ETV Bharat / bharat

Elephant Attack in Jharkhand: হাতির হানায় ত্রস্ত ঝাড়খণ্ডের একাধিক জেলা, 12 দিনে প্রাণ গেল 16 জনের - হাতির হানায় ত্রস্ত ঝাড়খণ্ডের একাধিক জেলা

হাতির তাণ্ডবে 12 দিনে প্রাণ গেল 16 জন সাধারণ মানুষের প্রাণ গেল ঝাড়খণ্ডে (An elephant kills 16 people in 12 days) ৷ এদিন সকালে রাঁচির একটি ব্লকে চারজনকে মেরে ফেলে হাতিটি ৷ এলাকায় জারি হয়েছে 144 ধারা ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : Feb 21, 2023, 10:31 PM IST

রাঁচি, 21 ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের পাঁচ জেলায় দিনকয়েক ধরে দাপিয়ে বেড়াচ্ছে একটি হাতি ৷ যার পরিণামে গত 12 দিনে প্রাণ গেল 16 জন সাধারণ মানুষের ৷ যার মধ্যে রাঁচির ইতকি ব্লকেই চারজনের প্রাণ গিয়েছে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা (An elephant kills 16 people in 12 days in Jharkhand) ৷ পুনরায় অনভিপ্রেত ঘটনা এড়াতে ইতিমধ্যেই ওই ব্লকে জেলা প্রশাসনের নির্দেশিকা জারি করা হয়েছে ৷ কোনও জায়গায় পাঁচজনের বেশি একসঙ্গে মিলিত হওয়ার ব্যাপারে সেখানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ৷ গ্রামবাসীদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরনোর ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ৷

রাঁচির ডিভিশনাল ফরেস্ট অফিসার শ্রীকান্ত বর্মা মঙ্গলবার সংবাদসংস্থা পিটিআই'কে বলেছেন, "হাতি দেখতে জড়ো হওয়ার কারণে আজ একজনের মৃত্যু হয়েছে ৷ এহেন ঘটনা এড়াতে রাঁচি প্রশাসনের অন্তর্গত ইতকি ব্লকে 144 ধারা জারি করা হয়েছে ৷" হাতির তাণ্ডব রুখতে বা হাতিকে বাগে আনতে চেষ্টার ত্রুটি রাখতে না বন দফতর ৷ পশ্চিমবঙ্গ থেকে বিশেষজ্ঞ দল এনে হাতিটিকে কাবু করার চেষ্টা করা হচ্ছে ৷

আরও পড়ুন: কুকুর হইতে সাবধান! 4 বছরের খুদেকে খুবলে মারল পথ কুকুরের দল

বন দফতরের আরেক আধিকারিক জানিয়েছেন, হাজারিবাগ, রামগড়, ছাতরা, লোহারদাগা এবং রাঁচি জেলায় মত্ত হাতিটি 12 দিনে 16 জন মানুষকে মেরেছে ৷ একটি কমিটিও গঠিত হয়েছে বলে জানান তিনি ৷ সেই কমিটিই পরীক্ষা করে দেখছে একটি হাতিই 16 জনকে হত্যা করেছে কি না ৷ এমনকী হাতির উন্মত্ত আচরণই কেবল দায়ী নাকি হাতিটির প্রতি মানুষের আচরণ এই সকল মৃত্যু পিছনে দায়ী ৷ লোহারদাগা জেলায় দুই মহিলা-সহ 4 জনকে পায়ের তলায় পিষে মারে হাতিটি ৷ সোমবার রাতে সেটি প্রবেশ করে ইতকি ব্লকে ৷ সেখানে মঙ্গলবার সকালে দুই মহিলা-সহ মৃত্যু হয় 4 জনের ৷

রাঁচি, 21 ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের পাঁচ জেলায় দিনকয়েক ধরে দাপিয়ে বেড়াচ্ছে একটি হাতি ৷ যার পরিণামে গত 12 দিনে প্রাণ গেল 16 জন সাধারণ মানুষের ৷ যার মধ্যে রাঁচির ইতকি ব্লকেই চারজনের প্রাণ গিয়েছে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা (An elephant kills 16 people in 12 days in Jharkhand) ৷ পুনরায় অনভিপ্রেত ঘটনা এড়াতে ইতিমধ্যেই ওই ব্লকে জেলা প্রশাসনের নির্দেশিকা জারি করা হয়েছে ৷ কোনও জায়গায় পাঁচজনের বেশি একসঙ্গে মিলিত হওয়ার ব্যাপারে সেখানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ৷ গ্রামবাসীদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরনোর ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ৷

রাঁচির ডিভিশনাল ফরেস্ট অফিসার শ্রীকান্ত বর্মা মঙ্গলবার সংবাদসংস্থা পিটিআই'কে বলেছেন, "হাতি দেখতে জড়ো হওয়ার কারণে আজ একজনের মৃত্যু হয়েছে ৷ এহেন ঘটনা এড়াতে রাঁচি প্রশাসনের অন্তর্গত ইতকি ব্লকে 144 ধারা জারি করা হয়েছে ৷" হাতির তাণ্ডব রুখতে বা হাতিকে বাগে আনতে চেষ্টার ত্রুটি রাখতে না বন দফতর ৷ পশ্চিমবঙ্গ থেকে বিশেষজ্ঞ দল এনে হাতিটিকে কাবু করার চেষ্টা করা হচ্ছে ৷

আরও পড়ুন: কুকুর হইতে সাবধান! 4 বছরের খুদেকে খুবলে মারল পথ কুকুরের দল

বন দফতরের আরেক আধিকারিক জানিয়েছেন, হাজারিবাগ, রামগড়, ছাতরা, লোহারদাগা এবং রাঁচি জেলায় মত্ত হাতিটি 12 দিনে 16 জন মানুষকে মেরেছে ৷ একটি কমিটিও গঠিত হয়েছে বলে জানান তিনি ৷ সেই কমিটিই পরীক্ষা করে দেখছে একটি হাতিই 16 জনকে হত্যা করেছে কি না ৷ এমনকী হাতির উন্মত্ত আচরণই কেবল দায়ী নাকি হাতিটির প্রতি মানুষের আচরণ এই সকল মৃত্যু পিছনে দায়ী ৷ লোহারদাগা জেলায় দুই মহিলা-সহ 4 জনকে পায়ের তলায় পিষে মারে হাতিটি ৷ সোমবার রাতে সেটি প্রবেশ করে ইতকি ব্লকে ৷ সেখানে মঙ্গলবার সকালে দুই মহিলা-সহ মৃত্যু হয় 4 জনের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.