ETV Bharat / bharat

Ankita Bhandari Murder Case: উত্তরাখণ্ডের রিসর্টে মহিলাকর্মী খুনের ঘটনায় ধৃত বিজেপি নেতার ছেলে - BJP leader son among three held for murder

ঋষিকেশে ভানানতারা রিসর্টের মহিলা কর্মী অঙ্কিতা ভাণ্ডারির (19) খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে বিজেপি নেতার ছেলেকে (Ankita Bhandari Murder Case) ৷

Ankita Bhandari Murder Case
ETV Bharat
author img

By

Published : Sep 23, 2022, 10:20 PM IST

দেরাদুন, 23 সেপ্টেম্বর: উত্তরাখণ্ডের ঋষিকেশে ভানানতারা রিসর্টের মহিলা কর্মী অঙ্কিতা ভাণ্ডারির (19) খুনের ঘটনায় এক বিজেপি নেতার ছেলে-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে ধৃত বিজেপি নেতার ছেলের নাম পুলকিত আরিয়া ৷ রিসর্টের মালিকও এই মুখ্য অভিযুক্ত (Uttarakhand vanantra resort) ৷ ধৃতের বাবা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা বিনোদ আরিয়া ৷ ধৃত অপর দুই ব্যক্তির নাম, পুলকিত গুপ্তা ও সৌরভ ভাষ্কর (BJP leader son among three held for murder) ৷

  • अंकिता भण्डारी गुमशुदगी प्रकरण में गिरफ्तार अभियुक्तों ने पूछताछ में बताया कि घटना के दिन अभियुक्तों ने आपसी विवाद के बाद पीड़िता को चीला रोड के निकट नहर में धक्का दे दिया जिसके बाद व डूब गई। #UttarakhandPolice की SDRF टीम शव तलाशने का प्रयास कर रही है।@ANINewsUP @PauriPolice pic.twitter.com/nWwxHBYShi

    — Uttarakhand Police (@uttarakhandcops) September 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতরা নিজেদের দোষ কবুল করেছে ৷ তারা জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতার কারণেই ওই তরুণীকে তারা খুন করে শক্তি খালের জলে ফেলে দেয় ৷ যদিও ওই তরুণীর দেহ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ (Ankita Bhandari Murder Case)৷

উত্তরাখণ্ডের রিসর্টে মহিলাকর্মী খুনের ঘটনায় ধৃত বিজেপি নেতার ছেলে

আরও পড়ুন: শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি জগৎবল্লভপুরে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 18 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন অঙ্কিতা ৷ এরপর তরুণীর পরিবারের তরফে পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়, তারপরেই ঘটনা সামনে আসে ৷ অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার পুলিশের গাড়ি ও রিসর্টটি ভাঙচুর করেন স্থানীয়রা (Angry villagers vandalized Vanantra Resort) ৷

দেরাদুন, 23 সেপ্টেম্বর: উত্তরাখণ্ডের ঋষিকেশে ভানানতারা রিসর্টের মহিলা কর্মী অঙ্কিতা ভাণ্ডারির (19) খুনের ঘটনায় এক বিজেপি নেতার ছেলে-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে ধৃত বিজেপি নেতার ছেলের নাম পুলকিত আরিয়া ৷ রিসর্টের মালিকও এই মুখ্য অভিযুক্ত (Uttarakhand vanantra resort) ৷ ধৃতের বাবা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা বিনোদ আরিয়া ৷ ধৃত অপর দুই ব্যক্তির নাম, পুলকিত গুপ্তা ও সৌরভ ভাষ্কর (BJP leader son among three held for murder) ৷

  • अंकिता भण्डारी गुमशुदगी प्रकरण में गिरफ्तार अभियुक्तों ने पूछताछ में बताया कि घटना के दिन अभियुक्तों ने आपसी विवाद के बाद पीड़िता को चीला रोड के निकट नहर में धक्का दे दिया जिसके बाद व डूब गई। #UttarakhandPolice की SDRF टीम शव तलाशने का प्रयास कर रही है।@ANINewsUP @PauriPolice pic.twitter.com/nWwxHBYShi

    — Uttarakhand Police (@uttarakhandcops) September 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতরা নিজেদের দোষ কবুল করেছে ৷ তারা জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতার কারণেই ওই তরুণীকে তারা খুন করে শক্তি খালের জলে ফেলে দেয় ৷ যদিও ওই তরুণীর দেহ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ (Ankita Bhandari Murder Case)৷

উত্তরাখণ্ডের রিসর্টে মহিলাকর্মী খুনের ঘটনায় ধৃত বিজেপি নেতার ছেলে

আরও পড়ুন: শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি জগৎবল্লভপুরে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 18 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন অঙ্কিতা ৷ এরপর তরুণীর পরিবারের তরফে পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়, তারপরেই ঘটনা সামনে আসে ৷ অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার পুলিশের গাড়ি ও রিসর্টটি ভাঙচুর করেন স্থানীয়রা (Angry villagers vandalized Vanantra Resort) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.