ETV Bharat / bharat

Annu Kapoor Hospitalised: আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি অভিনেতা অনু কাপুর - Annu Kapoor Hospitalised

বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হল অনু কাপুরকে । বর্তমানে শ্রী গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা (Annu Kapoor hospitalised in Delhi after complaining of chest problem) । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার পর আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 26, 2023, 10:02 PM IST

Updated : Jan 26, 2023, 10:50 PM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি: আচমকাই শুরু হয়েছিল বুকে ব্যথা । তারপরেই তড়িঘড়ি বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হল অনু কাপুরকে । বর্তমানে শ্রী গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা (Annu Kapoor hospitalised in Delhi after complaining of chest problem) । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার পর আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি ।

স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান (বোর্ড অফ ম্যানেজমেন্ট) ডঃ অজয় ​​স্বরূপ বলনে, "অনু কাপুরকে বুকে কিছুু সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল । তিনি কার্ডিওলজিস্ট ডাঃ সুশান্ত ওয়াট্টালের অধীনে ভর্তি রয়েছেন । তিনি বর্তমানে স্থিতিশীল, সুস্থ হয়ে উঠছেন ।" যদিও আপাতত বেশ কিছুদিন তাঁকে হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হবে ।

আরও পড়ুন: 'তিসরি কসম' ছবিতে রাজ কাপুরের পারিশ্রমিক ছিল এক টাকা : অনু কাপুর

1979 সালে অমিতাভ বচ্চন অভিনীত কালা পাথর সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি । গত চার দশকে, তিনি নিজেকে শুধু একজন অভিনেতা হিসেবে নয়, একজন রেডিও জকি, টেলিভিশন উপস্থাপক, গায়ক ও পরিচালক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন । হাম, এক রুকা হুয়া ফয়সলা, রাম লিখন, ঘয়াল, হাম কিসিসে কুম নহি, এয়তরাজ, 7 খুন মাফ, জলি এলএলবি 2-এর মতো চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য পরিচিত । কমেডি-ড্রামা 'ভিকি ডোনার'-এ অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পান।

92.7 বিগ এফএম-এ 'সুহানা সাফার উইথ অনু কাপুর' নামে তাঁর একটি রেডিও শো রয়েছে । যেখানে তিনি স্মৃতির অতলে ডুব দেন, স্মৃতিপটে ডুব দিতে বাধ্য করেন শ্রোতাদের । শেষবার তাঁকে দেখা গিয়েছিল ওয়েব শো 'ক্র্যাশ কোর্স'-এ, যা গত বছর একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়ার হয়েছিল ।

আরও পড়ুন: রাজু শ্রীবাস্তব স্মরণে বিশেষ পর্বের আয়োজন কপিল শর্মার

আগামীতে প্রবীণ অভিনেতাকে 2019 সালে মুক্তিপ্রাপ্ত ড্রিম গার্লের সিক্যুয়েল ড্রিম গার্ল 2-এ দেখা যাবে। রাজ শান্ডিল্যা পরিচালিত ছবিতে আয়ুষ্মান খুরানার বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি সিক্যুয়েলটিও পরিচালনা করছেন ।

নয়াদিল্লি, 26 জানুয়ারি: আচমকাই শুরু হয়েছিল বুকে ব্যথা । তারপরেই তড়িঘড়ি বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হল অনু কাপুরকে । বর্তমানে শ্রী গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা (Annu Kapoor hospitalised in Delhi after complaining of chest problem) । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার পর আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি ।

স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান (বোর্ড অফ ম্যানেজমেন্ট) ডঃ অজয় ​​স্বরূপ বলনে, "অনু কাপুরকে বুকে কিছুু সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল । তিনি কার্ডিওলজিস্ট ডাঃ সুশান্ত ওয়াট্টালের অধীনে ভর্তি রয়েছেন । তিনি বর্তমানে স্থিতিশীল, সুস্থ হয়ে উঠছেন ।" যদিও আপাতত বেশ কিছুদিন তাঁকে হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হবে ।

আরও পড়ুন: 'তিসরি কসম' ছবিতে রাজ কাপুরের পারিশ্রমিক ছিল এক টাকা : অনু কাপুর

1979 সালে অমিতাভ বচ্চন অভিনীত কালা পাথর সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি । গত চার দশকে, তিনি নিজেকে শুধু একজন অভিনেতা হিসেবে নয়, একজন রেডিও জকি, টেলিভিশন উপস্থাপক, গায়ক ও পরিচালক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন । হাম, এক রুকা হুয়া ফয়সলা, রাম লিখন, ঘয়াল, হাম কিসিসে কুম নহি, এয়তরাজ, 7 খুন মাফ, জলি এলএলবি 2-এর মতো চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য পরিচিত । কমেডি-ড্রামা 'ভিকি ডোনার'-এ অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পান।

92.7 বিগ এফএম-এ 'সুহানা সাফার উইথ অনু কাপুর' নামে তাঁর একটি রেডিও শো রয়েছে । যেখানে তিনি স্মৃতির অতলে ডুব দেন, স্মৃতিপটে ডুব দিতে বাধ্য করেন শ্রোতাদের । শেষবার তাঁকে দেখা গিয়েছিল ওয়েব শো 'ক্র্যাশ কোর্স'-এ, যা গত বছর একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়ার হয়েছিল ।

আরও পড়ুন: রাজু শ্রীবাস্তব স্মরণে বিশেষ পর্বের আয়োজন কপিল শর্মার

আগামীতে প্রবীণ অভিনেতাকে 2019 সালে মুক্তিপ্রাপ্ত ড্রিম গার্লের সিক্যুয়েল ড্রিম গার্ল 2-এ দেখা যাবে। রাজ শান্ডিল্যা পরিচালিত ছবিতে আয়ুষ্মান খুরানার বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি সিক্যুয়েলটিও পরিচালনা করছেন ।

Last Updated : Jan 26, 2023, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.