ETV Bharat / bharat

Satyendar Jain: কারাগারেই রাজকীয় ভোজ ! ফের বিতর্কে কেজরির মন্ত্রী

author img

By

Published : Nov 23, 2022, 2:35 PM IST

Updated : Nov 23, 2022, 2:55 PM IST

তিহার জেলে (Tihar Jail) বন্দি থাকা অবস্থাতেই মন্ত্রীর জন্য রাজকীয় ভোজের আয়োজন ! প্রকাশ্য়ে এল সত্যেন্দ্র জৈনের (Satyendar Jain) নতুন সিসিটিভি ফুটেজ (CCTV Camera Footage) !

another CCTV Camera Footage of Satyendar Jain goes viral in Social Media showing the Minister having lavish food
Satyendar Jain: কারাগারেই রাজকীয় ভোজ ! ফের বিতর্কে কেজরির মন্ত্রী

নয়াদিল্লি, 23 নভেম্বর: আবারও বিতর্কে জড়ালেন দিল্লি মন্ত্রিসভার অন্যতম সদস্য (Delhi Cabinet Minister) সত্যেন্দ্র জৈন (Satyendar Jain) ৷ সৌজন্য়ে তাঁর আরও একটি ভিডিয়ো ৷ যা ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে ৷ কী আছে সেই ভিডিয়োয় ? প্রকাশ্যে আসা ওই ভিডিয়ো আদতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ (CCTV Camera Footage) ৷ সেই ফুটেজে দেখা যাচ্ছে, জেলবন্দি মন্ত্রীমশাই ব্যস্ত রয়েছেন এলাহি ভোজনে ! কারাগারের অন্দরেই মন্ত্রীর জন্য বরাদ্দ হয়েছে আস্ত একটা 'সেল' ৷ সেখানে পরিপাটি করে গোছানো রয়েছে খাট-বিছানা ! আর সেই বিছানাতেই নানা পাত্রে সাজানো রয়েছে খাবার ৷ সেই খাবার সংশোধনাগারের রন্ধনশালা থেকে আসেনি বলেই নানা মহলের অভিযোগ ৷ এমনকী, অনেকেরই দাবি, ওই খাবার নাকি বাইরের কোনও হোটেল থেকে আনা হয়েছিল ! বারমুডা এবং স্য়ান্ডো গেঞ্জি পরা এক ব্যক্তিকে সেই খাবার মন্ত্রীমশাইকে পরিবেশন করতেও দেখা গিয়েছে (ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷

  • #WATCH | Latest CCTV footage sourced from Tihar jail sources show Delhi Minister Satyendar Jain getting proper food in the jail.

    Tihar Jail sources said that Satyendar Jain has gained 8 kg of weight while being in jail, contrary to his lawyer's claims of him having lost 28 kgs. pic.twitter.com/cGEioHh5NM

    — ANI (@ANI) November 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, এর আগেই আরও একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে ৷ তাতে সত্যেন্দ্র জৈনকে সংশোধানাগারে নিজের 'সেল'-এর মধ্যেই 'ম্য়াসাজ' নিতে দেখা গিয়েছে ! এবার তাঁকে রীতিমতো 'রেঁধে (এক্ষেত্রে কিনে এনে)-বেড়ে খাওয়ানো'র অভিযোগ উঠল জেল কর্তৃপক্ষেরই একাংশের বিরুদ্ধে ৷ সূত্রের দাবি, বন্দিদশায় সত্যেন্দ্রর ওজন নাকি 8 (আট) কেজি বেড়ে গিয়েছে ! যদিও তাঁর আইনজীবী আদালতে দাবি করেছেন, জেলে (Tihar Jail) বন্দি থাকাকালীন তাঁর মক্কেলের ওজন 28 কেজি কমে গিয়েছে !

আরও পড়ুন: তিহাড় জেলে সত্যেন্দ্র জৈনের পা মালিশে ব্যস্ত ধর্ষণে অভিযুক্ত ! দাবি অমিত মালব্যর

প্রসঙ্গত, মঙ্গলবারই সত্য়েন্দ্র জৈনের পক্ষ থেকে তাঁর আইনজীবী আদালতে একটি হলফনামা পেশ করেন ৷ তাতে দাবি করা হয়, জেলে ঠিকমতো খেতে দেওয়া হচ্ছে না দিল্লির মন্ত্রীকে ৷ এমনকী, তিনি প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবাও পাচ্ছেন না ৷ আর এই কারণেই তাঁর ওজন 28 কেজি কমে গিয়েছে ৷ উলটো দিকে জেল সূত্রের দাবি, জেলে বহাল তবিয়তেই আছেন সত্যেন্দ্র জৈন ৷

সংশোধনাগারের অন্দরে সত্য়েন্দ্রর রাজকীয় খানাপিনার ভিডিয়োটি টুইট করেছেন বিজেপি-এর অন্যতম মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla) ৷ টুইটে তিনি লিখেছেন, "সংবাদমাধ্যম থেকে আরও একটি ভিডিয়ো পাওয়া গেল ! ধর্ষকের কাছে মালিশ নেওয়ার এবং তাকে সাইকো থেরাপিস্ট বলে দাবি করার পর, সত্যেন্দ্র জৈনকে মহাভোজ করতে দেখা যাচ্ছে ৷ যেভাবে একজন তাঁকে খাবার পরিবেশন করছেন, দেখে মনে হচ্ছে তিনি যেন ছুটিতে কোনও রিসর্টে আছেন ! হাওয়ালাবাজ যাতে সাজার বদলে ভিভিআইপি মজা পান, কেজরিওয়ালজিই তা নিশ্চিত করেছেন ৷"

অন্যদিকে, প্রশ্ন উঠছে, তিহার জেলের ভিতরের সিসিটিভি ফুটেজ এভাবে বারবার প্রকাশ্যে আসছে কীভাবে ? এই বিষয়ে মঙ্গলবারই এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED)-কে কাঠগড়ায় তুলেছেন সত্যেন্দ্রর আইনজীবী রাহুল মেহরা ৷ তাঁর দাবি, পরিকল্পিতভাবেই অত্যন্ত সংবেদনশীল ফুটেজ ফাঁস করে দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

নয়াদিল্লি, 23 নভেম্বর: আবারও বিতর্কে জড়ালেন দিল্লি মন্ত্রিসভার অন্যতম সদস্য (Delhi Cabinet Minister) সত্যেন্দ্র জৈন (Satyendar Jain) ৷ সৌজন্য়ে তাঁর আরও একটি ভিডিয়ো ৷ যা ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে ৷ কী আছে সেই ভিডিয়োয় ? প্রকাশ্যে আসা ওই ভিডিয়ো আদতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ (CCTV Camera Footage) ৷ সেই ফুটেজে দেখা যাচ্ছে, জেলবন্দি মন্ত্রীমশাই ব্যস্ত রয়েছেন এলাহি ভোজনে ! কারাগারের অন্দরেই মন্ত্রীর জন্য বরাদ্দ হয়েছে আস্ত একটা 'সেল' ৷ সেখানে পরিপাটি করে গোছানো রয়েছে খাট-বিছানা ! আর সেই বিছানাতেই নানা পাত্রে সাজানো রয়েছে খাবার ৷ সেই খাবার সংশোধনাগারের রন্ধনশালা থেকে আসেনি বলেই নানা মহলের অভিযোগ ৷ এমনকী, অনেকেরই দাবি, ওই খাবার নাকি বাইরের কোনও হোটেল থেকে আনা হয়েছিল ! বারমুডা এবং স্য়ান্ডো গেঞ্জি পরা এক ব্যক্তিকে সেই খাবার মন্ত্রীমশাইকে পরিবেশন করতেও দেখা গিয়েছে (ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷

  • #WATCH | Latest CCTV footage sourced from Tihar jail sources show Delhi Minister Satyendar Jain getting proper food in the jail.

    Tihar Jail sources said that Satyendar Jain has gained 8 kg of weight while being in jail, contrary to his lawyer's claims of him having lost 28 kgs. pic.twitter.com/cGEioHh5NM

    — ANI (@ANI) November 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, এর আগেই আরও একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে ৷ তাতে সত্যেন্দ্র জৈনকে সংশোধানাগারে নিজের 'সেল'-এর মধ্যেই 'ম্য়াসাজ' নিতে দেখা গিয়েছে ! এবার তাঁকে রীতিমতো 'রেঁধে (এক্ষেত্রে কিনে এনে)-বেড়ে খাওয়ানো'র অভিযোগ উঠল জেল কর্তৃপক্ষেরই একাংশের বিরুদ্ধে ৷ সূত্রের দাবি, বন্দিদশায় সত্যেন্দ্রর ওজন নাকি 8 (আট) কেজি বেড়ে গিয়েছে ! যদিও তাঁর আইনজীবী আদালতে দাবি করেছেন, জেলে (Tihar Jail) বন্দি থাকাকালীন তাঁর মক্কেলের ওজন 28 কেজি কমে গিয়েছে !

আরও পড়ুন: তিহাড় জেলে সত্যেন্দ্র জৈনের পা মালিশে ব্যস্ত ধর্ষণে অভিযুক্ত ! দাবি অমিত মালব্যর

প্রসঙ্গত, মঙ্গলবারই সত্য়েন্দ্র জৈনের পক্ষ থেকে তাঁর আইনজীবী আদালতে একটি হলফনামা পেশ করেন ৷ তাতে দাবি করা হয়, জেলে ঠিকমতো খেতে দেওয়া হচ্ছে না দিল্লির মন্ত্রীকে ৷ এমনকী, তিনি প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবাও পাচ্ছেন না ৷ আর এই কারণেই তাঁর ওজন 28 কেজি কমে গিয়েছে ৷ উলটো দিকে জেল সূত্রের দাবি, জেলে বহাল তবিয়তেই আছেন সত্যেন্দ্র জৈন ৷

সংশোধনাগারের অন্দরে সত্য়েন্দ্রর রাজকীয় খানাপিনার ভিডিয়োটি টুইট করেছেন বিজেপি-এর অন্যতম মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla) ৷ টুইটে তিনি লিখেছেন, "সংবাদমাধ্যম থেকে আরও একটি ভিডিয়ো পাওয়া গেল ! ধর্ষকের কাছে মালিশ নেওয়ার এবং তাকে সাইকো থেরাপিস্ট বলে দাবি করার পর, সত্যেন্দ্র জৈনকে মহাভোজ করতে দেখা যাচ্ছে ৷ যেভাবে একজন তাঁকে খাবার পরিবেশন করছেন, দেখে মনে হচ্ছে তিনি যেন ছুটিতে কোনও রিসর্টে আছেন ! হাওয়ালাবাজ যাতে সাজার বদলে ভিভিআইপি মজা পান, কেজরিওয়ালজিই তা নিশ্চিত করেছেন ৷"

অন্যদিকে, প্রশ্ন উঠছে, তিহার জেলের ভিতরের সিসিটিভি ফুটেজ এভাবে বারবার প্রকাশ্যে আসছে কীভাবে ? এই বিষয়ে মঙ্গলবারই এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED)-কে কাঠগড়ায় তুলেছেন সত্যেন্দ্রর আইনজীবী রাহুল মেহরা ৷ তাঁর দাবি, পরিকল্পিতভাবেই অত্যন্ত সংবেদনশীল ফুটেজ ফাঁস করে দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

Last Updated : Nov 23, 2022, 2:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.