ETV Bharat / bharat

Chandrababu Naidu: অন্তর্বর্তী জামিন পাওয়ার পরদিন বাড়ি পৌঁছালেন চন্দ্রবাবু নাইডু - স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলা

Chandrababu Naidu Reaches Home: মঙ্গলবার জামিন পেয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু ৷ বুধবার সকালে তিনি রাজামুন্দ্রি জেল থেকে বেরিয়ে বিজয়ওয়াড়ায় তাঁর বাসভবনে পৌঁছান ৷ তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ৷

Chandrababu Naidu
Chandrababu Naidu
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 12:39 PM IST

বিজয়ওয়াড়া, 1 নভেম্বর: স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পাওয়ার একদিন পরে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু বুধবার সকালে বিজয়ওয়াড়ায় তাঁর বাসভবনে পৌঁছেছেন । তাঁর বাসভবনের বাইরে দলীয় সমর্থকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান । অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট মঙ্গলবার তাঁকে এই মামলায় জামিন দেয় । এরপর রাজামুন্দ্রি জেল থেকে নিজের বাড়িতে ফিরে আসেন নাইডু ।

জেল থেকে বেরিয়ে আসার পর সমর্থকদের উদ্দেশ্যে চন্দ্রবাবু নাইডু বলেন, ‘‘আমি যখন সমস্যায় ছিলাম, আপনারা সবাই রাস্তায় এসে আমার জন্য প্রার্থনা করেছিলেন । শুধু অন্ধ্রপ্রদেশ নয়, তেলেঙ্গানা ও অন্যান্য রাজ্যের মানুষের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি, তা আমি কখনও ভুলব না ।’’

এর পর তেলুগু দেশম পার্টির এই নেতা বলেন, ‘‘আমার 45 বছরের জনজীবনে আমি কোনও ভুল করিনি । আমি কাউকে এটা করতে দেব না । ধন্যবাদ সকল রাজনৈতিক দলকে, যাঁরা আমাকে সমর্থন করেছেন ।’’ চন্দ্রবাবু নাইডু 53 দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন । আদালত তাঁকে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছেন ।

  • VIDEO | Chandrababu Naidu's supporters gathered in large numbers in Undavalli earlier today to celebrate the release of former Andhra Pradesh CM.

    The TDP supremo walked out of the Rajamahendravaram central prison on Tuesday and thanked all his supporters from across the… pic.twitter.com/ZfhwtQJtio

    — Press Trust of India (@PTI_News) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চন্দ্রবাবু নাইডু জামিন পাওয়ার পরই টিডিপি অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন দল ওয়াইএসআরসিপি-র বিরুদ্ধে তোপ দেগেছে ৷ তাদের বক্তব্য, ওয়াইএসআরসিপি চন্দ্রবাবু নাইডুকে দোষী প্রমাণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল ৷ কিন্তু তা ব্যর্থ হয়েছে । এর থেকে বোঝাই যাচ্ছে যে অন্ধ্রের শাসক দল টিডিপিকে ভয় পাচ্ছে ।

উল্লেখ্য, আদালত স্বাস্থ্য সংক্রান্ত কারণে চন্দ্রবাবু নাইডুকে জামিন দিয়েছে । তাঁকে 24 নভেম্বর আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে । আগামী 10 নভেম্বর আদালতে এই মামলায় তাঁর মূল জামিনের আবেদনের শুনানি হবে । টিডিপি সুপ্রিমোকে হাসপাতালে তাঁর মেডিকেল চেক আপ ছাড়া অন্য কোনও কর্মসূচিতে অংশ না নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে । হাইকোর্টও নাইডুকে মিডিয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে ।

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বহু কোটি টাকার স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় গত 9 সেপ্টেম্বর সিআইডি গ্রেফতার করে । যার জেরে রাজ্যে রাজনৈতিক তোলপাড় চলছে দক্ষিণ ভারতের ওই রাজ্যে । এই মামলা ছাড়াও নাইডু আরও দু’টি দুর্নীতির মামলায় অভিযুক্ত ৷ সেগুলি হল, ফাইবারনেট দুর্নীতি ও ইনার রিং রোড দুর্নীতি মামলা । ইতিমধ্যে অন্ধ্র সিআইডি পূর্ববর্তী সরকারের দ্বারা আবগারি সংস্থাগুলিকে অবৈধ লাইসেন্স দেওয়ার অভিযোগে নাইডুর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে ।

আরও পড়ুন: 52 দিন পর জেল থেকে ছাড়া পেলেন চন্দ্রবাবু, তাঁকে ঘিরে সমর্থকদের ভিড়

বিজয়ওয়াড়া, 1 নভেম্বর: স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পাওয়ার একদিন পরে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু বুধবার সকালে বিজয়ওয়াড়ায় তাঁর বাসভবনে পৌঁছেছেন । তাঁর বাসভবনের বাইরে দলীয় সমর্থকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান । অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট মঙ্গলবার তাঁকে এই মামলায় জামিন দেয় । এরপর রাজামুন্দ্রি জেল থেকে নিজের বাড়িতে ফিরে আসেন নাইডু ।

জেল থেকে বেরিয়ে আসার পর সমর্থকদের উদ্দেশ্যে চন্দ্রবাবু নাইডু বলেন, ‘‘আমি যখন সমস্যায় ছিলাম, আপনারা সবাই রাস্তায় এসে আমার জন্য প্রার্থনা করেছিলেন । শুধু অন্ধ্রপ্রদেশ নয়, তেলেঙ্গানা ও অন্যান্য রাজ্যের মানুষের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি, তা আমি কখনও ভুলব না ।’’

এর পর তেলুগু দেশম পার্টির এই নেতা বলেন, ‘‘আমার 45 বছরের জনজীবনে আমি কোনও ভুল করিনি । আমি কাউকে এটা করতে দেব না । ধন্যবাদ সকল রাজনৈতিক দলকে, যাঁরা আমাকে সমর্থন করেছেন ।’’ চন্দ্রবাবু নাইডু 53 দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন । আদালত তাঁকে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছেন ।

  • VIDEO | Chandrababu Naidu's supporters gathered in large numbers in Undavalli earlier today to celebrate the release of former Andhra Pradesh CM.

    The TDP supremo walked out of the Rajamahendravaram central prison on Tuesday and thanked all his supporters from across the… pic.twitter.com/ZfhwtQJtio

    — Press Trust of India (@PTI_News) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চন্দ্রবাবু নাইডু জামিন পাওয়ার পরই টিডিপি অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন দল ওয়াইএসআরসিপি-র বিরুদ্ধে তোপ দেগেছে ৷ তাদের বক্তব্য, ওয়াইএসআরসিপি চন্দ্রবাবু নাইডুকে দোষী প্রমাণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল ৷ কিন্তু তা ব্যর্থ হয়েছে । এর থেকে বোঝাই যাচ্ছে যে অন্ধ্রের শাসক দল টিডিপিকে ভয় পাচ্ছে ।

উল্লেখ্য, আদালত স্বাস্থ্য সংক্রান্ত কারণে চন্দ্রবাবু নাইডুকে জামিন দিয়েছে । তাঁকে 24 নভেম্বর আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে । আগামী 10 নভেম্বর আদালতে এই মামলায় তাঁর মূল জামিনের আবেদনের শুনানি হবে । টিডিপি সুপ্রিমোকে হাসপাতালে তাঁর মেডিকেল চেক আপ ছাড়া অন্য কোনও কর্মসূচিতে অংশ না নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে । হাইকোর্টও নাইডুকে মিডিয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে ।

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বহু কোটি টাকার স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় গত 9 সেপ্টেম্বর সিআইডি গ্রেফতার করে । যার জেরে রাজ্যে রাজনৈতিক তোলপাড় চলছে দক্ষিণ ভারতের ওই রাজ্যে । এই মামলা ছাড়াও নাইডু আরও দু’টি দুর্নীতির মামলায় অভিযুক্ত ৷ সেগুলি হল, ফাইবারনেট দুর্নীতি ও ইনার রিং রোড দুর্নীতি মামলা । ইতিমধ্যে অন্ধ্র সিআইডি পূর্ববর্তী সরকারের দ্বারা আবগারি সংস্থাগুলিকে অবৈধ লাইসেন্স দেওয়ার অভিযোগে নাইডুর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে ।

আরও পড়ুন: 52 দিন পর জেল থেকে ছাড়া পেলেন চন্দ্রবাবু, তাঁকে ঘিরে সমর্থকদের ভিড়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.