শ্রীনগর, 8 ফেব্রুয়ারি : ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ । আজ ভোর 4 টে 56 নাগাদ জম্মু-কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয় । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 3.5 । এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।
গত মাসেই ভূমিকম্প অনুভূত হয়েছিল জম্মু-কাশ্মীরে । সেবার বিস্তীর্ণ এলাকাজুড়ে অনূভূত হয় ভূকম্পন । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.1 । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাটরা এলাকার উত্তর-পূর্ব দিকে । তীব্রতা কম হওয়ার জেরে বড় কোনও ক্ষতি হয়নি সেবারও ।
-
An earthquake of magnitude 3.5 on the Richter scale, occurred in Jammu and Kashmir at 4:56 am today: National Center for Seismology
— ANI (@ANI) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An earthquake of magnitude 3.5 on the Richter scale, occurred in Jammu and Kashmir at 4:56 am today: National Center for Seismology
— ANI (@ANI) February 7, 2021An earthquake of magnitude 3.5 on the Richter scale, occurred in Jammu and Kashmir at 4:56 am today: National Center for Seismology
— ANI (@ANI) February 7, 2021
আরও খবর: ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্স
আজ গতকাল প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থেকেছে উত্তরাখণ্ড ৷ রবিবার সকালে আচমকা ভেঙে পড়ে নন্দা দেবী হিমবাহ । তার জেরে প্রবল তুষারঝড়ের সৃষ্টি হয়। বেড়ে যায় ওই এলাকার নদীগুলির জলস্তর । প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে যায় কয়েকটি বাঁধ। ক্ষতিগ্রস্ত হয় ঋষিগঙ্গা জলবিদ্যুত্ কেন্দ্র, এনটিপিসি জলবিদ্যুৎ কেন্দ্র, পাঁচটি সেতু । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ওই ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে । নিখোঁজ কমপক্ষে আরও 170 জন ।