ETV Bharat / bharat

Amul vs Aavin in TN: তামিলনাড়ুতে আমুল বনাম আভিন, গুজরাত ডেয়ারির উপর লাগাম টানতে শাহকে চিঠি স্তালিনের - অমিত শাহ

তামিলনাড়ুতে এ বার টক্কর আমুল ও আভিনের ৷ গুজরাত ডেয়ারির উপর লাগাম টানতে অমিত শাহকে চিঠি লিখলেন এমকে স্তালিন ৷

Amul vs Aavin in TN
আমুল বনাম আভিন
author img

By

Published : May 25, 2023, 5:28 PM IST

চেন্নাই, 25 মে: কর্ণাটকে নন্দিনী বনাম আমুল বিতর্কের পর, গুজরাতে দুধ সংস্থা তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় চিলিং স্টেশন স্থাপনের প্রচেষ্টার মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছে ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ প্রার্থনা করে তাঁকে চিঠি লিখেছেন ৷ গুজরাতের এই দুধের কোঅপারেটিভের পোর্টফোলিয়ো হোল্ডার অমিত শাহ ৷ তামিলনাড়ু রাজ্য-সমর্থিত দুধ উৎপাদনকারী ইউনিয়নের কৃষ্ণগিরি, ধর্মপুরী, ভেলোর, রানিপেট, তিরুপাথুর, কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুর জেলায় যে দুধের শেড রয়েছে, তার থেকে দুধ সংগ্রহ করা বন্ধ করতে আমুলের উপর লাগাম টানার জন্য শাহের কাছে আবেদন জানানো হয়েছে সেই চিঠিতে ৷

এ বিষয়ে কংগ্রেসের মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ টুইটে বলেছেন, "প্রথমে নন্দিনী । এখন আভিন । এটি সবই গেমপ্ল্যানের অংশ ৷" রাজীব বোস নামে এক টুইটার ব্যবহারকারী এ বিষয়ে লিখেছেন, "আমুল এই শাসনব্যবস্থার নতুন 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি'। ভারতের মধ্যে 'ঔপনিবেশিকতা' (গৈরিকীকরণ) এর নতুন হাতিয়ার ৷"

আমুল ক্রয় করা ও কমিশনের জন্য 36 টাকা খরচ করছে ৷ কিন্তু তারা প্রতি লিটার দুধ বিক্রি করে 56 টাকায়, যেখানে আভিন এক লিটার দুধ বিক্রি করে 48 টাকায় ৷ আমুল তামিলনাড়ুর থেকে কেনা দুধ, অন্য রাজ্যে বিক্রি করতে পারে ৷ যার ফলে তামিলনাড়ুতে দুধের ঘাটতি হতে পারে ৷ সেরকম হলে গুরুতর সমস্যা হবে ৷ আরেক টুইটার ব্যবহারকারী তাঁর টুইটে এই বিষয়টি তুলে ধরেছেন ৷

তামিলনাড়ুতে আমুলের পদচিহ্ন সম্প্রসারণ: স্তালিন চিঠিতে লিখেছেন যে, তিনি জানতে পেরেছেন কাইরা জেলা সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন (আমুল) তামিলনাড়ুতে তার পদচিহ্ন বিস্তৃত করছে । কৃষ্ণগিরি জেলায় চিলিং সেন্টার এবং একটি প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করতে আমুল তাদের মাল্টি-স্টেট কো-অপারেটিভ লাইসেন্স ব্যবহার করেছে এবং রাজ্যের কৃষ্ণগিরি, ধর্মপুরী, ভেলোর, রানিপেট, তিরুপাথুর, কাঞ্চিপুরম ও তিরুভাল্লুর জেলার আশেপাশে এফপিও এবং এসএইচজি-এর মাধ্যমে দুধ সংগ্রহ করার পরিকল্পনা করেছে ।

  • The decision of AMUL to operate in Tamil Nadu is unfortunate, detrimental to the interest of Aavin and will create unhealthy competition between the cooperatives.

    Regional cooperatives have been the bedrock of dairy development in the states and are better placed to engage and… pic.twitter.com/yn2pKINofO

    — M.K.Stalin (@mkstalin) May 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অলঙ্ঘন বিধি: একে অপরের দুধের শেডের বিধি লঙ্ঘন না করে সমবায়কে উন্নতি করতে দেওয়া ভারতের একটি নীতি । এই ধরনের ক্রস-প্রকিওরমেন্ট 'অপারেশন হোয়াইট ফ্লাড'-এর ভাবনার বিরুদ্ধে যায় এবং তা দেশে বিদ্যমান দুধের ঘাটতি পরিস্থিতির কারণে উপভোক্তাদের জন্য সমস্যা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করেন স্তালিন । শাহকে লেখা চিঠিতে তিনি বলেছেন, আভিনের দুধের শেড এলাকাকে লঙ্ঘন করেছে আমুল ৷ কয়েক দশক ধরে সত্যিকারের সহযোগিতামূলক মনোভাব নিয়ে লালিত হয়েছে আভিন ৷

অস্বাস্থ্যকর প্রতিযোগিতা: আমুলের এই পদক্ষেপ দুধ ও দুগ্ধজাত পণ্য সংগ্রহ এবং বিপণনে নিযুক্ত সমবায়ের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করবে বলে জানিয়েছেন স্তালিন । তাঁর কথায়, আঞ্চলিক সমবায়গুলি রাজ্যগুলিতে দুগ্ধ উন্নয়নের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে এবং তারা উৎপাদকদের সম্পৃক্ত ও লালনপালন করতে এবং গ্রাহকদের নির্বিচারে মূল্যবৃদ্ধির হাত থেকে বাঁচাতে সাহায্য করে ৷

এ কথা জানিয়ে তিনি লিখেছেন, "অতএব, আমি অবিলম্বে তামিলনাড়ুর আভিনের মিল্ক শেড এলাকা থেকে দুধ সংগ্রহ থেকে বিরত থাকার জন্য আমুলকে নির্দেশ দিতে আপনার জরুরি হস্তক্ষেপের অনুরোধ করছি ৷" চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রীকে দুগ্ধ চাষীদের স্বার্থে পদক্ষেপ করার আহ্বান জানানো হয়েছে ।

আরও পড়ুন: গুজরাত মডেল ও আমুল ব্র্যান্ড দিয়ে বিজেপি কি কর্ণাটকের নির্বাচনে জিততে পারবে ?

চেন্নাই, 25 মে: কর্ণাটকে নন্দিনী বনাম আমুল বিতর্কের পর, গুজরাতে দুধ সংস্থা তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় চিলিং স্টেশন স্থাপনের প্রচেষ্টার মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছে ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ প্রার্থনা করে তাঁকে চিঠি লিখেছেন ৷ গুজরাতের এই দুধের কোঅপারেটিভের পোর্টফোলিয়ো হোল্ডার অমিত শাহ ৷ তামিলনাড়ু রাজ্য-সমর্থিত দুধ উৎপাদনকারী ইউনিয়নের কৃষ্ণগিরি, ধর্মপুরী, ভেলোর, রানিপেট, তিরুপাথুর, কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুর জেলায় যে দুধের শেড রয়েছে, তার থেকে দুধ সংগ্রহ করা বন্ধ করতে আমুলের উপর লাগাম টানার জন্য শাহের কাছে আবেদন জানানো হয়েছে সেই চিঠিতে ৷

এ বিষয়ে কংগ্রেসের মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশ টুইটে বলেছেন, "প্রথমে নন্দিনী । এখন আভিন । এটি সবই গেমপ্ল্যানের অংশ ৷" রাজীব বোস নামে এক টুইটার ব্যবহারকারী এ বিষয়ে লিখেছেন, "আমুল এই শাসনব্যবস্থার নতুন 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি'। ভারতের মধ্যে 'ঔপনিবেশিকতা' (গৈরিকীকরণ) এর নতুন হাতিয়ার ৷"

আমুল ক্রয় করা ও কমিশনের জন্য 36 টাকা খরচ করছে ৷ কিন্তু তারা প্রতি লিটার দুধ বিক্রি করে 56 টাকায়, যেখানে আভিন এক লিটার দুধ বিক্রি করে 48 টাকায় ৷ আমুল তামিলনাড়ুর থেকে কেনা দুধ, অন্য রাজ্যে বিক্রি করতে পারে ৷ যার ফলে তামিলনাড়ুতে দুধের ঘাটতি হতে পারে ৷ সেরকম হলে গুরুতর সমস্যা হবে ৷ আরেক টুইটার ব্যবহারকারী তাঁর টুইটে এই বিষয়টি তুলে ধরেছেন ৷

তামিলনাড়ুতে আমুলের পদচিহ্ন সম্প্রসারণ: স্তালিন চিঠিতে লিখেছেন যে, তিনি জানতে পেরেছেন কাইরা জেলা সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন (আমুল) তামিলনাড়ুতে তার পদচিহ্ন বিস্তৃত করছে । কৃষ্ণগিরি জেলায় চিলিং সেন্টার এবং একটি প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করতে আমুল তাদের মাল্টি-স্টেট কো-অপারেটিভ লাইসেন্স ব্যবহার করেছে এবং রাজ্যের কৃষ্ণগিরি, ধর্মপুরী, ভেলোর, রানিপেট, তিরুপাথুর, কাঞ্চিপুরম ও তিরুভাল্লুর জেলার আশেপাশে এফপিও এবং এসএইচজি-এর মাধ্যমে দুধ সংগ্রহ করার পরিকল্পনা করেছে ।

  • The decision of AMUL to operate in Tamil Nadu is unfortunate, detrimental to the interest of Aavin and will create unhealthy competition between the cooperatives.

    Regional cooperatives have been the bedrock of dairy development in the states and are better placed to engage and… pic.twitter.com/yn2pKINofO

    — M.K.Stalin (@mkstalin) May 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অলঙ্ঘন বিধি: একে অপরের দুধের শেডের বিধি লঙ্ঘন না করে সমবায়কে উন্নতি করতে দেওয়া ভারতের একটি নীতি । এই ধরনের ক্রস-প্রকিওরমেন্ট 'অপারেশন হোয়াইট ফ্লাড'-এর ভাবনার বিরুদ্ধে যায় এবং তা দেশে বিদ্যমান দুধের ঘাটতি পরিস্থিতির কারণে উপভোক্তাদের জন্য সমস্যা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করেন স্তালিন । শাহকে লেখা চিঠিতে তিনি বলেছেন, আভিনের দুধের শেড এলাকাকে লঙ্ঘন করেছে আমুল ৷ কয়েক দশক ধরে সত্যিকারের সহযোগিতামূলক মনোভাব নিয়ে লালিত হয়েছে আভিন ৷

অস্বাস্থ্যকর প্রতিযোগিতা: আমুলের এই পদক্ষেপ দুধ ও দুগ্ধজাত পণ্য সংগ্রহ এবং বিপণনে নিযুক্ত সমবায়ের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করবে বলে জানিয়েছেন স্তালিন । তাঁর কথায়, আঞ্চলিক সমবায়গুলি রাজ্যগুলিতে দুগ্ধ উন্নয়নের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে এবং তারা উৎপাদকদের সম্পৃক্ত ও লালনপালন করতে এবং গ্রাহকদের নির্বিচারে মূল্যবৃদ্ধির হাত থেকে বাঁচাতে সাহায্য করে ৷

এ কথা জানিয়ে তিনি লিখেছেন, "অতএব, আমি অবিলম্বে তামিলনাড়ুর আভিনের মিল্ক শেড এলাকা থেকে দুধ সংগ্রহ থেকে বিরত থাকার জন্য আমুলকে নির্দেশ দিতে আপনার জরুরি হস্তক্ষেপের অনুরোধ করছি ৷" চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রীকে দুগ্ধ চাষীদের স্বার্থে পদক্ষেপ করার আহ্বান জানানো হয়েছে ।

আরও পড়ুন: গুজরাত মডেল ও আমুল ব্র্যান্ড দিয়ে বিজেপি কি কর্ণাটকের নির্বাচনে জিততে পারবে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.