ETV Bharat / bharat

বাংলা-সহ 13টি ভাষায় লেখা 'জয় শ্রী রাম', সীতা মায়ের জন্য বিশেষ শাড়ি বুনল অন্ধ্রের দুই পরিবার - Ram Mandir

Special Saree for Sita Maa on Ram Mandir Inauguration: অন্ধ্রপ্রদেশের দুই তাঁতি পরিবার সীতামায়ের জন্য একটি বিশেষ শাড়ি বুনেছে ৷ যেখানে বাংলা-সহ 13টি ভিন্ন ভারতীয় ভাষায় 32 হাজার 200 বার 'জয় শ্রী রাম' লেখা রয়েছে ৷ জানুন সেই শাড়িটির বিশেষত্ব ৷

Etv Bharat
সীতা মায়ের জন্য বিশেষ শাড়ি পাঠাচ্ছে অন্ধ্রপ্রদেশের দুই পরিবার
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 10:52 PM IST

Updated : Jan 17, 2024, 6:56 AM IST

সীতামায়ের জন্য বিশেষ শাড়ি পাাঠাচ্ছে অন্ধ্রপ্রদেশের 2 পরিবার

ধর্মাভরম (অন্ধ্রপ্রদেশ), 16 জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সমগ্র দেশ । ভক্তরাও বিভিন্ন প্রান্ত থেকে উপহার নিয়ে যাচ্ছেন । যারা যেতে পারছেন না তাঁরা আমন্ত্রিতদের হাত দিয়ে ভগবান শ্রী রাম কিংবা সীতার জন্য পাঠিয়ে দিচ্ছেন উপহার ৷ তেমনই অন্ধ্রপ্রদেশের ধর্মাভারমের শ্রী সত্যসাই জেলার দুই তাঁতি পরিবার সীতা মায়ের জন্য একটি বিশেষ শাড়ি তৈরি করেছে ৷ 4 মাস ধরে বোনা সেই সিল্কের শাড়িটির অনেক বৈশিষ্ট্য রয়েছে ৷

16 কেজি ওজনের এই সিল্কের শাড়িটি 44 ইঞ্চি চওড়া ও 60 মিটার লম্বা ৷ যাতে বাংলা, তেলুগু, কন্নড়, মারাঠি, ওড়িয়া, তামিল, গুজরাতি, কোঙ্কনি, মালয়ালম, উর্দু-সহ অন্যান্য 13টি ভিন্ন ভারতীয় ভাষায় 32 হাজার 200 বার 'জয় শ্রী রাম' কথাটি বোনা হয়েছে ৷ এছাড়াও শাড়িটির পাড়ে 168টি চিত্রের মাধ্যমে রামায়ণের ঘটনাবলী তুলে ধরা হয়েছে ৷

সীতামায়ের জন্য বোনা এই এই শাড়ির পাড় পুরো রামায়ণ কাহিনির ছবি দিয়ে বোনা । এগুলি কম্পিউটারে তৈরি এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সিল্কের শাড়ির পাড়ে তা ছবির মতো তুলে ধরা হয়েছে । 5 লক্ষ টাকা মূল্যের এই শাড়িটি সম্পূর্ণ ভালো মানের সিল্ক দিয়ে তৈরি । অযোধ্যায় পাঠানোর আগে এই শাড়িটি ধর্মভারমে জনসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয়েছিল ।

শাড়িটি ডিজাইন করেছেন নাগরাজু ৷ এটি বুনেছেন সুরেন্দ্রনাথ এবং তাঁর ছেলে তেজা ৷ সীতামায়ের জন্য এই শাড়িটি বুনে উপহার দিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছে দুই তাঁতি পরিবার ৷ শাড়িটির ডিজাইনার নাগরাজু বলেন, "পূর্বপুরুষ থেকে আমরা তাঁত বোনার সঙ্গে যুক্ত । নিজেদের কাছ থেকে ভগবান রামকে কিছু দিতে চেয়েছিলাম । তার অংশ হিসাবে, আমি রামায়ণের দৃশ্য নিয়েছি এবং অযোধ্যা রাম মন্দিরে দেওয়ার জন্য শাড়িতে এই ছবি বুনেছি । এটি তৈরি করতে আমার চার মাস লেগেছে ।"

অন্যদিকে তাঁত শ্রমিক নগেন্দ্রনাথ বলেন, "নাগরাজু ডিজাইন করেছেন ৷ আমরা এটা তৈরি করেছি ৷ এটা এমন একটা শাড়ি যা দেখে শিশুরাও বুঝতে পারবে ৷"

আরও পড়ুন :

  1. প্রাণ প্রতিষ্ঠায় মুসলিম কারিগরদের তৈরি বিশেষ নূপুর পরবেন মাতা জানকী ও রামলালা
  2. মা সীতার হাতে ঐতিহ্যের লাহঠি চুড়ি পরাতে উৎসুক ভক্তরা, হিমসিম অবস্থা মুজফ্ফরপুরে
  3. সাধ্যের মধ্যে ভগবান ! সোনা-রূপোর তৈরি হরেক দামের রাম মন্দির কিনতে ভিড় আগ্রায়

সীতামায়ের জন্য বিশেষ শাড়ি পাাঠাচ্ছে অন্ধ্রপ্রদেশের 2 পরিবার

ধর্মাভরম (অন্ধ্রপ্রদেশ), 16 জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সমগ্র দেশ । ভক্তরাও বিভিন্ন প্রান্ত থেকে উপহার নিয়ে যাচ্ছেন । যারা যেতে পারছেন না তাঁরা আমন্ত্রিতদের হাত দিয়ে ভগবান শ্রী রাম কিংবা সীতার জন্য পাঠিয়ে দিচ্ছেন উপহার ৷ তেমনই অন্ধ্রপ্রদেশের ধর্মাভারমের শ্রী সত্যসাই জেলার দুই তাঁতি পরিবার সীতা মায়ের জন্য একটি বিশেষ শাড়ি তৈরি করেছে ৷ 4 মাস ধরে বোনা সেই সিল্কের শাড়িটির অনেক বৈশিষ্ট্য রয়েছে ৷

16 কেজি ওজনের এই সিল্কের শাড়িটি 44 ইঞ্চি চওড়া ও 60 মিটার লম্বা ৷ যাতে বাংলা, তেলুগু, কন্নড়, মারাঠি, ওড়িয়া, তামিল, গুজরাতি, কোঙ্কনি, মালয়ালম, উর্দু-সহ অন্যান্য 13টি ভিন্ন ভারতীয় ভাষায় 32 হাজার 200 বার 'জয় শ্রী রাম' কথাটি বোনা হয়েছে ৷ এছাড়াও শাড়িটির পাড়ে 168টি চিত্রের মাধ্যমে রামায়ণের ঘটনাবলী তুলে ধরা হয়েছে ৷

সীতামায়ের জন্য বোনা এই এই শাড়ির পাড় পুরো রামায়ণ কাহিনির ছবি দিয়ে বোনা । এগুলি কম্পিউটারে তৈরি এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সিল্কের শাড়ির পাড়ে তা ছবির মতো তুলে ধরা হয়েছে । 5 লক্ষ টাকা মূল্যের এই শাড়িটি সম্পূর্ণ ভালো মানের সিল্ক দিয়ে তৈরি । অযোধ্যায় পাঠানোর আগে এই শাড়িটি ধর্মভারমে জনসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয়েছিল ।

শাড়িটি ডিজাইন করেছেন নাগরাজু ৷ এটি বুনেছেন সুরেন্দ্রনাথ এবং তাঁর ছেলে তেজা ৷ সীতামায়ের জন্য এই শাড়িটি বুনে উপহার দিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছে দুই তাঁতি পরিবার ৷ শাড়িটির ডিজাইনার নাগরাজু বলেন, "পূর্বপুরুষ থেকে আমরা তাঁত বোনার সঙ্গে যুক্ত । নিজেদের কাছ থেকে ভগবান রামকে কিছু দিতে চেয়েছিলাম । তার অংশ হিসাবে, আমি রামায়ণের দৃশ্য নিয়েছি এবং অযোধ্যা রাম মন্দিরে দেওয়ার জন্য শাড়িতে এই ছবি বুনেছি । এটি তৈরি করতে আমার চার মাস লেগেছে ।"

অন্যদিকে তাঁত শ্রমিক নগেন্দ্রনাথ বলেন, "নাগরাজু ডিজাইন করেছেন ৷ আমরা এটা তৈরি করেছি ৷ এটা এমন একটা শাড়ি যা দেখে শিশুরাও বুঝতে পারবে ৷"

আরও পড়ুন :

  1. প্রাণ প্রতিষ্ঠায় মুসলিম কারিগরদের তৈরি বিশেষ নূপুর পরবেন মাতা জানকী ও রামলালা
  2. মা সীতার হাতে ঐতিহ্যের লাহঠি চুড়ি পরাতে উৎসুক ভক্তরা, হিমসিম অবস্থা মুজফ্ফরপুরে
  3. সাধ্যের মধ্যে ভগবান ! সোনা-রূপোর তৈরি হরেক দামের রাম মন্দির কিনতে ভিড় আগ্রায়
Last Updated : Jan 17, 2024, 6:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.