নয়াদিল্লি, 25 জুলাই: মণিপুর নিয়ে সংসদে আলোচনায় প্রস্তুত কেন্দ্রীয় সরকার ৷ তাই সরকার সংসদের অন্দরে সবপক্ষের সহযোগিতা চায় ৷ এই বক্তব্য জানিয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মঙ্গলবার সন্ধ্যায় সেই চিঠির বয়ান তুলে ধরে টুইট করেছেন তিনি ৷
গত 3 মে থেকে হিংসা ছড়াতে শুরু করেছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরে৷ মেইতেইদের তফসিলি উপজাতির মর্যাদা দেওয়াকে কেন্দ্র করে ওই রাজ্যে হিংসা চলছে ৷ আড়াই মাস পেরিয়ে গেলেও পরিস্থিতি শান্ত হয়নি ৷ উপরোন্তু গত বৃহস্পতিবার ওই রাজ্যের একটি ভিডিয়ো প্রকাশ্যে চলে আসে ৷ সেই ভিডিয়োতে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো ও যৌন নিপীড়ন করতে দেখা গিয়েছে ৷
ঘটনাচক্রে ওই দিনই শুরু হয় সংসদের বাদল অধিবেশন ৷ তার আগে থেকেই অনুমান করা হচ্ছিল যে মণিপুর ইস্যুতে সংসদ উত্তাল হতে পারে ৷ কিন্তু ওই ভিডিয়ো সামনে আসায় বিরোধীরা আরও বেশি করে কোণঠাসা করতে শুরু করে কেন্দ্রীয় সরকার ও শাসক দল বিজেপিকে ৷ এই নিয়ে সংসদে আলোচনার দাবি তোলা হয় বিরোধীদের তরফে ৷ একাধিক বিরোধী সাংসদ মুলতুবি প্রস্তাব এনেছেন লোকসভা ও রাজ্যসভায় ৷ বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতিও দাবি করে ৷
-
Today, I wrote to the opposition leaders of both houses, Shri @adhirrcinc Ji of Lok Sabha, and Shri @kharge Ji of Rajya Sabha, appealing to them for their invaluable cooperation in the discussion of the Manipur issue.
— Amit Shah (@AmitShah) July 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The government is ready to discuss the issue of Manipur and… pic.twitter.com/HAKv6I8BjO
">Today, I wrote to the opposition leaders of both houses, Shri @adhirrcinc Ji of Lok Sabha, and Shri @kharge Ji of Rajya Sabha, appealing to them for their invaluable cooperation in the discussion of the Manipur issue.
— Amit Shah (@AmitShah) July 25, 2023
The government is ready to discuss the issue of Manipur and… pic.twitter.com/HAKv6I8BjOToday, I wrote to the opposition leaders of both houses, Shri @adhirrcinc Ji of Lok Sabha, and Shri @kharge Ji of Rajya Sabha, appealing to them for their invaluable cooperation in the discussion of the Manipur issue.
— Amit Shah (@AmitShah) July 25, 2023
The government is ready to discuss the issue of Manipur and… pic.twitter.com/HAKv6I8BjO
এই পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের তরফে বারবার জানানো হয় যে তারাও আলোচনায় রাজি ৷ কিন্তু শুধু মণিপুর নয়, তারা দেশের যে যে প্রান্তে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, সব নিয়ে আলোচনা চায় ৷ ফলে এই নিয়ে দুইপক্ষের বিতণ্ডা গত কয়েকদিন ধরেই চলছে ৷ সরকার পক্ষ, বিরোধীদের উপর আলোচনা করতে না চাওয়ার দায় চাপাচ্ছে ৷ আবার বিরোধীরা সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মণিপুর ইস্যুতে মুখ লুকানোর অভিযোগ তুলছে ৷
সোমবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে সরকার মণিপুর ইস্যুিতে আলোচনা চায় ৷ তার পর মঙ্গলবার আলোচনার জন্য বিরোধীদের কাছে সহযোগিতার আবেদন করলেন তিনি ৷ সরাসরি চিঠি লিখলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ও রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গেকে ৷ তাৎপর্যপূর্ণভাবে যে টুইটটি অমিত শাহ করেছেন, সেখানে শুধু মণিপুর নিয়ে আলোচনার কথাই বলা হয়েছে ৷
আরও পড়ুন: লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সিদ্ধান্ত 'ইন্ডিয়া' জোটের
স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, বিরোধীদের চাপে কি তাহলে পিছু হঠল সরকার ? তবে এখন দেখার বিরোধীরা এবার কী ভূমিকা নেয় ? তারা কি আলোচনায় রাজি হবে ? আগামিকাল, বুধবার অধিবেশন শুরু হলে এই প্রশ্নের উত্তর নিশ্চয় পাওয়া যাবে ৷