ETV Bharat / bharat

Pulwama Attack Anniversary: 4 বছর পেরিয়েও টাটকা পুলওয়ামার ক্ষত, টুইটে স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর - Black Day for India

2019 সালের 14 ফেব্রুয়ারি । আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিস জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা (Pulwama Attack) । প্রাণ হারিয়েছিলেন 40 জন সেনা জওয়ান । 4 বছর পরেও এখনও টাটকা পুলওয়ামা হামলার স্মৃতি (Overview of the Pulwama Attack Tragedy) ।

Pulwama
টাটকা পুলওয়ামার ক্ষত
author img

By

Published : Feb 14, 2023, 8:24 AM IST

Updated : Feb 14, 2023, 8:32 AM IST

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: পুলওয়ামা হামলা । ভারতে এযাবৎ যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তার মধ্যে অন্যতম ভয়ংকর পুলওয়ামা (Pulwama Attack) । 2019 সালে যখন ভ্যালেন্টাইনস ডে উদযাপনে মেতে উঠেছিল বিশ্ব, ঠিক সেই দিনেই কেঁপে উঠেছিল দেশের মাটি । শহিদ হয়েছিলেন 40জন সেনা জওয়ান (Indian Army) । পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) পরে এর দায় স্বীকার করে (Overview of the Pulwama Attack Tragedy)।

কী হয়েছিল 2019-এর 14 ফেব্রুয়ারি ?

পুলওয়ামা হামলার পরেই সাংবাদিক সম্মেলন করেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন । তিনি জানান, প্রায় 2,500 সেনা জওয়ান কাজে যোগ দেওয়ার জন্য পুলওয়ামা হয়ে কমপক্ষে 70টি গাড়িতে আসছিল (2019 Pulwama Attack) ।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়ায় (অবন্তীপাড়ার কাছাকাছি) জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি গাড়ি আত্মঘাতী বোমা হামলার শিকার হয় । এই হামলার ফলে 40 জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মী প্রাণ হারান । পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে । হামলাকারী আদিল আহমদ দার ছিলেন পুলওয়ামা জেলার স্থানীয় বাসিন্দা (Black Day for India) ।

পালটা আঘাত হানে ভারতও:

এই হামলার পরেই পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) সন্ত্রাসী শিবিরের বিমান হামলা শুরু করে ভারত । 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর প্রথমবার কোনও বিমান হামলায় দেশের যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছিল । পরবর্তীকালে ভারত আন্তর্জাতিক মহলে অভিযোগ আনে, পাকিস্তান তাদের মাটিতে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে । দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকে ।

  • Remembering our valorous heroes who we lost on this day in Pulwama. We will never forget their supreme sacrifice. Their courage motivates us to build a strong and developed India.

    — Narendra Modi (@narendramodi) February 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠন হামলার নিন্দা করে । বেশ কয়েকটি দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নয়াদিল্লির সঙ্গে হাত মিলিয়েছে । এছাড়াও মার্কিন সেনেট, জাতিসংঘও তাদের বৈঠকে বিষয়টি উত্থাপন করে ও অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায় । হামলার প্রায় এক বছর পর, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করে । এখন পর্যন্ত এই মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন: পুলওয়ামা হামলায় সরাসরি জড়িত পাকিস্তান, দাবি অবসরপ্রাপ্ত সেনাকর্তার

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: পুলওয়ামা হামলা । ভারতে এযাবৎ যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তার মধ্যে অন্যতম ভয়ংকর পুলওয়ামা (Pulwama Attack) । 2019 সালে যখন ভ্যালেন্টাইনস ডে উদযাপনে মেতে উঠেছিল বিশ্ব, ঠিক সেই দিনেই কেঁপে উঠেছিল দেশের মাটি । শহিদ হয়েছিলেন 40জন সেনা জওয়ান (Indian Army) । পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) পরে এর দায় স্বীকার করে (Overview of the Pulwama Attack Tragedy)।

কী হয়েছিল 2019-এর 14 ফেব্রুয়ারি ?

পুলওয়ামা হামলার পরেই সাংবাদিক সম্মেলন করেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন । তিনি জানান, প্রায় 2,500 সেনা জওয়ান কাজে যোগ দেওয়ার জন্য পুলওয়ামা হয়ে কমপক্ষে 70টি গাড়িতে আসছিল (2019 Pulwama Attack) ।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়ায় (অবন্তীপাড়ার কাছাকাছি) জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি গাড়ি আত্মঘাতী বোমা হামলার শিকার হয় । এই হামলার ফলে 40 জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মী প্রাণ হারান । পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে । হামলাকারী আদিল আহমদ দার ছিলেন পুলওয়ামা জেলার স্থানীয় বাসিন্দা (Black Day for India) ।

পালটা আঘাত হানে ভারতও:

এই হামলার পরেই পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) সন্ত্রাসী শিবিরের বিমান হামলা শুরু করে ভারত । 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর প্রথমবার কোনও বিমান হামলায় দেশের যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছিল । পরবর্তীকালে ভারত আন্তর্জাতিক মহলে অভিযোগ আনে, পাকিস্তান তাদের মাটিতে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে । দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকে ।

  • Remembering our valorous heroes who we lost on this day in Pulwama. We will never forget their supreme sacrifice. Their courage motivates us to build a strong and developed India.

    — Narendra Modi (@narendramodi) February 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠন হামলার নিন্দা করে । বেশ কয়েকটি দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নয়াদিল্লির সঙ্গে হাত মিলিয়েছে । এছাড়াও মার্কিন সেনেট, জাতিসংঘও তাদের বৈঠকে বিষয়টি উত্থাপন করে ও অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায় । হামলার প্রায় এক বছর পর, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করে । এখন পর্যন্ত এই মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন: পুলওয়ামা হামলায় সরাসরি জড়িত পাকিস্তান, দাবি অবসরপ্রাপ্ত সেনাকর্তার

Last Updated : Feb 14, 2023, 8:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.