ETV Bharat / bharat

Ancient stolen sculpture returns to India : ভারতীয় জাদুঘর থেকে চুরি যাওয়া ভাস্কর্য দেশে ফিরছে - ভারতীয় জাদুঘর থেকে চুরি যাওয়া ভাস্কর্য দেশে ফিরছে

1990 সালে ভারতীয় জাদুঘর থেকে চুরি যাওয়া প্রাচীন ভাস্কর্য দেশে ফিরছে (Ancient stolen sculpture returns to India)৷

Indian Ancient stolen sculpture
ভারতীয় জাদুঘর থেকে চুরি যাওয়া ভাস্কর্য দেশে ফিরছে
author img

By

Published : Mar 23, 2022, 2:23 PM IST

লন্ডন, 23 মার্চ: অন্ধ্রপ্রদেশের এক প্রাচীন ভাস্কর্য, যা 1990 সালে চুরি হয়ে গিয়েছিল ভারতীয় জাদুঘর থেকে, তা উদ্ধার করা হয়েছে ইউরোপে ৷ দেশে ফিরছে ভারতের সেই ঐতিহ্যের ইতিহাস (Ancient stolen sculpture returns to India)৷

ইতিহাসের চুরি যাওয়া বিভিন্ন শিল্প ও স্থাপত্য বিদেশ থেকে দেশে ফেরানোর বিষয়টি দেখাশোনা করে আর্ট রিকভারি ইন্টারন্যাশনাল ৷ তারা জানিয়েছে, গত সপ্তাহে ব্রাসেলসে ভারতের হাই কমিশনে দূত সন্তোষ ঝায়ের হাতে তারা তুলে দিয়েছে তৃতীয় শতাব্দীর দ্বিতীয় অর্ধের একটি ভাস্কর্য ৷ দেশের ইন্ডিয়া প্রাইড প্রজেক্টের আওতায় সেই ভাস্কর্যের ইতিহাস সম্পর্কে এআরআই-কে অবগত করার পর তা নিঃশর্তে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তারা সমঝোতায় রাজি হয় ৷

এআরআই-এর (Art Recovery International recovered panel of Stupas) প্রতিষ্ঠাতা তথা আইনজীবী ক্রিস্টোফার এ ম্যারিনেলো জানিয়েছেন, চুরি যাওয়া বা লুঠ করা শিল্পকীর্তি সহজে বিক্রি, প্রদর্শন বা পরিবহণ করতে পারে না কেউই ৷ অন্ধ্রপ্রদেশের নাগারর্জুনকোন্ডার ধ্বংসপ্রাপ্ত স্তূপের অংশ ছিল চুনাপাথরের এই ভাস্কর্য ৷ এটি ভারতেরই একটি জাদুঘরে রাখা ছিল ৷ তবে 1995 সালে তা চুরি হয়ে যায় ৷ এ ধরনের স্তূপের (Stupa Pilasters depicts life of Buddha) স্তম্ভে খোদাই করা থাকত গৌতম বুদ্ধের জীবন ৷ উদ্ধার হওয়া ভাস্কর্যে দেখা যাচ্ছে, নাগার্জুনকোন্ডার এক রাজসভায় সিংহাসনে বসে আছেন রাজদম্পতি ৷ আর তাঁদের সিংহাসনের পিছনে দাঁড়িয়ে দাসদাসীরা ৷ আর সামনেই একটি শিশুকে নিয়ে খেলছে এক দাসী ৷

আরও পড়ুন: Australia returns 29 antiquities to India: মোদি-মরিসনের সামিটের আগে ভারতকে 29টি পুরাকীর্তি ফেরাল অস্ট্রেলিয়া

চলতি বছরের শুরুর দিকে এপিপি-র সহ-প্রতিষ্ঠাতা (ancient sculpture stolen from indian museum returns home) এস বিজয় কুমার ম্যারিনেলোকে জানান, চুরি যাওয়া চুনাপাথরের ভাস্কর্য 2018 সালে বিক্রি করার প্রস্তাব দিয়েছিল বেলজিয়ান এশিয়ান আর্ট ট্রেড ৷ চলতি বছরের জানুয়ারি মাসে এআরআই লন্ডনে ভারতীয় হাই কমিশনের হাতে দেশের আরও একটি প্রাচীন ভাস্কর্য তুলে দেয় ৷ 40 বছর ধরে নিখোঁজ ছিল উত্তরপ্রদেশের অষ্টম শতাব্দীর একটি বিগ্রহ, যার মাথাটি ছাগলের ৷ এটি পাওয়া যায় ইংল্যান্ডের একটি বাগানে ৷

আরও পড়ুন: India Australia Bilateral Talk : মোদির সঙ্গে বৈঠক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর, বিপুল বিনিয়োগের সম্ভাবনা

লন্ডন, 23 মার্চ: অন্ধ্রপ্রদেশের এক প্রাচীন ভাস্কর্য, যা 1990 সালে চুরি হয়ে গিয়েছিল ভারতীয় জাদুঘর থেকে, তা উদ্ধার করা হয়েছে ইউরোপে ৷ দেশে ফিরছে ভারতের সেই ঐতিহ্যের ইতিহাস (Ancient stolen sculpture returns to India)৷

ইতিহাসের চুরি যাওয়া বিভিন্ন শিল্প ও স্থাপত্য বিদেশ থেকে দেশে ফেরানোর বিষয়টি দেখাশোনা করে আর্ট রিকভারি ইন্টারন্যাশনাল ৷ তারা জানিয়েছে, গত সপ্তাহে ব্রাসেলসে ভারতের হাই কমিশনে দূত সন্তোষ ঝায়ের হাতে তারা তুলে দিয়েছে তৃতীয় শতাব্দীর দ্বিতীয় অর্ধের একটি ভাস্কর্য ৷ দেশের ইন্ডিয়া প্রাইড প্রজেক্টের আওতায় সেই ভাস্কর্যের ইতিহাস সম্পর্কে এআরআই-কে অবগত করার পর তা নিঃশর্তে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তারা সমঝোতায় রাজি হয় ৷

এআরআই-এর (Art Recovery International recovered panel of Stupas) প্রতিষ্ঠাতা তথা আইনজীবী ক্রিস্টোফার এ ম্যারিনেলো জানিয়েছেন, চুরি যাওয়া বা লুঠ করা শিল্পকীর্তি সহজে বিক্রি, প্রদর্শন বা পরিবহণ করতে পারে না কেউই ৷ অন্ধ্রপ্রদেশের নাগারর্জুনকোন্ডার ধ্বংসপ্রাপ্ত স্তূপের অংশ ছিল চুনাপাথরের এই ভাস্কর্য ৷ এটি ভারতেরই একটি জাদুঘরে রাখা ছিল ৷ তবে 1995 সালে তা চুরি হয়ে যায় ৷ এ ধরনের স্তূপের (Stupa Pilasters depicts life of Buddha) স্তম্ভে খোদাই করা থাকত গৌতম বুদ্ধের জীবন ৷ উদ্ধার হওয়া ভাস্কর্যে দেখা যাচ্ছে, নাগার্জুনকোন্ডার এক রাজসভায় সিংহাসনে বসে আছেন রাজদম্পতি ৷ আর তাঁদের সিংহাসনের পিছনে দাঁড়িয়ে দাসদাসীরা ৷ আর সামনেই একটি শিশুকে নিয়ে খেলছে এক দাসী ৷

আরও পড়ুন: Australia returns 29 antiquities to India: মোদি-মরিসনের সামিটের আগে ভারতকে 29টি পুরাকীর্তি ফেরাল অস্ট্রেলিয়া

চলতি বছরের শুরুর দিকে এপিপি-র সহ-প্রতিষ্ঠাতা (ancient sculpture stolen from indian museum returns home) এস বিজয় কুমার ম্যারিনেলোকে জানান, চুরি যাওয়া চুনাপাথরের ভাস্কর্য 2018 সালে বিক্রি করার প্রস্তাব দিয়েছিল বেলজিয়ান এশিয়ান আর্ট ট্রেড ৷ চলতি বছরের জানুয়ারি মাসে এআরআই লন্ডনে ভারতীয় হাই কমিশনের হাতে দেশের আরও একটি প্রাচীন ভাস্কর্য তুলে দেয় ৷ 40 বছর ধরে নিখোঁজ ছিল উত্তরপ্রদেশের অষ্টম শতাব্দীর একটি বিগ্রহ, যার মাথাটি ছাগলের ৷ এটি পাওয়া যায় ইংল্যান্ডের একটি বাগানে ৷

আরও পড়ুন: India Australia Bilateral Talk : মোদির সঙ্গে বৈঠক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর, বিপুল বিনিয়োগের সম্ভাবনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.