বাড়ানোর হতে পারে বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, ইতিমধ্যে জম্মু জেলা প্রশাসনের তরফে রাজভবন এবং সচিবালয়কে ‘নো ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে ৷