নিউদিল্লি, 15 অক্টোবর: গুজরাট ছাড়া সমস্ত রাজ্যে আমুল ফুল ক্রিম দুধ এবং মহিষের দুধের দাম লিটার প্রতি 2 টাকা বাড়ানো হয়েছে (Amul Milk becomes costlier by Rs 2 per litre)।
আরও পড়ুন: দুধের গুণগত মান নিয়ে সমীক্ষা চালাল দিল্লি ও এনসিআর
ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি 61 টাকা থেকে বেড়ে হয়েছে 63 টাকা ৷ শনিবার গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের পক্ষ থেকে তা বলা হয়েছে ৷